ETV Bharat / bharat

তেজস্বী মুখ্যমন্ত্রী হোক, তারপরই বাঁশি বাজাব : তেজ প্রতাপ - Tej Pratap Yadav

বিহারের বিধানসভা নির্বাচনের আগে RJD-র তরফে আজ পটনায় বেকারত্ব দূরীকরণের জন্য মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলেরই নেতৃত্বে ছিলেন তেজস্বী যাদব ।

RJD
ছবি
author img

By

Published : Feb 23, 2020, 11:38 PM IST

পটনা, 23 ফেব্রুয়ারি : ভাই তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হলে তারপরে বাঁশি বাজাবেন তিনি । আজ এই কথাই বললেন RJD নেতা তেজপ্রতাপ যাদব ।

পটনায় বেকারত্ব দূরীকরণ নিয়ে এক মিছিলে আজ উপস্থিত ছিলেন তেজপ্রতাপ যাদব । সেখান থেকেই তিনি বলেন, " সবাই আমাকে প্রশ্ন করছে, আমি কখন বাঁশি বাজাব? আমি বলতে চাই, তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী হলে, তারপরেই আমি বাঁশি বাজাব ।"

তিনি আরও বলেন, "আমাদের শত্রুরা চায় আমাদের পরিবারকে আলাদা করতে । বলে আমিই নাকি আসল লালু প্রসাদ যাদব । কিন্তু তারা আমাদের আলাদা করতে পারবে না ।"

বিহারের বিধানসভা নির্বাচনের আগে RJD-র তরফে আজ পটনায় বেকারত্ব দূরীকরণের জন্য মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন তেজস্বী যাদব । নির্বাচনের আগে বিহারের সমস্ত জেলায় এই মিছিলের আয়োজন করবে RJD ।

পটনা, 23 ফেব্রুয়ারি : ভাই তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হলে তারপরে বাঁশি বাজাবেন তিনি । আজ এই কথাই বললেন RJD নেতা তেজপ্রতাপ যাদব ।

পটনায় বেকারত্ব দূরীকরণ নিয়ে এক মিছিলে আজ উপস্থিত ছিলেন তেজপ্রতাপ যাদব । সেখান থেকেই তিনি বলেন, " সবাই আমাকে প্রশ্ন করছে, আমি কখন বাঁশি বাজাব? আমি বলতে চাই, তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী হলে, তারপরেই আমি বাঁশি বাজাব ।"

তিনি আরও বলেন, "আমাদের শত্রুরা চায় আমাদের পরিবারকে আলাদা করতে । বলে আমিই নাকি আসল লালু প্রসাদ যাদব । কিন্তু তারা আমাদের আলাদা করতে পারবে না ।"

বিহারের বিধানসভা নির্বাচনের আগে RJD-র তরফে আজ পটনায় বেকারত্ব দূরীকরণের জন্য মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন তেজস্বী যাদব । নির্বাচনের আগে বিহারের সমস্ত জেলায় এই মিছিলের আয়োজন করবে RJD ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.