ETV Bharat / bharat

কেরালায় মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত স্বামী ও তার বন্ধুরা - Woman gang-raped

কেরালার পুঠুকুরিচিতে গতরাতে একদল পুরুষ মিলে এক মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । পুলিশ সন্দেহ করেছে, মহিলার স্বামীও এই অপরাধে জড়িত থাকতে পারে।

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 11:24 AM IST

Updated : Jun 5, 2020, 12:28 PM IST

তিরুবনন্তপুরম, 5 জুন : এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি তিরুবনন্তপুরমের কাদিনামকুলাম থানা সীমান্তের পুঠুকুরিচির ।

গতরাত 8টা নাগাদ ওই মহিলা ও তাঁর সন্তান স্বামীর সঙ্গে বন্ধুর বাড়ি পুঠুকুরিচিতে যান । সেই সময় বাড়িতে উপস্থিত প্রত্যেকে মদ্যপান করছিল । পুলিশ সূত্রে খবর, মহিলাকে জোর করে মদ খাওয়ানো হয় । এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । কিছুক্ষণ বাদে সন্তানকে নিয়ে কোনওরকমে ওই বাড়ি থেকে পালাতে সক্ষম হন ৷

পুলিশ ওই মহিলাকে চিরাইনকিজে তালুক হাসপাতালে স্থানান্তরিত করেছে । সন্দেহ করা হচ্ছে তাঁর স্বামীও এই অপরাধে জড়িত থাকতে পারে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে হেপাজতে নিয়েছে । এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

তিরুবনন্তপুরম, 5 জুন : এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁর স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি তিরুবনন্তপুরমের কাদিনামকুলাম থানা সীমান্তের পুঠুকুরিচির ।

গতরাত 8টা নাগাদ ওই মহিলা ও তাঁর সন্তান স্বামীর সঙ্গে বন্ধুর বাড়ি পুঠুকুরিচিতে যান । সেই সময় বাড়িতে উপস্থিত প্রত্যেকে মদ্যপান করছিল । পুলিশ সূত্রে খবর, মহিলাকে জোর করে মদ খাওয়ানো হয় । এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । কিছুক্ষণ বাদে সন্তানকে নিয়ে কোনওরকমে ওই বাড়ি থেকে পালাতে সক্ষম হন ৷

পুলিশ ওই মহিলাকে চিরাইনকিজে তালুক হাসপাতালে স্থানান্তরিত করেছে । সন্দেহ করা হচ্ছে তাঁর স্বামীও এই অপরাধে জড়িত থাকতে পারে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে হেপাজতে নিয়েছে । এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Last Updated : Jun 5, 2020, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.