ETV Bharat / bharat

আক্রান্ত 2 হাজার 178, সংক্রমণে দিল্লিকে টপকে দ্বিতীয় গুজরাত - গুজরাটে কোরোনা আক্রান্ত 2 হাজার 178

কোরোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 2 হাজারের গণ্ডি ছাড়িয়েছে । একইসঙ্গে মৃত্যু হয়েছে 19 জনের । এখন সংক্রমণে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত ।

Corona
কোরোনা
author img

By

Published : Apr 22, 2020, 12:30 PM IST

Updated : Apr 22, 2020, 2:10 PM IST

গান্ধিনগর(গুজরাত), 22 এপ্রিল : দিল্লিকে টপকে কোরোনা সংক্রমণে ভারতে দ্বিতীয় স্থানে এখন গুজরাত । প্রথম মহারাষ্ট্র ৷ গুজরাতে মোট আক্রান্ত 2 হাজার 178 । একই সঙ্গে গতকালই মৃত্যু হয়েছে 19 জন কোরোনা আক্রান্তের । ভারতে একদিনের মৃত্যুর নিরিখে এটাই সর্বোচ্চ । এই নিয়ে গুজরাতে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 90 ।

মৃত 90 জনের মধ্যে 53 জনের মৃত্যু হয়েছে আহমেদাবাদে । 12 জনের মৃত্যু হয়েছে সুরাতে। সাত জনের ভাদোদারা ও পাঁচ জনের ভবনগরে মৃত্যু হয়েছে । কড়া নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল নতুন করে 112 জনের শরীরে কোরোনা হদিস পাওয়া গেছে । এই নতুন আক্রান্তদের বেশিরভাগই হটস্পট চিহ্নিত এলাকার । তবে, এই আক্রান্তদের কিছু জন এমন জেলার যেখানে এর আগে কেউ সংক্রমিত হননি ।

112 জন আক্রান্তের মধ্যে 75 জন আহমেদাবাদের । সুরাতের নয় জন, ভাদোদারার ছয় জন, বানসকন্ঠার পাঁচ জন, আরাবল্লির চার জন, বোটারের দু'জন এবং মহেসানা, নবসরি, দাহোদ ও ভালসারে এক জন করে আক্রান্ত । গুজরাতের ছয়টি জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি । এই রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায়, বিশেষত আহমেদাবাদ ও সুরাটে ক্রমাগত নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ।

গত 24 ঘণ্টায় গুজরাতে 3 হাজার 513 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 239 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । আর 3 হাজার 274 জনের রিপোর্ট নেগেটিভ । সমগ্র রাজ্যে এখনও পর্যন্ত 36 হাজার 829 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 2 হাজার 178 জন কোরোনা পজ়িটিভ । আর 34 হাজার 651 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে ।

গুজরাতের আমেদাবাদে এখনও পর্যন্ত সবথেকে বেশি আক্রান্ত । সংখ্যাটা 1 হাজার 373 । এরপর একে একে সুরাতে 347, ভাদোদারায় 194, রাজকোটে 40, ভবনগরে 32, আনন্দে 28, বাহরুচে 24, গান্ধিনগরে 17, পাটান ও বনসকন্ঠায় 15 জন করে, নর্মদা ও আরাবল্লিতে 12, পঞ্চমহলে 11, ছোট্টা উদেপুর, মহেসানা ও বোটারে সাত জন করে, দাহোদে 4 জন, পোরবন্দর, খেদা, গির-সোমনাথ, মহিসাগর ও সবরকন্ঠায় তিন জন করে, জামনগর, মোরবি ও তাপিতে এক জন করে কোরোনায় আক্রান্ত ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণের প্রধান সচিব জয়ন্তী রবি জানান, 1 হাজার 949 টি সক্রিয় কোরোনা কেসের মধ্যে 1 হাজার 935 জন স্থিতিশীল । আর 14 জন এখনও ভেন্টিলেটরে । গুজরাতে মোট 30 হাজার 354 জন কোয়রানটাইনে রয়েছে । যার মধ্যে 26 হাজার 590 জন হোম কোয়ারানটাইনে আছেন । 3 হাজার 836 জন সরকারি সুবিধার আওতায় কোয়ারানটাইনে রয়েছে । আর বাকি 328 জন বেসরকারি কোয়ারানটাইনে রয়েছেন ।

