দিল্লি, 29 সেপ্টেম্বর : উত্তর প্রদেশে মহিলাদের নিরাপত্তা বিষয়ে ফের যোগী আদিত্যনাথকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর । এদিন তিনি বলেন, এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই । পাশাপাশি তিনি বলেন, উত্তরপ্রদেশে এখন অপরাধীরা সকলের সামনেই অপরাধ করছে । কেউ কিছুই বলছে না বলেও অভিযোগ করেন তিনি । রাজ্যে কোনও আইন নেই বলেও অভিযোগ করেন কংগ্রেস নেত্রী ।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাস জেলায় 4 জন মিলে এক কিশোরীকে ধর্ষণ করে । এরপরে ওই কিশোরীর উপর চালানো হয় নির্যাতন । ঘটনাটি ঘটে সেপ্টেম্বরের 14 তারিখ । গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীকে আলিগড়ের একটি হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, তাঁর অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মঙ্গলবার সকালে মারা যায় ওই কিশোরী ।
এরপরেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির কটাক্ষের মুখে পড়ে যোগী সরকার । এ বিষয়ে এদিন যোগী সরকারকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, "গত দুই সমাপ্ত ধরে লড়াই করে অবশেষে মৃত্যু হয়েছে ওই কিশোরীর । উত্তরপ্রদেশে আইন বলে কিছুই নেই । এই রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষায় নেই । সকলের সামনেই অপরাধীরা অপরাধ করছে । কেউ কিছুই বলছে না । " দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন প্রিয়াঙ্কা ।