ETV Bharat / bharat

ট্রেন্ডিং নয়; হ্যাশট্যাগের ব্যবহার শুরু অন্য কারণে - Hashtag

টুইটারে আসার আগে হ্যাশট্যাগ (#) চিহ্নটি বিভিন্ন ভাবে ব্যবহার হত । কখনও পাউন্ড (ওজন) বোঝাতে । আবার কখনও সংখ্যা বোঝাতে ।

হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ
author img

By

Published : Aug 4, 2020, 7:13 AM IST

Updated : Aug 4, 2020, 7:38 AM IST

হ্যাশট্যাগ । সোশাল মিডিয়ার দৌলতে আজ শব্দটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত । ছবির সঙ্গে হ্যাশট্যাগ । স্ট্যাটাসের সঙ্গে হ্যাশট্যাগ । কিন্তু সোশাল মিডিয়ার দুনিয়া আসার অনেক আগে থেকেই কিন্তু রয়েছে হ্যাশট্যাগের অস্তিত্ব । কখনও চিহ্ন বোঝাতে, আবার কখনও সংখ্যা বোঝাতে ব্যবহার হয়েছে হ্যাশট্যাগ ।

সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগের প্রচলন প্রথম শুরু হয়েছিল টুইটারে । 2007 সালে । এরপর 2013 সালে ফেসবুকেও ঢুকে যায় হ্যাশট্যাগের ব্যবহার । অক্সফোর্ডের ইংরেজি ডিকশনারিতেও কিন্তু বেশিদিন হয়নি এই শব্দের সংযোজন । 2014 সালের জুন মাসের আগে হ্যাশট্যাগ কথাটির কোনও অস্তিত্বই ছিল না অক্সফোর্ডের ডিকশনারিতে ।

কিন্তু এই হ্যাশট্যাগ আদতে কী ? মেটা ট্যাগ ? একটি শব্দ ? না কোনও চিহ্ন ?

টুইটারে আসার আগে হ্যাশট্যাগ (#) চিহ্নটি বিভিন্ন ভাবে ব্যবহার হত । কখনও পাউন্ড (ওজন) বোঝাতে । আবার কখনও সংখ্যা বোঝাতে । যদি কখনও কোনও কিছুর পরে '#' চিহ্নটি ব্যবহার করা হয়, তখন সেটির মানে পাউন্ড । যেমন ধরে নেওয়া যাক, 2 # । এর মানে দুই কেজি ওজনের কোনও জিনিস । আবার, অনেক সময় কোনও কিছুর আগে ব্যবহার করা হত চিহ্নটি । যেমন, # 2 সারি । এর মানে দ্বিতীয় সারি ।

1910 এর দশকে আবার হ্যাশের অন্য মানে ছিল । তখন মিলিটারি জ্যাকেটের উপর যে স্ট্রাইপ থাকত, তাকে বলা হত হ্যাশ । হ্যাশট্যাগ চিহ্নটির আরও একটি নাম রয়েছে । অক্টাথোর্প । এই অক্টাথোর্প কথাটির উদ্ভাবন হয়েছিল 1960-এর দশকে । বেল টেলিফোন ল্যাবরেটরিতে কর্মরত বৈজ্ঞানিকরা এই তাঁদের টেলিফোনের কিপ্যাডে এই চিহ্নের ব্যবহার শুরু করেছিলেন । চিহ্নটির আটটি মাথার কারণে নাম দেওয়া হয়েছিল অক্টাথোর্প ।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার হয় এই চিহ্নের । বাদ্যযন্ত্রের স্বরলিপিতে শার্প টোন বোঝাতে হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয় । আবার অনেক সময় লেখা সম্পাদনার কাজ যারা করেন, তাঁরা দুটি শব্দের মাঝের স্পেস বোঝাতেও '#' চিহ্ন ব্যবহার করে থাকেন ।

আমাদের দেশে মোবাইল ফোন আসার আগে যখন ল্যান্ডফোনের ব্যবহার ছিল, তখনও সেখানে এই চিহ্নটি ছিল । কিন্তু সেসময়ে আমরা অনেকেই এই চিহ্নের ব্যবহারের সঙ্গে পরিচিত ছিলাম না । পরে মোবাইল আসার পর রিচার্জ করতে হ্যাশের ব্যবহার শুরু হয় । জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে, সোশাল মিডিয়ার দুনিয়ায় আসার পরেই হ্যাশট্যাগ সবথেকে বেশি পরিচিতি পায় ।

