দিল্লি, 17 নভেম্বর : দেশে এক ধাপে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 29 হাজার 164 জন । যা চার মাসের মধ্যে সবচেয়ে কম । গতকাল এই সংখ্যাটা ছিল 30 হাজার 548 জন । এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 88 লাখ 74 হাজার 291 ৷
সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 53 হাজার 401 জন ৷ তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 449 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 435 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 30 হাজার 519 ৷ গত 24 ঘণ্টায় 40 হাজার 791 জন সুস্থ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছে 82 লাখ 90 হাজার 371 জন ৷
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 49 হাজার 777 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 16 লাখ 18 হাজার 380 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 62 হাজার 804 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 54 হাজার 764 জন ৷