ETV Bharat / bharat

ধর্ষণে বাধা, পুড়িয়ে দেওয়া হল যুবতিকে; মৃত্যু হাসপাতালে - rape and murder

ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে জ্বালিয়ে দেওয়া হল বিহারের মুজ়ফফরপুরে ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷

rape
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 9:06 AM IST

মুজ়ফফরপুর, 17 ডিসেম্বর : ফের নারী নিগ্রহ বিহারে ৷ ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে জ্বালিয়ে দেওয়া হল মুজ়ফফরপুরে ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ গত সপ্তাহে যুবতির উপর হামলার চেষ্টা করা হয়েছিল ৷ বাড়িতে তিনি একাই ছিলেন তখন ৷ রাজা রাই নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ তিনি বাধা দেন ৷ এরপরই জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবতিকে ৷

প্রথমে নির্যাতিতাকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ৷ গতকাল রাতে মৃত্যু হয় তাঁর ৷

একের পর ধর্ষণের ঘটনার খবরে উত্তাল দেশ ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই উন্নাওয়ে অন্য এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

মুজ়ফফরপুর, 17 ডিসেম্বর : ফের নারী নিগ্রহ বিহারে ৷ ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে জ্বালিয়ে দেওয়া হল মুজ়ফফরপুরে ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ গত সপ্তাহে যুবতির উপর হামলার চেষ্টা করা হয়েছিল ৷ বাড়িতে তিনি একাই ছিলেন তখন ৷ রাজা রাই নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ তিনি বাধা দেন ৷ এরপরই জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবতিকে ৷

প্রথমে নির্যাতিতাকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ৷ গতকাল রাতে মৃত্যু হয় তাঁর ৷

একের পর ধর্ষণের ঘটনার খবরে উত্তাল দেশ ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই উন্নাওয়ে অন্য এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

New Delhi, Dec 17 (ANI): Vice President M Venkaiah Naidu attended the National Safety Awards (Mines), organised by the Director General of Mines Safety and Ministry of Labour and Employment, in New Delhi on Dec 17. Addressing the event, VP Naidu said, "Recent instances of violence, especially destruction of public property, are a cause for great concern. Violence is not a solution to any problem. We must desist from obstructive and destructive activities and focus on constructive initiatives that will take our nation forward."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.