ETV Bharat / bharat

দিল্লি বিশ্বমানের না হলে আমার কান মুলে দেবেন : অমিত শাহ - AAP সরকারের সমালোচনায় অমিত শাহ

নির্বাচনী জনসভা থেকে ফের AAP সরকারকে কটাক্ষ অমিত শাহর । দিল্লির বর্তমান অবস্থার তীব্র সমালোচনা করে শাহর আশ্বাস, দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তুলবেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 27, 2020, 1:45 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লি বিধানসভার প্রচারে এসে প্রথম দিন থেকেই AAP সরকারের সমালোচনায় সরব হন অমিত শাহ । মাটিয়ালার সভা থেকে কেজরিওয়াল ও তাঁর সরকারকে কার্যত ব্যর্থ বলে দাবি করেছিলেন তিনি । এবার আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে পানীয় জল, রাস্তা সহ একাধিক ইশুতে কেজরিওয়ালকে কটাক্ষ BJP নেতার । গতকালের সভা থেকে শাহর বার্তা, পানীয় জল, স্বাস্থ্য রাস্তাঘাট অনেককিছু থেকে বঞ্চিত দিল্লির মানুষ । তাই এবার যেন BJP কে সুযোগ দেওয়া হয় । যদি BJP ক্ষমতায় আসে তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে । পাশাপাশি তিনি আশ্বাস দেন, যদি এরকম না হয় তাহলে যেন তাঁর কান মুলে দেয় দিল্লির মানুষ ।

গতকাল উত্তর-পূর্ব দিল্লির বাবরপুরে জনসভা করেন অমিত শাহ । সেখানে তিনি বলেন, "দিল্লিতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এবং কোনও হাসপাতালে চিকিৎসা করানোর পয়সা না থাকে ,তাহলে চিকিৎসার জন্য যা খরচ তার থেকে মৃত্যুকে শ্রেয় বলে মনে করবেন তাঁরা । কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রায় সাত কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন মোদি । কিন্তু কেজরিওয়াল সরকার দিল্লিতে এই প্রকল্প বাস্তবায়ন হতে দেয়নি । তাই এই বাবরপুর ও দিল্লির মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত । এখন কেজরিওয়ালের কর্তব্য এই রোগীদের চিকিৎসা দেওয়া ।"

এরপর দিল্লির জনগণের উদ্দেশে শাহর বার্তা, "আপনারা কংগ্রেসকে 15 বছর দিয়েছেন । আম আদমি পার্টিকে পাঁচ বছর দিয়েছেন । আমি আপনাদের আশ্বস্ত করছি, এবার যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তুলব । আর যদি এরকম না হয় তাহলে আমার কাছে এসে আমার কান মুলে দেবেন ।"

দিল্লি সরকারের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন, ''দেশে যদি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা হয় । তাহলে কেজরিওয়াল অবশ্যই প্রথম হবেন । যমুনা পরিষ্কার করার কথা বলেছিলেন তিনি । উলটে দেশের সবচেয়ে নিম্নমানের জল পাচ্ছে রাজধানী । 1000 স্কুল বানাবেন । 20টি কলেজ বানাবেন । 15 লাখ CCTV লাগাবেন বলেছিলেন । 8 লাখ কর্মসংস্থানের কথা বলেছিলেন । কিন্তু কিছুই হয়নি ।''

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লি বিধানসভার প্রচারে এসে প্রথম দিন থেকেই AAP সরকারের সমালোচনায় সরব হন অমিত শাহ । মাটিয়ালার সভা থেকে কেজরিওয়াল ও তাঁর সরকারকে কার্যত ব্যর্থ বলে দাবি করেছিলেন তিনি । এবার আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে পানীয় জল, রাস্তা সহ একাধিক ইশুতে কেজরিওয়ালকে কটাক্ষ BJP নেতার । গতকালের সভা থেকে শাহর বার্তা, পানীয় জল, স্বাস্থ্য রাস্তাঘাট অনেককিছু থেকে বঞ্চিত দিল্লির মানুষ । তাই এবার যেন BJP কে সুযোগ দেওয়া হয় । যদি BJP ক্ষমতায় আসে তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে । পাশাপাশি তিনি আশ্বাস দেন, যদি এরকম না হয় তাহলে যেন তাঁর কান মুলে দেয় দিল্লির মানুষ ।

গতকাল উত্তর-পূর্ব দিল্লির বাবরপুরে জনসভা করেন অমিত শাহ । সেখানে তিনি বলেন, "দিল্লিতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এবং কোনও হাসপাতালে চিকিৎসা করানোর পয়সা না থাকে ,তাহলে চিকিৎসার জন্য যা খরচ তার থেকে মৃত্যুকে শ্রেয় বলে মনে করবেন তাঁরা । কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রায় সাত কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন মোদি । কিন্তু কেজরিওয়াল সরকার দিল্লিতে এই প্রকল্প বাস্তবায়ন হতে দেয়নি । তাই এই বাবরপুর ও দিল্লির মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত । এখন কেজরিওয়ালের কর্তব্য এই রোগীদের চিকিৎসা দেওয়া ।"

এরপর দিল্লির জনগণের উদ্দেশে শাহর বার্তা, "আপনারা কংগ্রেসকে 15 বছর দিয়েছেন । আম আদমি পার্টিকে পাঁচ বছর দিয়েছেন । আমি আপনাদের আশ্বস্ত করছি, এবার যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে দিল্লিকে বিশ্বমানের করে গড়ে তুলব । আর যদি এরকম না হয় তাহলে আমার কাছে এসে আমার কান মুলে দেবেন ।"

দিল্লি সরকারের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন, ''দেশে যদি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা হয় । তাহলে কেজরিওয়াল অবশ্যই প্রথম হবেন । যমুনা পরিষ্কার করার কথা বলেছিলেন তিনি । উলটে দেশের সবচেয়ে নিম্নমানের জল পাচ্ছে রাজধানী । 1000 স্কুল বানাবেন । 20টি কলেজ বানাবেন । 15 লাখ CCTV লাগাবেন বলেছিলেন । 8 লাখ কর্মসংস্থানের কথা বলেছিলেন । কিন্তু কিছুই হয়নি ।''

Mumbai, Jan 27 (ANI): Bollywood actress Dia Mirza and film producer Pragya Kapoor hosted a beach cleaning programme in Mumbai on January 26. On the occasion of Republic Day, the cleaning programme was organised at Mumbai's Mahim Beach. Various B-town celebrities participated in the cleaning drive. Actors Karan Wahi, Maniesh Paul and Elnaaz Norouzi helped in cleaning the beach. Aahana S Kumra and Deepshikha Deshmukh were also present. Pragya Kapoor is wife of film director and producer Abhishek Kapoor. Chunkey Panday was also spotted with the celebs helping in the cleanliness drive.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.