ETV Bharat / bharat

ভাইঝির গলা কেটে রক্ত পান মহিলার - atrrest

ভাইঝির রক্ত পান করে ধরা পড়ল মহিলা।

মৃত ভাইঝি
author img

By

Published : Feb 12, 2019, 9:31 PM IST

বিশাখাপত্তনম, ১২ ফেব্রুয়ারি : পারিবারিক বিবাদের জেরে নিজের ৬ বছরের ভাইঝিকে মেরে রক্ত পান করল এক মহিলা। মহিলার নাম বনথলা রসমো। ঘটনাটি বিশাখাপত্তনমের পেডাবায়ালু মণ্ডলের লেকেয়াপুট্টা এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিন আগে রসমোর সঙ্গে তার ছোটো ভাইয়ের ঝগড়া হয়েছিল। তখন সে হুমকি দিয়েছিল যে, সে তার ভাইয়ের ছোটো মেয়েকে মেরে ফেলবে। আজ সকালে রসমো ভাইঝিকে গলা কেটে খুন করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে ভাইঝির রক্ত খেতে দেখেছে বলে দাবি করেছে। এরপর স্থানীয়রাই রসমোকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছে রসমোকে গ্রেপ্তার করে।

বিশাখাপত্তনম, ১২ ফেব্রুয়ারি : পারিবারিক বিবাদের জেরে নিজের ৬ বছরের ভাইঝিকে মেরে রক্ত পান করল এক মহিলা। মহিলার নাম বনথলা রসমো। ঘটনাটি বিশাখাপত্তনমের পেডাবায়ালু মণ্ডলের লেকেয়াপুট্টা এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিন আগে রসমোর সঙ্গে তার ছোটো ভাইয়ের ঝগড়া হয়েছিল। তখন সে হুমকি দিয়েছিল যে, সে তার ভাইয়ের ছোটো মেয়েকে মেরে ফেলবে। আজ সকালে রসমো ভাইঝিকে গলা কেটে খুন করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে ভাইঝির রক্ত খেতে দেখেছে বলে দাবি করেছে। এরপর স্থানীয়রাই রসমোকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছে রসমোকে গ্রেপ্তার করে।


New Delhi, Feb 11 (ANI): Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu who is on a day-long sit-in protest against Bharatiya Janata Party (BJP)-led NDA Government, said, "The present Prime Minister and NDA government are dividing the country. They are building hatred campaign among people. Ultimately, they want political gain, but it can't be". CM Naidu is on 'Dharma Porata Deeksha' protest seeking special status for Andhra Pradesh.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.