ETV Bharat / bharat

কর্নাটকে আস্থাভোটে জয় ইয়েদুরাপ্পার - congress

বিধানসভায় ধ্বনি ভোটে জয় কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ।

ইয়েদুরাপ্পা
author img

By

Published : Jul 29, 2019, 11:56 AM IST

Updated : Jul 29, 2019, 12:53 PM IST

বেঙ্গালুরু, 29 জুলাই : আস্থাভোটে জয় কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার । JD(S)-কংগ্রেস জোট সরকারের পতনের পরই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি । আর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ইয়েদুরাপ্পা । আস্থাভোটে প্রমাণ করলেন সংখ্যাগরিষ্ঠতা । এদিকে আজকের আস্থাভোটের পর কর্নাটক বিধানসভার স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন কে আর রমেশ ।

গতকালই ইয়েদুরাপ্পা বলেছিলেন, "সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত ।" এই আত্মবিশ্বাসের পিছনে অবশ্য ছিল স্পিকার আর রমেশ কুমারের বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত । গতকাল কংগ্রেসের 11 ও JD(S)-এর 3 বিধায়কের সদস্যপদ খারিজ করেন স্পিকার আর রমেশ কুমার । এর জেরে আজকের আস্থাভোটের আগে স্বস্তি পায় BJP । সদস্যপদ খারিজ হওয়ায় কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার কমে দাঁড়ায় 105-এ । যা BJP-র কাছে ছিল ।

এর আগে চলতি মাসেই ঘোড়া কেনাবেচা-দুর্নীতি-অসহযোগিতা সহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইতে এসে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরেই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে 23 জুলাই আস্থা ভোটে পরাজিত হয় কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 105 হলেও জোট সরকারের দখলে আসে মাত্র 99টি ভোট ।

সেই আস্থাভোটের 6 দিন পরে আজ ফের আস্থাভোট হয় কর্নাটকে । 14 মাসের মধ্যে এটি ছিল সেই রাজ্যে তৃতীয় আস্থাভোট । এর আগে আস্থা হারিয়ে গত বছরই ইস্তফা দিয়েছিলেন ইয়েদুরাপ্পা ৷ সেই সময় দলীয় নেতৃত্বের প্রতি তাঁর বার্তা ছিল, "ভরসা রাখুন, এই পরাজয়ের শোধ তুলব 2019-এ । এ বার নতুন করে সুযোগ তাঁর সামনে ৷"

গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার 112 টপকাতে পারেনি গেরুয়া শিবির ৷ তাদের ছিল 104টি আসন ৷ 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এদের মধ্যে একজন পরে BJP-কে সমর্থন করেন ৷

বেঙ্গালুরু, 29 জুলাই : আস্থাভোটে জয় কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার । JD(S)-কংগ্রেস জোট সরকারের পতনের পরই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি । আর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ইয়েদুরাপ্পা । আস্থাভোটে প্রমাণ করলেন সংখ্যাগরিষ্ঠতা । এদিকে আজকের আস্থাভোটের পর কর্নাটক বিধানসভার স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন কে আর রমেশ ।

গতকালই ইয়েদুরাপ্পা বলেছিলেন, "সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত ।" এই আত্মবিশ্বাসের পিছনে অবশ্য ছিল স্পিকার আর রমেশ কুমারের বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত । গতকাল কংগ্রেসের 11 ও JD(S)-এর 3 বিধায়কের সদস্যপদ খারিজ করেন স্পিকার আর রমেশ কুমার । এর জেরে আজকের আস্থাভোটের আগে স্বস্তি পায় BJP । সদস্যপদ খারিজ হওয়ায় কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার কমে দাঁড়ায় 105-এ । যা BJP-র কাছে ছিল ।

এর আগে চলতি মাসেই ঘোড়া কেনাবেচা-দুর্নীতি-অসহযোগিতা সহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইতে এসে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরেই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে 23 জুলাই আস্থা ভোটে পরাজিত হয় কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 105 হলেও জোট সরকারের দখলে আসে মাত্র 99টি ভোট ।

সেই আস্থাভোটের 6 দিন পরে আজ ফের আস্থাভোট হয় কর্নাটকে । 14 মাসের মধ্যে এটি ছিল সেই রাজ্যে তৃতীয় আস্থাভোট । এর আগে আস্থা হারিয়ে গত বছরই ইস্তফা দিয়েছিলেন ইয়েদুরাপ্পা ৷ সেই সময় দলীয় নেতৃত্বের প্রতি তাঁর বার্তা ছিল, "ভরসা রাখুন, এই পরাজয়ের শোধ তুলব 2019-এ । এ বার নতুন করে সুযোগ তাঁর সামনে ৷"

গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার 112 টপকাতে পারেনি গেরুয়া শিবির ৷ তাদের ছিল 104টি আসন ৷ 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এদের মধ্যে একজন পরে BJP-কে সমর্থন করেন ৷

Mumbai, July 29 (ANI): A 27-year-old man killed by 7-8 people during his birthday celebrations in Mumbai last night. The incident happened at Ghatkopar area. A case has been registered and further investigation is underway. While speaking to ANI on the incident, one of the police officials said, "Prima facie, the deceased had an altercation with some people 4 to 5 days ago and he was killed in connection with that."

Last Updated : Jul 29, 2019, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.