ETV Bharat / bharat

‘জন জীবন মিশন’ বদলে দেবে গ্রাম্য মহিলাদের জীবন, দাবি মোদির - বিশুদ্ধ পানীয় জল

‘জন জীবন মিশনে’ পাইপ লাইনের মাধ্য়মে পৌঁছানো বিশুদ্ধ পানীয় জল গ্রামাঞ্চলের শিশুদের সুস্বাস্থ্য় ও মানসিক বিকাশে সাহায্য় করবে বলে এদিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পানীয় জলের জন্য় বাড়ির মহিলা ও বাচ্চাদের অনক দূর পর্যন্ত যেতে হতো, তা এবার বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

work-on-water-supply-to-every-household-fast-tracked-in-vindhyachal-bundelkhand-says-pm-modi
‘জন জীবন মিশনে’ বদল আসবে গ্রামাঞ্চলের মহিলাদের জীবনে : প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 22, 2020, 4:17 PM IST

দিল্লি, 22 নভেম্বর : উত্তরপ্রদেশের মির্জাপুর ও সোনভদ্র জেলায় গ্রামীণ জলসরবরাহ প্রকল্প ‘জন জীবন মিশনে’র শিলান্য়াস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে তাঁর বার্তা, 'জন জীবন মিশন’ প্রকল্পের মাধ্য়মে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ির মহিলাদের জীবন অনেক সহজ হয়ে যাবে ৷ প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য় গড়ে তুলতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে বলে এদিন বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ এর সবচেয়ে বড় উপকারিতা হিসেবে তিনি উল্লেখ করেন, জলবাহিত নানা রোগের সমস্য়া থেকে ভারতের গ্রামগুলি রক্ষা পাবে ৷ তবে, শুধুই মহিলাদের জন্য় নয় ৷ ‘জন জীবন মিশনে’ পাইপ লাইনের মাধ্য়মে পৌঁছানো বিশুদ্ধ পানীয় জল গ্রামাঞ্চলের শিশুদের সুস্বাস্থ্য় ও মানসিক বিকাশে সাহায্য় করবে বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷ পানীয় জলের জন্য় বাড়ির মহিলা ও ছোটদের অনক দূর পর্যন্ত যেতে হত, তা এবার বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

এদিনের শিলান্য়াস অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্য়ে মির্জাপুর ও সোনভদ্র অঞ্চলের প্রতিটি ঘরে নিয়মিতভাবে পানীয় জলের সরবরাহ হবে ৷ পাশাপাশি স্বাধীনতার পর থেকে মির্জাপুর ও সোনভদ্রকে অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ প্রকল্পের শিলান্য়াসের পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, স্বাধীনতার পর সবচেয়ে বেশি কোনও অঞ্চলকে অবহেলা করা হয়েছে, তবে তা এই অঞ্চলকে ৷ আর সেই কারণেই বহু মানুষ মির্জাপুর ও সোনভদ্র ছেড়ে অন্য়ত্র গিয়ে বসবাস করতে বাধ্য় হয়েছেন বলে দাবি প্রধানমন্ত্রীর ৷ এরপরেই তিনি যোগ করেন, আগামীদিনে যখন প্রায় 3500 গ্রামে জল সরবরাহ শুরু হবে, তখন প্রায় 40 লক্ষ মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে ৷ এই প্রকল্পে লক্ষাধিক পরিবার তাদের বাড়িতে পানীয় জল পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল এই শিলান্য়াসে প্রধানমন্ত্রী বলেন, বিন্ধ্য়াঞ্চল বা বুন্দেলখণ্ড অঞ্চলে প্রচুর সংস্থান থাকা সত্ত্বেও, এটি ঘাটতির অঞ্চলে পরিণত হয়েছিল ৷ এমনকি বহু নদী থাকা সত্ত্বেও এই অঞ্চল সবচেয়ে বেশি তৃষ্ণার্ত এবং খরা ও ক্ষতিগ্রস্ত প্রান্ত বলে চিহ্নিত হয়ে আছে ৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন, রাজ্য় তথা দেশের প্রতিটি গৃহস্থের ঘরে জল পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে ৷

