পটনা , 1 নভেম্বর : RJD নেতা এবং মহাগঠবন্ধন জোটের মু্খ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সরকারি কর্মচারীদের অবসরের বয়স নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন ৷ নীতীশ কুমার রাজ্যের সরকারি কর্মচারীদের অবসরের বয়স 50 বছর করতে ডিক্রি জারি করেছেন বলে খবর ছড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন তেজস্বী ৷
তিনি বলেন, " সরকারি কর্মচারীদের পঞ্চাশ বছরে অবসর গ্রহণের ডিক্রি জারি করেছেন নীতীশ কুমার ৷ কিন্তু তিনি নিজেই সত্তরোর্ধ্ব৷ তবে এবার তাঁকে জনসাধারণ অবসর দিতে চলেছেন ৷ যদি, আমাদের সরকার গঠিত হয় তাহলে আমরা অবসরের বয়স বাড়াব ৷" পাশাপাশি তিনি সেই রাজ্যের উচ্চ শিক্ষাব্যবস্থার করুণ অবস্থা নিয়েও আক্রমণ করেন তিনি ৷
বিহারে 28 অক্টোবর বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল । রাজ্যের 243 বিধানসভা আসনে মোট তিন দফায় ভোটগ্রহণ হবে ৷ পরবর্তী নির্বাচন হবে 3 নভেম্বর ৷