সুরাত, 21 ফেব্রুয়ারি : সুরাত পৌরনিগমের ট্রেনি মহিলা কর্মীদের প্রত্য়েককে একই ঘরে নগ্ন করে স্বাস্থ্য পরীক্ষা করার অভিযোগ উঠল স্থানীয় এক হাসপাতালের বিরুদ্ধে । সুরাতের খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে সুরাত পৌরনিগম ।
সুরাত মিউনিসিপ্যাল কমিশনার বাঞ্ছানিধি পানি আজই এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন । হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগে পৌরনিগমের 10 মহিলা ট্রেনি কর্মীকে একই ঘরে নগ্ন করে স্বাস্থ্য পরীক্ষা হয় বলে অভিযোগ । হাসপাতালটি পরিচালনা করে সুরাত পৌরনিগমই ।
নিয়ম অনুযায়ী, পৌরনিগমের বিভিন্ন বিভাগে কর্মরত ট্রেনি কর্মচারীর তিন বছর পরে স্থায়ী করা হয় । এই সময়ের মধ্যে সমস্ত ট্রেনি কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে । সেই সময়েই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ।
পৌরনিগমের কর্মচারীদের একাংশের অভিযোগ, যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা নন, তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে হাসপাতালে । স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন হাসপাতালের মহিলা কর্মীরা তাদের বেশ কিছু কুরুচিকর প্রশ্নও করেছে বলে অভিযোগ করেন কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ শেখ ।
দিনকয়েক আগেই কিছু পড়ুয়াকে অন্তর্বাস খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছিল ভূজের এক মহিলা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে । জাতীয় মহিলা কমিশনের তরফে গুজরাটের মুখ্যসচিব এবং স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দপ্তরের কাছে চিঠিও পাঠানো হয়েছে এই মর্মে । ঘটনার যথাযথ তদন্ত করে তার পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠাতে বলা হয়েছে কমিশনের কাছে ।