গান্ধিনগর(গুজরাত), 22 এপ্রিল : দিল্লিকে টপকে কোরোনা সংক্রমণে ভারতে দ্বিতীয় স্থানে এখন গুজরাত । প্রথম মহারাষ্ট্র ৷ গুজরাতে মোট আক্রান্ত 2 হাজার 178 । একই সঙ্গে গতকালই মৃত্যু হয়েছে 19 জন কোরোনা আক্রান্তের । ভারতে একদিনের মৃত্যুর নিরিখে এটাই সর্বোচ্চ । এই নিয়ে গুজরাতে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 90 ।

মৃত 90 জনের মধ্যে 53 জনের মৃত্যু হয়েছে আহমেদাবাদে । 12 জনের মৃত্যু হয়েছে সুরাতে। সাত জনের ভাদোদারা ও পাঁচ জনের ভবনগরে মৃত্যু হয়েছে । কড়া নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল নতুন করে 112 জনের শরীরে কোরোনা হদিস পাওয়া গেছে । এই নতুন আক্রান্তদের বেশিরভাগই হটস্পট চিহ্নিত এলাকার । তবে, এই আক্রান্তদের কিছু জন এমন জেলার যেখানে এর আগে কেউ সংক্রমিত হননি ।

112 জন আক্রান্তের মধ্যে 75 জন আহমেদাবাদের । সুরাতের নয় জন, ভাদোদারার ছয় জন, বানসকন্ঠার পাঁচ জন, আরাবল্লির চার জন, বোটারের দু'জন এবং মহেসানা, নবসরি, দাহোদ ও ভালসারে এক জন করে আক্রান্ত । গুজরাতের ছয়টি জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি । এই রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায়, বিশেষত আহমেদাবাদ ও সুরাটে ক্রমাগত নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ।

গত 24 ঘণ্টায় গুজরাতে 3 হাজার 513 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 239 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । আর 3 হাজার 274 জনের রিপোর্ট নেগেটিভ । সমগ্র রাজ্যে এখনও পর্যন্ত 36 হাজার 829 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 2 হাজার 178 জন কোরোনা পজ়িটিভ । আর 34 হাজার 651 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে ।

গুজরাতের আমেদাবাদে এখনও পর্যন্ত সবথেকে বেশি আক্রান্ত । সংখ্যাটা 1 হাজার 373 । এরপর একে একে সুরাতে 347, ভাদোদারায় 194, রাজকোটে 40, ভবনগরে 32, আনন্দে 28, বাহরুচে 24, গান্ধিনগরে 17, পাটান ও বনসকন্ঠায় 15 জন করে, নর্মদা ও আরাবল্লিতে 12, পঞ্চমহলে 11, ছোট্টা উদেপুর, মহেসানা ও বোটারে সাত জন করে, দাহোদে 4 জন, পোরবন্দর, খেদা, গির-সোমনাথ, মহিসাগর ও সবরকন্ঠায় তিন জন করে, জামনগর, মোরবি ও তাপিতে এক জন করে কোরোনায় আক্রান্ত ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণের প্রধান সচিব জয়ন্তী রবি জানান, 1 হাজার 949 টি সক্রিয় কোরোনা কেসের মধ্যে 1 হাজার 935 জন স্থিতিশীল । আর 14 জন এখনও ভেন্টিলেটরে । গুজরাতে মোট 30 হাজার 354 জন কোয়রানটাইনে রয়েছে । যার মধ্যে 26 হাজার 590 জন হোম কোয়ারানটাইনে আছেন । 3 হাজার 836 জন সরকারি সুবিধার আওতায় কোয়ারানটাইনে রয়েছে । আর বাকি 328 জন বেসরকারি কোয়ারানটাইনে রয়েছেন ।

Last Updated : Apr 22, 2020, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.