দিল্লি, 5 মে : পুনের হিনজেওয়াড়ির ক্যাম্পাসকে কোরোনা হাসপাতালে পরিণত করতে মহারাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তি করল উইপ্রো । চার সপ্তাহের মধ্যে 450 বিশিষ্ট এই হাসপাতালটি তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে ।
30 মে-র মধ্যে তা সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে । একবছর পর সেটিকে ফের IT ক্যাম্পাসে পরিণত করা হবে বলেও জানিয়েছে তারা ।
ইতিমধ্যেই কোরোনা মোকাবিলায় উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ় লিমিটেড এবং আজ়িম প্রেমজি ফাউন্ডেশন 1হাজার 125 কোটি টাকা দিয়েছে । এছাড়াও মুম্বই, পুনে, অওরঙ্গাবাদ, আহমেদনগর, বিড় সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ত্রাণ বিলি করেছে উইপ্রো ও আজ়িম প্রেমজি ফাউন্ডেশন ।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, "উইপ্রোর এই মানবিক উদ্যোগ স্বাস্থ্যের পরিকাঠামোকে উন্নত করবে এবং এই প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে ।" উইপ্রো চেয়ারম্যান রিশাদ প্রেমজি বলেন, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করতে তারা অঙ্গীকারবদ্ধ । এই সংকটে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত বলেও মনে করেন তিনি ।
মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । আজ সকাল পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 14 হাজার 541 ।