ETV Bharat / bharat

কাজ না করলে জনগণকে বলব ধোলাই দাও, দপ্তরের আধিকারিকদের সতর্ক করলেন নীতিন - Nagpur Convention Nitin Gadkari

আধিকারিকরা কাজ না করলে কী করতে হবে? বাধ্য হয়েই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা জনগণকে বলতে হবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷

কাজ না করলে জনগণকে বলব ধোলাই দাও, দপ্তরের আধিকারিকদের সতর্ক করলেন নীতিন
author img

By

Published : Aug 18, 2019, 8:29 AM IST

নাগপুর, 18 অগস্ট : লাল ফিতের ফাঁস৷ দপ্তরের কাজ আটকে থাকে অনেক সময়ই ৷ হেনস্থাও হতে হয় ৷ অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও ৷ কিন্তু, আধিকারিকরা কাজ না করলে কী করতে হবে? বাধ্য হয়েই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা জনগণকে বলতে হবে বলে জানান তিনি ৷ বলবেন, ''আইন নিজের হাতে তুলে নাও ৷ ধোলাই দাও'' ৷ নাগপুরে একটি সভা থেকে এভাবেই সড়ক ও পরিবহন মন্ত্রকের আধিকারিকদের সতর্ক করেন তিনি৷

গতকাল সন্ধ্যায় নাগপুরে RSS-এর একটি শাখা সংগঠন লঘু উদ্যোগ ভারতীর সম্মেলনে কর্মসংস্কৃতি নিয়ে বক্তব্য পেশ করছিলেন নীতিন গড়করি ৷ সেই সভায় ছিলেন ব্যবসায়ী ও উদ্যোগপতিরা ৷ তাঁর কাছে খবর ছিল, ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে ৷ আটকে থাকছে কাজ ৷ সরকারি দপ্তরে বহুদিন ধরে কাজ আটকে থাকার তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বলেন, নির্ভয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের ৷ যদি কেউ উৎকোচ চান, ঘুষ দিতে বলেন, মুখের উপরে বলতে হবে যে, সরকারি কর্মচারী তিনি৷ অন্যায় সহ্য করা হবে না ৷ চোরকে তো চোর বলতেই হবে ৷

সড়ক পরিবহন দপ্তরের (RTO) আাধিকারিকদের সঙ্গে কাজ আটকে থাকার বিষয়ে কথাও বলেছেন মন্ত্রী ৷ তিনি সভায় বলেন, ''আমি বলেছি, আট দিনের মধ্যে জমে থাকা কাজ শেষ করে ফেলতে হবে ৷ মানুষ আমাকে নির্বাচিত করেছে৷ মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে ৷ যদি কেউ কাজ না করেন, বহুদিন কাজ আটকে থাকে, তাহলে মানুষকেই বলব আইন নিজের হাতে তুলে নাও ৷ যে সমস্যা সমাধান করছে না, কাজ করতে চাইছে না, তাঁকে ধোলাই দাও৷ ''

নাগপুর, 18 অগস্ট : লাল ফিতের ফাঁস৷ দপ্তরের কাজ আটকে থাকে অনেক সময়ই ৷ হেনস্থাও হতে হয় ৷ অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও ৷ কিন্তু, আধিকারিকরা কাজ না করলে কী করতে হবে? বাধ্য হয়েই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা জনগণকে বলতে হবে বলে জানান তিনি ৷ বলবেন, ''আইন নিজের হাতে তুলে নাও ৷ ধোলাই দাও'' ৷ নাগপুরে একটি সভা থেকে এভাবেই সড়ক ও পরিবহন মন্ত্রকের আধিকারিকদের সতর্ক করেন তিনি৷

গতকাল সন্ধ্যায় নাগপুরে RSS-এর একটি শাখা সংগঠন লঘু উদ্যোগ ভারতীর সম্মেলনে কর্মসংস্কৃতি নিয়ে বক্তব্য পেশ করছিলেন নীতিন গড়করি ৷ সেই সভায় ছিলেন ব্যবসায়ী ও উদ্যোগপতিরা ৷ তাঁর কাছে খবর ছিল, ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে ৷ আটকে থাকছে কাজ ৷ সরকারি দপ্তরে বহুদিন ধরে কাজ আটকে থাকার তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বলেন, নির্ভয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের ৷ যদি কেউ উৎকোচ চান, ঘুষ দিতে বলেন, মুখের উপরে বলতে হবে যে, সরকারি কর্মচারী তিনি৷ অন্যায় সহ্য করা হবে না ৷ চোরকে তো চোর বলতেই হবে ৷

সড়ক পরিবহন দপ্তরের (RTO) আাধিকারিকদের সঙ্গে কাজ আটকে থাকার বিষয়ে কথাও বলেছেন মন্ত্রী ৷ তিনি সভায় বলেন, ''আমি বলেছি, আট দিনের মধ্যে জমে থাকা কাজ শেষ করে ফেলতে হবে ৷ মানুষ আমাকে নির্বাচিত করেছে৷ মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে ৷ যদি কেউ কাজ না করেন, বহুদিন কাজ আটকে থাকে, তাহলে মানুষকেই বলব আইন নিজের হাতে তুলে নাও ৷ যে সমস্যা সমাধান করছে না, কাজ করতে চাইছে না, তাঁকে ধোলাই দাও৷ ''

New Delhi, Aug 18 (ANI): Bollywood actor Shraddha Kapoor dropped a cheerful new track 'Fikar Not' from her upcoming movie 'Chhichhore' on Saturday. The two-minute thirty-three-second song starts with a few youngsters, including Shraddha Kapoor and Sushant Singh Rajput entering a theatre, where they witness dancers shaking legs to upbeat music. An older entourage, featuring Shraddha and Sushant in a double role, too joins the millennials in the peppy number, with a message to enjoy life while there is time. The flick, which was earlier slated to hit theatres on August 30, will now be out on September 6. The trailer of the film is a joyride in which the viewers get a dose of everything from heartbreak to fights, competition, and stress among students in an engineering college. The film's story focuses on a group of friends in the college. Sushant essays the role of Anni, a boy who doesn't have the courage to face girls, especially Maya, played by Shraddha. The other characters that the audiences are sure to enjoy watching onscreen are that of Sexa and Mummy, portrayed by Varun and Tushar, respectively. The film helmed by Nitesh Tiwari is produced by Sajid Nadiadwala and co-produced by Fox Star Studios.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.