হ্যাশট্যাগ । সোশাল মিডিয়ার দৌলতে আজ শব্দটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত । ছবির সঙ্গে হ্যাশট্যাগ । স্ট্যাটাসের সঙ্গে হ্যাশট্যাগ । কিন্তু সোশাল মিডিয়ার দুনিয়া আসার অনেক আগে থেকেই কিন্তু রয়েছে হ্যাশট্যাগের অস্তিত্ব । কখনও চিহ্ন বোঝাতে, আবার কখনও সংখ্যা বোঝাতে ব্যবহার হয়েছে হ্যাশট্যাগ ।

সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগের প্রচলন প্রথম শুরু হয়েছিল টুইটারে । 2007 সালে । এরপর 2013 সালে ফেসবুকেও ঢুকে যায় হ্যাশট্যাগের ব্যবহার । অক্সফোর্ডের ইংরেজি ডিকশনারিতেও কিন্তু বেশিদিন হয়নি এই শব্দের সংযোজন । 2014 সালের জুন মাসের আগে হ্যাশট্যাগ কথাটির কোনও অস্তিত্বই ছিল না অক্সফোর্ডের ডিকশনারিতে ।

কিন্তু এই হ্যাশট্যাগ আদতে কী ? মেটা ট্যাগ ? একটি শব্দ ? না কোনও চিহ্ন ?

টুইটারে আসার আগে হ্যাশট্যাগ (#) চিহ্নটি বিভিন্ন ভাবে ব্যবহার হত । কখনও পাউন্ড (ওজন) বোঝাতে । আবার কখনও সংখ্যা বোঝাতে । যদি কখনও কোনও কিছুর পরে '#' চিহ্নটি ব্যবহার করা হয়, তখন সেটির মানে পাউন্ড । যেমন ধরে নেওয়া যাক, 2 # । এর মানে দুই কেজি ওজনের কোনও জিনিস । আবার, অনেক সময় কোনও কিছুর আগে ব্যবহার করা হত চিহ্নটি । যেমন, # 2 সারি । এর মানে দ্বিতীয় সারি ।

1910 এর দশকে আবার হ্যাশের অন্য মানে ছিল । তখন মিলিটারি জ্যাকেটের উপর যে স্ট্রাইপ থাকত, তাকে বলা হত হ্যাশ । হ্যাশট্যাগ চিহ্নটির আরও একটি নাম রয়েছে । অক্টাথোর্প । এই অক্টাথোর্প কথাটির উদ্ভাবন হয়েছিল 1960-এর দশকে । বেল টেলিফোন ল্যাবরেটরিতে কর্মরত বৈজ্ঞানিকরা এই তাঁদের টেলিফোনের কিপ্যাডে এই চিহ্নের ব্যবহার শুরু করেছিলেন । চিহ্নটির আটটি মাথার কারণে নাম দেওয়া হয়েছিল অক্টাথোর্প ।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার হয় এই চিহ্নের । বাদ্যযন্ত্রের স্বরলিপিতে শার্প টোন বোঝাতে হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয় । আবার অনেক সময় লেখা সম্পাদনার কাজ যারা করেন, তাঁরা দুটি শব্দের মাঝের স্পেস বোঝাতেও '#' চিহ্ন ব্যবহার করে থাকেন ।

আমাদের দেশে মোবাইল ফোন আসার আগে যখন ল্যান্ডফোনের ব্যবহার ছিল, তখনও সেখানে এই চিহ্নটি ছিল । কিন্তু সেসময়ে আমরা অনেকেই এই চিহ্নের ব্যবহারের সঙ্গে পরিচিত ছিলাম না । পরে মোবাইল আসার পর রিচার্জ করতে হ্যাশের ব্যবহার শুরু হয় । জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে, সোশাল মিডিয়ার দুনিয়ায় আসার পরেই হ্যাশট্যাগ সবথেকে বেশি পরিচিতি পায় ।

Last Updated : Aug 4, 2020, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.