ETV Bharat / bharat

ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে : ট্রাম্প

author img

By

Published : Sep 17, 2019, 10:10 AM IST

Updated : Sep 17, 2019, 11:21 AM IST

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটা কমেছে ৷ জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শীঘ্রই দু'দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন তিনি ৷

ফাইল ফোটো

ওয়াশিংটন, 17 সেপ্টেম্বর : শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ হবে ৷ জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দু'দেশের মধ্যে উত্তেজনা অনেকটা কমেছে বলেও মন্তব্য করেছেন তিনি ৷

ট্রাম্প বলেন, "শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করব৷" কাশ্মীর ইশুর উল্লেখ না করে তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে ৷"

রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ হাজির থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এরপর ওহিওর উদ্দেশে রওনা দেবেন তিনি ৷ সেখান থেকে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন তিনি ৷

"হাউডি মোদি" অনুষ্ঠানে প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের 60 জন সদস্য ৷ যাঁদের মধ্যে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ৷ অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিত থাকা প্রসঙ্গে টুইট করেছেন নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, "অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে আছি ৷ প্রেসিডেন্টের এই উদ্যোগ অ্যামেরিকার সমাজ ও অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের গুরুত্ব প্রমাণ করে ৷"

ওয়াশিংটন, 17 সেপ্টেম্বর : শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ হবে ৷ জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দু'দেশের মধ্যে উত্তেজনা অনেকটা কমেছে বলেও মন্তব্য করেছেন তিনি ৷

ট্রাম্প বলেন, "শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করব৷" কাশ্মীর ইশুর উল্লেখ না করে তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে ৷"

রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ হাজির থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এরপর ওহিওর উদ্দেশে রওনা দেবেন তিনি ৷ সেখান থেকে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন তিনি ৷

"হাউডি মোদি" অনুষ্ঠানে প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের 60 জন সদস্য ৷ যাঁদের মধ্যে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ৷ অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিত থাকা প্রসঙ্গে টুইট করেছেন নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, "অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে আছি ৷ প্রেসিডেন্টের এই উদ্যোগ অ্যামেরিকার সমাজ ও অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের গুরুত্ব প্রমাণ করে ৷"

New Delhi, Sep 17 (ANI): Police has arrested a man, Shamsher Singh, who is also known as Billu Barber in Delhi in connection with a case, where a 32-year-old man was arrested at Indira Gandhi International Airport for impersonating an 81-year-old man in an attempt to fly out. DCP of Delhi Airport, Sanjay Bhatia said, "Shamsher Singh runs a salon in Rohini. He has confessed that he had similarly changed the appearance of 10-12 people and used to charge Rs 20,000 per person for the same. He was presented before the court, we have been granted a 1-day remand."
Last Updated : Sep 17, 2019, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.