দিল্লি, 23 ফেব্রুয়ারি : CAA-এর প্রতিবাদে দিল্লির জাফরাবাদে অবরোধ করলেন প্রায় দেড় হাজার মহিলা ৷ CAA-র প্রতিবাদে এবং ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদের ডাকে দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে অবরোধ করেছেন তাঁরা ৷
গতরাত থেকেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় পাঁচশো জন মহিলা ৷ জাতীয় পতাকা হাতে তাঁদের "আজাদি" স্লোগান দিতে দেখা যায় ৷
চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে আসন সংরক্ষণ সাংবিধানিক অধিকার নয় ৷ এরপরই ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদ দেশজুড়ে ধর্মঘট পালনের ডাক দেন ৷ তাঁকে সমর্থন করেছেন জাফরাবাদে বিক্ষোভরত মহিলারা । সকাল থেকেই মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয় ৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে সকালে টুইট করা হয়, ‘‘জাফরাবাদ স্টেশনে ঢোকার এবং বের হওয়ার গেট বন্ধ রাখা হয়েছে ৷ কোনও ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না ৷’’
আজ সকালে দিল্লি পুলিশের পদস্থ আধিকারিক ভেদ প্রকাশ সূর্য বলেন, ‘‘বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরানোর ব্যবস্থা করছি ৷ তাঁরা কোনওভাবেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে রাখতে পারেন না ৷ আমরা আধা সেনাকেও নিয়ে এসেছি ৷’’ 70 দিন বন্ধ থাকার পর গতকালই শাহিনবাগের রাস্তা খুলে দেন আন্দোলনকারীরা ৷