ETV Bharat / bharat

ইচ্ছুক মহিলা মা হতে পারবেন, সারোগেসি (নিয়ন্ত্রক) বিল পাশ মন্ত্রিসভায় - কেন্দ্রীয় মন্ত্রিসভা

সারোগেসি (নিয়ন্ত্রক) বিল 2019 অনুযায়ী, নিকট আত্মীয় কোনও মহিলাই একমাত্র সারোগেট মা হতে পারতেন ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে পরিবর্তন করে জানায়, ‘ইচ্ছুক’ মহিলা সারোগেট মা হতে পারবেন ৷

surrogacy bill 2020
সারোগেসি বিল
author img

By

Published : Feb 26, 2020, 11:32 PM IST

দিল্লি, 26 ফেব্রুয়ারি : সারোগেসি (নিয়ন্ত্রক) বিলে গুরুত্বপূর্ণ সংশোধন আনল কেন্দ্রীয় সরকার ৷ সারোগেসি বিল 2020 অনুযায়ী ‘ইচ্ছুক’ মহিলা সারোগেট মা হতে পারবেন ৷ পাশাপাশি শারীরিকভাবে অক্ষম দম্পতিরা ছাড়াও স্বামীহারা ও বিবাহবিচ্ছিন্না মহিলাও সারোগেসি পদ্ধতিতে মা হতে পারবেন ৷

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর আজ জানান, রাজ্যসভার বিশেষ কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা সারোগেসি বিল 2019-এ পরিবর্তন আনে ৷ 23 জনের বিশেষ কমিটি 15টি পরিবর্তনের পরামর্শ দেয় ৷ তার মধ্যে ‘‘বন্ধ্যাত্ব’’ শব্দের সংজ্ঞা পরিবর্তন করতে বলা হয় ৷ সারোগেসি বিল 2019 অনুযায়ী, পাঁচ বছর স্বামী-স্ত্রী কোনওরকম সুরক্ষা ছাড়া যৌন সংসর্গের পরেও সন্তান ধারণ করতে না পারলে সারোগেসির সাহায্য নিতে পারতেন ৷ কিন্তু পাঁচ বছর অনেক বেশি বলে মনে করা হচ্ছিল ৷

এছাড়া আগের বিলে শুধু নিকট আত্মীয় কোনও মহিলাই সারোগেট মা হতে পারতেন ৷ নতুন বিলে তার পরিবর্তন করে, ইচ্ছুক মহিলাদের সারোগেট মা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘নতুন বিলের লক্ষ্য হল, বাণিজ্যিকভাবে সারোগেসি বন্ধ করা ৷’’

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানান, শুধু ভারতীয় দম্পতিরাই এদেশে সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করতে পারবেন ৷ নতুন সারোগেসি বিলে জাতীয় ও রাজ্য সারোগেসি বোর্ড তৈরির পরামর্শ দেওয়া হয়েছে ৷ একজন সারোগেট মায়ের বিমার কভারেজের সময়ও বাড়িয়ে 16 মাস থেকে 36 মাস করা হয়েছে নতুন বিলে ৷

দিল্লি, 26 ফেব্রুয়ারি : সারোগেসি (নিয়ন্ত্রক) বিলে গুরুত্বপূর্ণ সংশোধন আনল কেন্দ্রীয় সরকার ৷ সারোগেসি বিল 2020 অনুযায়ী ‘ইচ্ছুক’ মহিলা সারোগেট মা হতে পারবেন ৷ পাশাপাশি শারীরিকভাবে অক্ষম দম্পতিরা ছাড়াও স্বামীহারা ও বিবাহবিচ্ছিন্না মহিলাও সারোগেসি পদ্ধতিতে মা হতে পারবেন ৷

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর আজ জানান, রাজ্যসভার বিশেষ কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা সারোগেসি বিল 2019-এ পরিবর্তন আনে ৷ 23 জনের বিশেষ কমিটি 15টি পরিবর্তনের পরামর্শ দেয় ৷ তার মধ্যে ‘‘বন্ধ্যাত্ব’’ শব্দের সংজ্ঞা পরিবর্তন করতে বলা হয় ৷ সারোগেসি বিল 2019 অনুযায়ী, পাঁচ বছর স্বামী-স্ত্রী কোনওরকম সুরক্ষা ছাড়া যৌন সংসর্গের পরেও সন্তান ধারণ করতে না পারলে সারোগেসির সাহায্য নিতে পারতেন ৷ কিন্তু পাঁচ বছর অনেক বেশি বলে মনে করা হচ্ছিল ৷

এছাড়া আগের বিলে শুধু নিকট আত্মীয় কোনও মহিলাই সারোগেট মা হতে পারতেন ৷ নতুন বিলে তার পরিবর্তন করে, ইচ্ছুক মহিলাদের সারোগেট মা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘নতুন বিলের লক্ষ্য হল, বাণিজ্যিকভাবে সারোগেসি বন্ধ করা ৷’’

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানান, শুধু ভারতীয় দম্পতিরাই এদেশে সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করতে পারবেন ৷ নতুন সারোগেসি বিলে জাতীয় ও রাজ্য সারোগেসি বোর্ড তৈরির পরামর্শ দেওয়া হয়েছে ৷ একজন সারোগেট মায়ের বিমার কভারেজের সময়ও বাড়িয়ে 16 মাস থেকে 36 মাস করা হয়েছে নতুন বিলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.