দিল্লি, 27 জানুয়ারি : দিল্লি বিধানসভার প্রচারে এসে প্রথম দিন থেকেই AAP সরকারের সমালোচনায় সরব হন অমিত শাহ । মাটিয়ালার সভা থেকে কেজরিওয়াল ও তাঁর সরকারকে কার্যত ব্যর্থ বলে দাবি করেছিলেন তিনি । এবার আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে পানীয় জল, রাস্তা সহ একাধিক ইশুতে কেজরিওয়ালকে কটাক্ষ BJP নেতার । গতকালের সভা থেকে শাহর বার্তা, পানীয় জল, স্বাস্থ্য রাস্তাঘাট অনেককিছু থেকে বঞ্চিত দিল্লির মানুষ । তাই এবার যেন BJP কে সুযোগ দেওয়া হয় । যদি BJP ক্ষমতায় আসে তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে । পাশাপাশি তিনি আশ্বাস দেন, যদি এরকম না হয় তাহলে যেন তাঁর কান মুলে দেয় দিল্লির মানুষ ।
গতকাল উত্তর-পূর্ব দিল্লির বাবরপুরে জনসভা করেন অমিত শাহ । সেখানে তিনি বলেন, "দিল্লিতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এবং কোনও হাসপাতালে চিকিৎসা করানোর পয়সা না থাকে ,তাহলে চিকিৎসার জন্য যা খরচ তার থেকে মৃত্যুকে শ্রেয় বলে মনে করবেন তাঁরা । কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রায় সাত কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন মোদি । কিন্তু কেজরিওয়াল সরকার দিল্লিতে এই প্রকল্প বাস্তবায়ন হতে দেয়নি । তাই এই বাবরপুর ও দিল্লির মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত । এখন কেজরিওয়ালের কর্তব্য এই রোগীদের চিকিৎসা দেওয়া ।"
এরপর দিল্লির জনগণের উদ্দেশে শাহর বার্তা, "আপনারা কংগ্রেসকে 15 বছর দিয়েছেন । আম আদমি পার্টিকে পাঁচ বছর দিয়েছেন । আমি আপনাদের আশ্বস্ত করছি, এবার যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তুলব । আর যদি এরকম না হয় তাহলে আমার কাছে এসে আমার কান মুলে দেবেন ।"
দিল্লি সরকারের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন, ''দেশে যদি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা হয় । তাহলে কেজরিওয়াল অবশ্যই প্রথম হবেন । যমুনা পরিষ্কার করার কথা বলেছিলেন তিনি । উলটে দেশের সবচেয়ে নিম্নমানের জল পাচ্ছে রাজধানী । 1000 স্কুল বানাবেন । 20টি কলেজ বানাবেন । 15 লাখ CCTV লাগাবেন বলেছিলেন । 8 লাখ কর্মসংস্থানের কথা বলেছিলেন । কিন্তু কিছুই হয়নি ।''