দিল্লি, 9 জুন : এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ৷ উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কের ঘটনা ৷ সেখানে একটি হোটেলের সামনে পড়ে থাকতে দেখা যায় দেহটি ৷ স্থানীয়রা দেহটি প্রথম দেখতে পায় ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 8.30 নাগাদ খবর পায় পুলিশ ৷ এরপর ঘটনাস্থানে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ ৷ জানা গেছে, ওই মহিলা 25 - 30 এর কাছাকাছি ৷
পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বেদ প্রকাশ সুরাইয়া জানিয়েছেন, মৃতদেহটি একটি কার্টনের মধ্যে ছিল ও একটি বস্তা দিয়ে ঢাকা ছিল ৷ মৃতদেহটির গলায় একটি নীল রঙের স্কার্ফ জড়ানো ছিল ৷ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