ETV Bharat / bharat

CAA-র প্রতিবাদ মিছিলে আজ়াদি স্লোগান রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হবে : যোগী - caa 2019

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় সরব হয়েছেন মানুষজন। 21 জানুয়ারি ঘণ্টাঘরে অমিত শাহর CAA সমর্থনে সভা ঘিরেও পথে নামে মহিলারা। একাধিক প্রতিবাদ মিছিলে আজ়াদি স্লোগানও ওঠে । এরই মাঝে গতকালের সভা থেকে বিক্ষোভকারীদের আজ়াদি স্লোগান নিয়ে সতর্ক করলেন যোগী আদিত্যনাথ ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 23, 2020, 9:19 AM IST

Updated : Jan 23, 2020, 9:43 AM IST

লখনউ, 23 জানুয়ারি : কানপুরের দলীয় সভা থেকে CAA-র প্রতিবাদে বিক্ষোভকারীদের কার্যত সতর্ক করে দিলেন যোগী আদিত্যনাথ । জানিয়ে দিলেন, প্রতিবাদ মিছিলে আজ়াদিস্লোগান উঠলে তা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হবে ।

গতকালের সভায় যোগী বলেন, "প্রতিবাদের নামে যদি কেউ আজ়াদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদোহিতা হিসেবে দেখা হবে । সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে । কোনওভাবেই এটা মেনে নেওয়া হবে না । ভারতের মাটি থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না ।"

নাগরিকত্ব সংশোধনী (2019) আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশে আন্দোলন হয়েছে । প্রতিবাদ মিছিল ঘিরে একাধিক মানুষের মৃত্যুও হয় । লখনউ শহরের বাসিন্দাদের একাংশও সরব হয়েছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে । সম্প্রতি লখনউয়ের ক্লক টাওয়ার এলাকায় মহিলারা বিক্ষোভ দেখায় । এদের মধ্যে কয়েকজনেকর বিরুদ্ধে দাঙ্গা ও বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয় । পরশু ঘণ্টাঘরে অমিত শাহর CAA সমর্থনে সভা ছিল । সেই সভাকে ঘিরে ফের দফায় দফায় বিক্ষোভ দেখায় মহিলাদের একাংশ । তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার মেয়ে সুমাইয়া রানা এবং ফৌজ়িয়া রানার বিরুদ্ধও ফৌজদারি মামলা হয় ।

এরপরই গতকালের সভায় সতর্কবার্তা যোগীর । বুঝিয়ে দিলেন, এই ধরনের কাজ সমর্থন করবে না উত্তরপ্রদেশ সরকার ।

লখনউ, 23 জানুয়ারি : কানপুরের দলীয় সভা থেকে CAA-র প্রতিবাদে বিক্ষোভকারীদের কার্যত সতর্ক করে দিলেন যোগী আদিত্যনাথ । জানিয়ে দিলেন, প্রতিবাদ মিছিলে আজ়াদিস্লোগান উঠলে তা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হবে ।

গতকালের সভায় যোগী বলেন, "প্রতিবাদের নামে যদি কেউ আজ়াদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদোহিতা হিসেবে দেখা হবে । সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে । কোনওভাবেই এটা মেনে নেওয়া হবে না । ভারতের মাটি থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না ।"

নাগরিকত্ব সংশোধনী (2019) আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশে আন্দোলন হয়েছে । প্রতিবাদ মিছিল ঘিরে একাধিক মানুষের মৃত্যুও হয় । লখনউ শহরের বাসিন্দাদের একাংশও সরব হয়েছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে । সম্প্রতি লখনউয়ের ক্লক টাওয়ার এলাকায় মহিলারা বিক্ষোভ দেখায় । এদের মধ্যে কয়েকজনেকর বিরুদ্ধে দাঙ্গা ও বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয় । পরশু ঘণ্টাঘরে অমিত শাহর CAA সমর্থনে সভা ছিল । সেই সভাকে ঘিরে ফের দফায় দফায় বিক্ষোভ দেখায় মহিলাদের একাংশ । তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার মেয়ে সুমাইয়া রানা এবং ফৌজ়িয়া রানার বিরুদ্ধও ফৌজদারি মামলা হয় ।

এরপরই গতকালের সভায় সতর্কবার্তা যোগীর । বুঝিয়ে দিলেন, এই ধরনের কাজ সমর্থন করবে না উত্তরপ্রদেশ সরকার ।

Kathmandu (Nepal), Jan 22 (ANI): Clearer weather on Wednesday has raised hopes amongst rescuers searching for missing four South Koreans and three Nepali in Annapurna Trekking Circuit of Nepal which was hit by an avalanche last Friday. After an improvement in the weather conditions, rescuers have stepped up operation in the area from where South Korean trekkers along with their Nepali guides have gone missing. In search of the missing trekkers and their guides, Nepal Mountaineering Association on Wednesday deployed long-line rescue experts Dawa Finju Lama Bhote and Pimba Tenjing Lama. The rescue teams using detectors have been hunted the area where trekkers are suspected to be buried under and have marked the area where they have detected signs that could be related to the missing ones. Despite the ongoing efforts to locate the trekkers, hopes have become bleaker as the area is covered with a thick blanket of snow which would take time to melt. High Altitude Rescue Team of Nepal Army also has been deployed in the avalanche-hit area of Annapurna Circuit. Meanwhile, the operation could take a few days to weeks as the avalanche had dumped up to 12 feet of snow at the site of the disaster, 90 miles northwest of the capital Kathmandu. The incident comes as the winter trekking season in Nepal, home to eight of the world's 14 highest mountains, including Mount Everest, is drawing to a close this month.
Last Updated : Jan 23, 2020, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.