নাগপুর, 18 অগস্ট : লাল ফিতের ফাঁস৷ দপ্তরের কাজ আটকে থাকে অনেক সময়ই ৷ হেনস্থাও হতে হয় ৷ অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও ৷ কিন্তু, আধিকারিকরা কাজ না করলে কী করতে হবে? বাধ্য হয়েই আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা জনগণকে বলতে হবে বলে জানান তিনি ৷ বলবেন, ''আইন নিজের হাতে তুলে নাও ৷ ধোলাই দাও'' ৷ নাগপুরে একটি সভা থেকে এভাবেই সড়ক ও পরিবহন মন্ত্রকের আধিকারিকদের সতর্ক করেন তিনি৷
গতকাল সন্ধ্যায় নাগপুরে RSS-এর একটি শাখা সংগঠন লঘু উদ্যোগ ভারতীর সম্মেলনে কর্মসংস্কৃতি নিয়ে বক্তব্য পেশ করছিলেন নীতিন গড়করি ৷ সেই সভায় ছিলেন ব্যবসায়ী ও উদ্যোগপতিরা ৷ তাঁর কাছে খবর ছিল, ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে ৷ আটকে থাকছে কাজ ৷ সরকারি দপ্তরে বহুদিন ধরে কাজ আটকে থাকার তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বলেন, নির্ভয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের ৷ যদি কেউ উৎকোচ চান, ঘুষ দিতে বলেন, মুখের উপরে বলতে হবে যে, সরকারি কর্মচারী তিনি৷ অন্যায় সহ্য করা হবে না ৷ চোরকে তো চোর বলতেই হবে ৷
সড়ক পরিবহন দপ্তরের (RTO) আাধিকারিকদের সঙ্গে কাজ আটকে থাকার বিষয়ে কথাও বলেছেন মন্ত্রী ৷ তিনি সভায় বলেন, ''আমি বলেছি, আট দিনের মধ্যে জমে থাকা কাজ শেষ করে ফেলতে হবে ৷ মানুষ আমাকে নির্বাচিত করেছে৷ মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে ৷ যদি কেউ কাজ না করেন, বহুদিন কাজ আটকে থাকে, তাহলে মানুষকেই বলব আইন নিজের হাতে তুলে নাও ৷ যে সমস্যা সমাধান করছে না, কাজ করতে চাইছে না, তাঁকে ধোলাই দাও৷ ''