ETV Bharat / bharat

এক বছরেরও বেশি সময় শৌচাগারে স্ত্রীকে আটকে রেখেছিলেন ব্যক্তি ! - Women Protection and Child Marriage Prohibition Officer

এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে শৌচাগারে আটকে রেখেছিলেন এক ব্যক্তি । তাঁকে আজ উদ্ধার করা হয় । হরিয়ানার পানিপথে ধরা পড়েছে এই ছবি ।

haryana
haryana
author img

By

Published : Oct 15, 2020, 3:51 PM IST

পানিপথ (হরিয়ানা), 15 অক্টোবর : এক বা দু'দিন নয় । এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে শৌচাগারে আটকে রেখেছিলেন এক ব্যক্তি । নারী সুরক্ষা কমিটির একটি দল আজ তাঁকে উদ্ধার করে । হরিয়ানার

ওমেন প্রোটেকশন অ্যান্ড চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন আধিকারিক রজনী গুপ্ত বলেন, তাঁদের কাছে খবর ছিল । সেই অনুযায়ী তাঁরা ওই বাড়িতে যান । গিয়ে দেখেন, যা খবর পেয়েছিলেন তা সত্যি । শৌচাগারে এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে আটকে রেখেছিলেন ওই ব্যক্তি । মহিলাকে দেখে মনে হয়, তিনি অনেকদিন কিছু খাননি ।

তিনি আরও বলেন, "বারবার বলা হয়েছিল ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন । কিন্তু সেই কথা সত্যি নয় । আমরা ওঁর সঙ্গে কথা বলেছি । বোঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে অসুস্থ নন । আমরা তা নিশ্চিতভাবে বলতে পারি না । কিন্তু তাঁকে শৌচাগারে আটকে রাখা হয় । আমরা তাঁর চুল ধুইয়ে দিই । আমরা পুলিশে অভিযোগ করেছি । পুলিশ সে অনুযায়ী পদক্ষেপ করবে ।"

তবে ওই মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী মানসিকভাবে সুস্থ নন । তিনি বলেন, "আমার স্ত্রী মানসিকভাবে সুস্থ নয় । আমরা ওকে চিকিৎসকের কাছেও নিয়ে গিয়েছি । কিন্তু তাঁর কোনও উন্নতি হয়নি ।"

পুলিশ আধিকারিক জানিয়েছেন, "রজনী গুপ্ত গ্রামে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন । তাঁর স্বামী তাঁকে এক বছরের বেশি সময় ধরে আটকে রেখেছিলেন । আমরা একটি অভিযোগ নথিভুক্ত করেছি । তদন্ত শুরু করেছি । সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । শোনা যাচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ । আমরা চিকিৎসকের পরমার্শ নেব এবং সেই অনুযায়ী এগোব ।"

পানিপথ (হরিয়ানা), 15 অক্টোবর : এক বা দু'দিন নয় । এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে শৌচাগারে আটকে রেখেছিলেন এক ব্যক্তি । নারী সুরক্ষা কমিটির একটি দল আজ তাঁকে উদ্ধার করে । হরিয়ানার

ওমেন প্রোটেকশন অ্যান্ড চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন আধিকারিক রজনী গুপ্ত বলেন, তাঁদের কাছে খবর ছিল । সেই অনুযায়ী তাঁরা ওই বাড়িতে যান । গিয়ে দেখেন, যা খবর পেয়েছিলেন তা সত্যি । শৌচাগারে এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রীকে আটকে রেখেছিলেন ওই ব্যক্তি । মহিলাকে দেখে মনে হয়, তিনি অনেকদিন কিছু খাননি ।

তিনি আরও বলেন, "বারবার বলা হয়েছিল ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন । কিন্তু সেই কথা সত্যি নয় । আমরা ওঁর সঙ্গে কথা বলেছি । বোঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে অসুস্থ নন । আমরা তা নিশ্চিতভাবে বলতে পারি না । কিন্তু তাঁকে শৌচাগারে আটকে রাখা হয় । আমরা তাঁর চুল ধুইয়ে দিই । আমরা পুলিশে অভিযোগ করেছি । পুলিশ সে অনুযায়ী পদক্ষেপ করবে ।"

তবে ওই মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী মানসিকভাবে সুস্থ নন । তিনি বলেন, "আমার স্ত্রী মানসিকভাবে সুস্থ নয় । আমরা ওকে চিকিৎসকের কাছেও নিয়ে গিয়েছি । কিন্তু তাঁর কোনও উন্নতি হয়নি ।"

পুলিশ আধিকারিক জানিয়েছেন, "রজনী গুপ্ত গ্রামে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন । তাঁর স্বামী তাঁকে এক বছরের বেশি সময় ধরে আটকে রেখেছিলেন । আমরা একটি অভিযোগ নথিভুক্ত করেছি । তদন্ত শুরু করেছি । সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । শোনা যাচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ । আমরা চিকিৎসকের পরমার্শ নেব এবং সেই অনুযায়ী এগোব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.