ETV Bharat / bharat

হাসপাতাল থেকে নিখোঁজ কোরোনা আক্রান্ত স্বামী, অভিযোগ মহিলার - corona death

হায়দরাবাদের বনস্থালিপুরমের বাসিন্দা 42 বছরের মধুসূদন ও তাঁর স্ত্রী আলমপল্লি মাধবী গত মাসের 30 তারিখ কোরোনায় আক্রান্ত হয়ে গান্ধি হাসপাতালে ভরতি হন । তাঁদের মধ্যে মধুসূদনের শারীরিক অবস্থা ভালো ছিল না । ভরতি হওয়ার একদিন পরই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে খবর।

HYDERABAD
HYDERABAD
author img

By

Published : May 21, 2020, 10:02 PM IST

হায়দরাবাদ, 21 মে: কোরোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে স্বামীর সঙ্গে ভরতি ছিলেন এক মহিলা । কিন্তু, সুস্থ হয়ে স্বামীকে দেখতে পাননি। এরপরই হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ তোলেন তিনি । সেই অভিযোগ খারিজ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি 1 মে মারা গিয়েছেন । ঘটনায় হতবাক আলমপল্লি মাধবী নামে ওই মহিলা । হায়দরাবাদের ঘটনা ।

হায়দরাবাদের বনস্থালিপুরমের বাসিন্দা 42 বছরের মধুসূদন, তাঁর স্ত্রী আলমপল্লি মাধবী এবং তাঁদের সন্তান গতমাসের 30 তারিখে কোরোনা আক্রান্ত হয়ে গান্ধি হাসপাতালে ভরতি হয় । তাদের মধ্যে মধুসূদনের শারীরিক অবস্থা ভালো ছিল না । ভরতি হওয়ার একদিন পরই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে খবর। ওই একই হাসপাতালে ভরতি থাকার পরও এ বিষয়ে কিছুই জানতে পারেনি তাঁর পরিবার । 16 মে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর খোঁজ পাননি স্ত্রী । এরপর তিনি গান্ধি হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত স্বামীর নিখোঁজ হওয়ার কথা টুইট করে সকলকে জানান ।

গান্ধি হাসপাতালের সুপার ড. রাজা রাও জানিয়েছেন, "আমি সত্যিটা বলতে চাই । 30 এপ্রিল সন্ধ্যায় মধুসূদন নামে 42 বছরের এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন । তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না । শত চেষ্টা সত্ত্বেও 1 মে সন্ধ্যায় তিনি মারা যান । এরপর নিয়ম অনুযায়ী পরিবারকে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মৃতদেহটি পুলিশের হাতে তুলে দেওয়ার কথা । পরিবার মৃতদেহ না নিতে চাইলে সেক্ষেত্রে কর্পোরেশন থেকে সৎকারের ব্যবস্থা রয়েছে । কিন্তু বনস্থালিপুরমের ওই পরিবারের সকলেই হাসপাতালে ভরতি থাকা সত্ত্বেও সমস্ত নিয়ম মানা হয়েছিল । ওই পরিবারের প্রতি আমাদের পূর্ণ সহানূভূতি আছে । কিন্তু হাসপাতাল ও ডাক্তারদের উপর এমন মিথ্যা অভিযোগ কখনওই মেনে নেওয়া যায় না । তাঁরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ।"

হায়দরাবাদ, 21 মে: কোরোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে স্বামীর সঙ্গে ভরতি ছিলেন এক মহিলা । কিন্তু, সুস্থ হয়ে স্বামীকে দেখতে পাননি। এরপরই হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ তোলেন তিনি । সেই অভিযোগ খারিজ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি 1 মে মারা গিয়েছেন । ঘটনায় হতবাক আলমপল্লি মাধবী নামে ওই মহিলা । হায়দরাবাদের ঘটনা ।

হায়দরাবাদের বনস্থালিপুরমের বাসিন্দা 42 বছরের মধুসূদন, তাঁর স্ত্রী আলমপল্লি মাধবী এবং তাঁদের সন্তান গতমাসের 30 তারিখে কোরোনা আক্রান্ত হয়ে গান্ধি হাসপাতালে ভরতি হয় । তাদের মধ্যে মধুসূদনের শারীরিক অবস্থা ভালো ছিল না । ভরতি হওয়ার একদিন পরই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে খবর। ওই একই হাসপাতালে ভরতি থাকার পরও এ বিষয়ে কিছুই জানতে পারেনি তাঁর পরিবার । 16 মে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর খোঁজ পাননি স্ত্রী । এরপর তিনি গান্ধি হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত স্বামীর নিখোঁজ হওয়ার কথা টুইট করে সকলকে জানান ।

গান্ধি হাসপাতালের সুপার ড. রাজা রাও জানিয়েছেন, "আমি সত্যিটা বলতে চাই । 30 এপ্রিল সন্ধ্যায় মধুসূদন নামে 42 বছরের এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন । তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না । শত চেষ্টা সত্ত্বেও 1 মে সন্ধ্যায় তিনি মারা যান । এরপর নিয়ম অনুযায়ী পরিবারকে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মৃতদেহটি পুলিশের হাতে তুলে দেওয়ার কথা । পরিবার মৃতদেহ না নিতে চাইলে সেক্ষেত্রে কর্পোরেশন থেকে সৎকারের ব্যবস্থা রয়েছে । কিন্তু বনস্থালিপুরমের ওই পরিবারের সকলেই হাসপাতালে ভরতি থাকা সত্ত্বেও সমস্ত নিয়ম মানা হয়েছিল । ওই পরিবারের প্রতি আমাদের পূর্ণ সহানূভূতি আছে । কিন্তু হাসপাতাল ও ডাক্তারদের উপর এমন মিথ্যা অভিযোগ কখনওই মেনে নেওয়া যায় না । তাঁরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.