ETV Bharat / bharat

হাম্পির এই গণেশের পেট সাপ দিয়ে বাঁধা - hampi

পুরাণ বলছে , হাম্পিতে অবস্থিত সিসাভাকালু গণপতির মূর্তিটির পেট সর্ষের মতো দেখতে ৷ যেহেতু তিনি অত্যাধিক খাবার খেতেন সেই কারণে যাতে পেট ফেটে না যায় তাই জন্যই তাঁর পেট সাপ দিয়ে বাঁধা ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 24, 2020, 9:52 PM IST

হসপেট ( কর্নাটক), 24 অগাস্ট : গণেশের নাম শুনলে যে অবয়বটি চোখে পড়ে তা হল দু'টি চোখ , একটি লম্বা শুঁড় আর ভুঁড়ি ৷ কিন্তু কখনও শুনেছেন গণেশের পেটে সাপ বাঁধা রয়েছে ? বাস্তবেই এমন মূর্তি দেখতে পাবেন হাম্পিতে ৷ সিসাভাকালু গণপতি মূর্তির পেটে বাঁধা রয়েছে সাপ ৷ কিন্তু কেন ? জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ইতিহাসে ৷

জানা যায়, কর্নাটকের হাম্পিতে এক সর্ষে ব্যবসায়ী প্রথম তৈরি করেছিলেন সিসাভাকালু নামে গণপতির এই মূর্তিটি ৷ এটি প্রায় 8 ফুট লম্বা ৷ বলা হয়, গণেশের পেটটি দেখতে সর্ষে বীজের মতো ৷ তবে মূর্তিটির নিচের বাঁ হাত ও শুঁড় ছিল ভাঙা ৷ তাঁর পেটে জড়ানো রয়েছে সাপ ৷ পুরাণ বলছে যেহেতু গণেশ অত্যাধিক খাবার খেতেন , সেই কারণে যাতে তাঁর পেট ফেটে না যায় তাই সাপ দিয়ে বাঁধা রয়েছে ৷

photo
হাম্পির স্থাপত্য

তবে শুধু সিসাভাকালুর মূর্তিই নয়, এখানে রয়েছে আরও একটি উল্লেখযোগ্য গণপতির মূর্তি ৷ তার নাম কাদালেকালু ৷ এই মূর্তিটিও এক ছোলা ব্যবসায়ী তৈরি করেছিলেন ৷

video
বিরুপাক্ষ মন্দির

হাম্পি হল কর্নাটকে অবস্থিত একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র ৷ বিভিন্ন ভাস্কর্য , জলাশয় ও হাতির আস্তাবল রয়েছে এখানে ৷ এর প্রাকৃতিক সৌন্দর্য চোখ কাড়ে পর্যটকদের ৷ 14 শতকে হাম্পি ছিল বিজয়নগর সাম্রজ্যের রাজধানী ৷ বলা হয় এখানকার সবচেয়ে প্রাচীনতম মন্দির ছিল বিরুপাক্ষ ৷ সেখানে দু'টি গণেশ মূর্তি ছিল ৷ বর্তমানে পর্যটন কেন্দ্র ছাড়াও হাম্পি এখন হিন্দুদের তীর্থস্থানও হয়ে উঠেছে বলা চলে ৷

হাম্পির গণেশ স্থাপত্য মন্দির

হসপেট ( কর্নাটক), 24 অগাস্ট : গণেশের নাম শুনলে যে অবয়বটি চোখে পড়ে তা হল দু'টি চোখ , একটি লম্বা শুঁড় আর ভুঁড়ি ৷ কিন্তু কখনও শুনেছেন গণেশের পেটে সাপ বাঁধা রয়েছে ? বাস্তবেই এমন মূর্তি দেখতে পাবেন হাম্পিতে ৷ সিসাভাকালু গণপতি মূর্তির পেটে বাঁধা রয়েছে সাপ ৷ কিন্তু কেন ? জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ইতিহাসে ৷

জানা যায়, কর্নাটকের হাম্পিতে এক সর্ষে ব্যবসায়ী প্রথম তৈরি করেছিলেন সিসাভাকালু নামে গণপতির এই মূর্তিটি ৷ এটি প্রায় 8 ফুট লম্বা ৷ বলা হয়, গণেশের পেটটি দেখতে সর্ষে বীজের মতো ৷ তবে মূর্তিটির নিচের বাঁ হাত ও শুঁড় ছিল ভাঙা ৷ তাঁর পেটে জড়ানো রয়েছে সাপ ৷ পুরাণ বলছে যেহেতু গণেশ অত্যাধিক খাবার খেতেন , সেই কারণে যাতে তাঁর পেট ফেটে না যায় তাই সাপ দিয়ে বাঁধা রয়েছে ৷

photo
হাম্পির স্থাপত্য

তবে শুধু সিসাভাকালুর মূর্তিই নয়, এখানে রয়েছে আরও একটি উল্লেখযোগ্য গণপতির মূর্তি ৷ তার নাম কাদালেকালু ৷ এই মূর্তিটিও এক ছোলা ব্যবসায়ী তৈরি করেছিলেন ৷

video
বিরুপাক্ষ মন্দির

হাম্পি হল কর্নাটকে অবস্থিত একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র ৷ বিভিন্ন ভাস্কর্য , জলাশয় ও হাতির আস্তাবল রয়েছে এখানে ৷ এর প্রাকৃতিক সৌন্দর্য চোখ কাড়ে পর্যটকদের ৷ 14 শতকে হাম্পি ছিল বিজয়নগর সাম্রজ্যের রাজধানী ৷ বলা হয় এখানকার সবচেয়ে প্রাচীনতম মন্দির ছিল বিরুপাক্ষ ৷ সেখানে দু'টি গণেশ মূর্তি ছিল ৷ বর্তমানে পর্যটন কেন্দ্র ছাড়াও হাম্পি এখন হিন্দুদের তীর্থস্থানও হয়ে উঠেছে বলা চলে ৷

হাম্পির গণেশ স্থাপত্য মন্দির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.