ETV Bharat / bharat

বিল পাশের দিনই তাৎক্ষণিক তিন তালাক ! আত্মহত্যার চেষ্টা মহিলার - Ahmedabad

মঙ্গলবার রাজ্যলভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ সেদিন সন্ধ্যাতেই এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 1, 2019, 6:40 AM IST

আহমেদাবাদ, 1 অগাস্ট : একদিকে দীর্ঘ বিতর্কের পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, 'প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ " অন্যদিকে, ওইদিনই এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা ৷ আপাতত সুস্থ রয়েছেন তিনি ৷ গুজরাতের আহমেদাবাদের ঘটনা ।

মুসলিম শরিয়তি আইনে শওহর তিন বার তালাক দিলেই সেটা বৈধ, অর্থাৎ স্ত্রীকে তিন বার তালাক বলে দিলেই বিচ্ছেদ হয় যেত । এমন কী ফোনে তিন বার তালাক বলে বিবিকে তালাক দেওয়ার উদাহরণ রয়েছে ৷ সেই প্রথাকে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার সন্ধ্যায় তা রাজ্যসভায় পাশ হয় ৷ এরপর গতকাল সেই বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফলে, আইনে পরিণত হয় তাৎক্ষণিক তিন তালাক বিল ৷

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

আর সেই মঙ্গলবার সন্ধ্যাতেই আহমেদাবাদের ওই মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শওহরের বিরুদ্ধে ৷ মহিলার অভিযোগ, "মঙ্গলবার সন্ধ্যায় আব্বার থেকে 20 হাজার চাইতে বলে আমার শওহর ৷ আমি অস্বীকার করি ৷ সে ক্ষুব্ধ হয় ৷ আমার মেয়েকে তুলে মেঝেতে ফেলে দেয় ৷ তারপর দুই মেয়েকে নিয়ে আমি আব্বার বাড়ি চলে যাই ৷ সেখানে আসে আমার শওহর ৷ আর তিন বার তালাক বলে ডিভোর্স দেয় ৷ এতে বিস্মিত হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করি ৷"

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র

মহিলাকে মঙ্গলবার হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ মহিলার শওহরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর আব্বা ৷ ভারতীয় দণ্ডবিধির 498-A ধারায় মামলা রুজু হয়েছে ৷ কারাঞ্জ থানার ইন্সপেক্টর এফ এম নয়াব অবশ্য বলেন, অভিযোগপত্রে তিন বার তালাক বলে ডিভোর্সের উল্লেখ নেই ৷ তাঁর কথায়, "অভিযোগ অনুযায়ী, টাকা জোগাড় করতে ব্যর্থ হলে মহিলার শওহর তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দিয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাকের কোনও উল্লেখ নেই ৷ আমরা ওই দিকটি খতিয়ে দেখছি ৷ "

এই সংক্রান্ত আরও খবর : তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন রাষ্ট্রপতির

আহমেদাবাদ, 1 অগাস্ট : একদিকে দীর্ঘ বিতর্কের পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, 'প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ " অন্যদিকে, ওইদিনই এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা ৷ আপাতত সুস্থ রয়েছেন তিনি ৷ গুজরাতের আহমেদাবাদের ঘটনা ।

মুসলিম শরিয়তি আইনে শওহর তিন বার তালাক দিলেই সেটা বৈধ, অর্থাৎ স্ত্রীকে তিন বার তালাক বলে দিলেই বিচ্ছেদ হয় যেত । এমন কী ফোনে তিন বার তালাক বলে বিবিকে তালাক দেওয়ার উদাহরণ রয়েছে ৷ সেই প্রথাকে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার সন্ধ্যায় তা রাজ্যসভায় পাশ হয় ৷ এরপর গতকাল সেই বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফলে, আইনে পরিণত হয় তাৎক্ষণিক তিন তালাক বিল ৷

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

আর সেই মঙ্গলবার সন্ধ্যাতেই আহমেদাবাদের ওই মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শওহরের বিরুদ্ধে ৷ মহিলার অভিযোগ, "মঙ্গলবার সন্ধ্যায় আব্বার থেকে 20 হাজার চাইতে বলে আমার শওহর ৷ আমি অস্বীকার করি ৷ সে ক্ষুব্ধ হয় ৷ আমার মেয়েকে তুলে মেঝেতে ফেলে দেয় ৷ তারপর দুই মেয়েকে নিয়ে আমি আব্বার বাড়ি চলে যাই ৷ সেখানে আসে আমার শওহর ৷ আর তিন বার তালাক বলে ডিভোর্স দেয় ৷ এতে বিস্মিত হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করি ৷"

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র

মহিলাকে মঙ্গলবার হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ মহিলার শওহরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর আব্বা ৷ ভারতীয় দণ্ডবিধির 498-A ধারায় মামলা রুজু হয়েছে ৷ কারাঞ্জ থানার ইন্সপেক্টর এফ এম নয়াব অবশ্য বলেন, অভিযোগপত্রে তিন বার তালাক বলে ডিভোর্সের উল্লেখ নেই ৷ তাঁর কথায়, "অভিযোগ অনুযায়ী, টাকা জোগাড় করতে ব্যর্থ হলে মহিলার শওহর তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দিয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাকের কোনও উল্লেখ নেই ৷ আমরা ওই দিকটি খতিয়ে দেখছি ৷ "

এই সংক্রান্ত আরও খবর : তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন রাষ্ট্রপতির


Bhopal (Madhya Pradesh)/ Lucknow (Uttar Pradesh)/ Mumbai, Jul 31 (ANI): After Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019 was passed in Rajya Sabha on Tuesday, women from Muslim community all over India hailed the verdict. Women celebrated the passing of bill which bans Muslim man to divorce his wife by uttering 'talaq' thrice. Breaking the law will result in a jail term of three years. Many leaders and commoners have condemned the archaic practice of triple talaq.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.