এদিন ‘হর ঘর জল’ প্রকল্প নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি জানান, প্রকল্পটি শুরু হয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে ৷ দেশের প্রায় 2.60 কোটি পরিবারকে ইতিমধ্য়ে নলের মাধ্য়মে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে ৷ আজকে শিলান্য়াস হওয়া এই জলপ্রকল্পও দ্রুত ওই অঞ্চলের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আগামী দু’বছরের মধ্য়ে প্রায় সাড়ে 5 হাজার কোটি টাকা খরচে এই পানীয় জলের প্রকল্পের কাজ শেষ হবে ৷ ভবিষ্য়তে ভারতের অন্য়ান্য় গ্রামীণ এলাকায় ‘জন জীবন মিশনে’র সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

দিল্লি, 22 নভেম্বর : উত্তরপ্রদেশের মির্জাপুর ও সোনভদ্র জেলায় গ্রামীণ জলসরবরাহ প্রকল্প ‘জন জীবন মিশনে’র শিলান্য়াস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে তাঁর বার্তা, 'জন জীবন মিশন’ প্রকল্পের মাধ্য়মে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ির মহিলাদের জীবন অনেক সহজ হয়ে যাবে ৷ প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য় গড়ে তুলতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে বলে এদিন বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ এর সবচেয়ে বড় উপকারিতা হিসেবে তিনি উল্লেখ করেন, জলবাহিত নানা রোগের সমস্য়া থেকে ভারতের গ্রামগুলি রক্ষা পাবে ৷ তবে, শুধুই মহিলাদের জন্য় নয় ৷ ‘জন জীবন মিশনে’ পাইপ লাইনের মাধ্য়মে পৌঁছানো বিশুদ্ধ পানীয় জল গ্রামাঞ্চলের শিশুদের সুস্বাস্থ্য় ও মানসিক বিকাশে সাহায্য় করবে বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷ পানীয় জলের জন্য় বাড়ির মহিলা ও ছোটদের অনক দূর পর্যন্ত যেতে হত, তা এবার বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

এদিনের শিলান্য়াস অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্য়ে মির্জাপুর ও সোনভদ্র অঞ্চলের প্রতিটি ঘরে নিয়মিতভাবে পানীয় জলের সরবরাহ হবে ৷ পাশাপাশি স্বাধীনতার পর থেকে মির্জাপুর ও সোনভদ্রকে অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ প্রকল্পের শিলান্য়াসের পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, স্বাধীনতার পর সবচেয়ে বেশি কোনও অঞ্চলকে অবহেলা করা হয়েছে, তবে তা এই অঞ্চলকে ৷ আর সেই কারণেই বহু মানুষ মির্জাপুর ও সোনভদ্র ছেড়ে অন্য়ত্র গিয়ে বসবাস করতে বাধ্য় হয়েছেন বলে দাবি প্রধানমন্ত্রীর ৷ এরপরেই তিনি যোগ করেন, আগামীদিনে যখন প্রায় 3500 গ্রামে জল সরবরাহ শুরু হবে, তখন প্রায় 40 লক্ষ মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে ৷ এই প্রকল্পে লক্ষাধিক পরিবার তাদের বাড়িতে পানীয় জল পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল এই শিলান্য়াসে প্রধানমন্ত্রী বলেন, বিন্ধ্য়াঞ্চল বা বুন্দেলখণ্ড অঞ্চলে প্রচুর সংস্থান থাকা সত্ত্বেও, এটি ঘাটতির অঞ্চলে পরিণত হয়েছিল ৷ এমনকি বহু নদী থাকা সত্ত্বেও এই অঞ্চল সবচেয়ে বেশি তৃষ্ণার্ত এবং খরা ও ক্ষতিগ্রস্ত প্রান্ত বলে চিহ্নিত হয়ে আছে ৷ এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন, রাজ্য় তথা দেশের প্রতিটি গৃহস্থের ঘরে জল পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে ৷

এদিন ‘হর ঘর জল’ প্রকল্প নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি জানান, প্রকল্পটি শুরু হয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে ৷ দেশের প্রায় 2.60 কোটি পরিবারকে ইতিমধ্য়ে নলের মাধ্য়মে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে ৷ আজকে শিলান্য়াস হওয়া এই জলপ্রকল্পও দ্রুত ওই অঞ্চলের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আগামী দু’বছরের মধ্য়ে প্রায় সাড়ে 5 হাজার কোটি টাকা খরচে এই পানীয় জলের প্রকল্পের কাজ শেষ হবে ৷ ভবিষ্য়তে ভারতের অন্য়ান্য় গ্রামীণ এলাকায় ‘জন জীবন মিশনে’র সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.