ইটানগর (অরুণাচল প্রদেশ), ২৫ ফেব্রুয়ারি : "পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের (PRC) ইশু আর কোনওদিন তুলব না।" আজ একথা বলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। ভূমিপুত্র নয় এমন কয়েকটি সম্প্রদায়কে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট (PRC) দেওয়া নিয়ে কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে অরুণাচল প্রদেশ। গতকাল উপমুখ্যমন্ত্রী চৌনা মে-র বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর চাপের মুখে আজ এই দাবি করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যা থেকে ঘটনার সূত্রপাত। সেদিন থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় ইটানগর। বিক্ষুব্ধরা ৫০টি গাড়ি জ্বালিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় প্রায় ১০০টি গাড়িতে। বাসে ইট ছোড়া হয়। মিজ়োরামের একটি মিউজ়িক ব্যান্ডও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়। ইন্টারনেট পরিষেবাও বন্ধ।
তারপর একটি সংবাদসংস্থাকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমের মাধ্যমে আমি আগেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছি যে, PRC ইশুতে আর কোনও আলোচনা করা হবে না। মুখ্যসচিব এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন। অরুণাচলের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে, ভবিষ্যতে আমরা PRC ইশু তুলব না। এটা আমাদের পরিষ্কার বার্তা।"
বিক্ষোভকারীদের শান্ত হওয়ারও বার্তা দেন পেমা খান্ডু। তিনি বলেন, "বিক্ষোভকারীদের আমি বলতে চাই শুক্রবার সমস্যা মিটে গেছে। তাঁদের কাছে বিক্ষোভ দেখানো বা ধরনায় না বসার অনুরোধ করছি। সরকারের সঙ্গে সহযোগিতা করুন।" বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাঁর কথায়, "আমি একটি কমিশনার পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি। জনগণের সামনে সত্যিটা আসা জরুরি।"