ETV Bharat / bharat

শতাধিক পথ সারমেয়দের মুখে খাবার তুলে দিল NDMC - বিশ্ব পশু সুরক্ষা দিবসে শারমেয়দের খাবার যোগান

কোরোনা পরিস্থিতিতে পথ সারমেয়দের খাবার যোগান দিল NDMC । সহযোগীতা করেছে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা, বিশ্ব প্রাণী সুরক্ষা, পশু চিকিৎসা পরিষেবা । প্রায় শতাধিক পথ সারমেয়কে আজ খাওয়ানো হল ।

world animal protection day
বিশ্ব পশু সুরক্ষা দিবসে শারমেয়দের খাবার যোগান
author img

By

Published : Jul 1, 2020, 3:39 PM IST

দিল্লি, 1 জুলাই : আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা, বিশ্ব প্রাণী সুরক্ষা, পশু চিকিৎসা পরিষেবা বিভাগের সহযোগীতায় পথ সারমেয়দের খাওয়ানোর আয়োজন করল উত্তর দিল্লি পৌরনিগম(NDMC)-র আধিকারিকরা ।

কোরোনা পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে পথে পড়ে থাকা পশুদের উপর । দেশে লকডাউনের প্রভাব পড়েছে । এই পরিস্থিতিতে পশুগুলির কথা ভুলে যাননি জানাল বিশ্ব প্রাণী সুরক্ষার সদস্যরা ।

বিশ্ব প্রাণী সুরক্ষা সংস্থার ডিরেক্টর গজেন্দ্র কে শর্মা বলেন, "কোরোনা মোকাবিলা রুখতে সরকার লকডাউনের নির্দেশিকা জারি করেছে । চলছে প্রায় 3 মাস ধরে । এই তিন মাস অভুক্ত রয়েছে আমাদের শহরাঞ্চলের পথ সারমেয়রা । এরা সাধারণ মানুষের উপর নির্ভরশীল ।"

বিশ্ব প্রাণী সুরক্ষা সংস্থার সদস্য নিশান্ত গুপ্তা বলেন, "এই লকডাউনে আমরা সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করেছি । প্রধানমন্ত্রীর উৎসাহে আমাদের সাফল্য মিলেছে । আমরা প্রধানমন্ত্রীর কথা অনুপ্রাণিত হয়ে তৎপরতার সঙ্গে কাজে যোগদান করেছি ।"

দিল্লি, 1 জুলাই : আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা, বিশ্ব প্রাণী সুরক্ষা, পশু চিকিৎসা পরিষেবা বিভাগের সহযোগীতায় পথ সারমেয়দের খাওয়ানোর আয়োজন করল উত্তর দিল্লি পৌরনিগম(NDMC)-র আধিকারিকরা ।

কোরোনা পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে পথে পড়ে থাকা পশুদের উপর । দেশে লকডাউনের প্রভাব পড়েছে । এই পরিস্থিতিতে পশুগুলির কথা ভুলে যাননি জানাল বিশ্ব প্রাণী সুরক্ষার সদস্যরা ।

বিশ্ব প্রাণী সুরক্ষা সংস্থার ডিরেক্টর গজেন্দ্র কে শর্মা বলেন, "কোরোনা মোকাবিলা রুখতে সরকার লকডাউনের নির্দেশিকা জারি করেছে । চলছে প্রায় 3 মাস ধরে । এই তিন মাস অভুক্ত রয়েছে আমাদের শহরাঞ্চলের পথ সারমেয়রা । এরা সাধারণ মানুষের উপর নির্ভরশীল ।"

বিশ্ব প্রাণী সুরক্ষা সংস্থার সদস্য নিশান্ত গুপ্তা বলেন, "এই লকডাউনে আমরা সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করেছি । প্রধানমন্ত্রীর উৎসাহে আমাদের সাফল্য মিলেছে । আমরা প্রধানমন্ত্রীর কথা অনুপ্রাণিত হয়ে তৎপরতার সঙ্গে কাজে যোগদান করেছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.