ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সরকার গড়তে BJP-র তুরুপের তাস নীতিন গড়কড়ি - মহারাষেট্র ভোটের খবর

নাগপুরে পৌঁছেই RSS-এর সঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করবেন নীতিন গড়কড়ি । মহারাষ্ট্রে সরকার গড়ার খেলায় BJP-র তুরুপের তাস হতে যাচ্ছেন তিনি ৷

মহারাষ্ট্রে সরকার গড়তে BJP-র তুরুপের তাস নীতিন গড়কড়ি
author img

By

Published : Nov 7, 2019, 3:45 PM IST

মুম্বই, 7 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গড়ার খেলায় BJP-র তুরুপের তাস হতে যাচ্ছেন কেল্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি । আজ নির্ধারিত সমস্ত সাক্ষাৎকার বাতিল করে নাগপুরে উড়ে যান তিনি । রাজনৈতিক মহলের ধারণা, BJP-সেনা সম্পর্কে দিগদর্শন করাতে পারেন গড়কড়ি । সূত্রের খবর, নাগপুরে পৌঁছেই RSS-এর সঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে তিনি দেখা করবেন ।

গড়কড়ি নাগপুরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, "নাগপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি ।" এদিকে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সমগ্র বিষয় আলোচনার জন্য রাজ্যপাল ভগত সিং কোসাইরির সঙ্গে দেখা করেন । তবে শিবসেনা সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত শিবসেনা প্রথান উদ্ধব ঠাকরে বা সঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে কোনও বৈঠকের কথা অস্বীকার করেছেন ।

অন্যদিকে ফড়নবিশ মঙ্গলবার রাতেই মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন । এবারে গড়কড়ি-মোহন ভাগবতের আলোচনাতে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কি না সে দিকেই নজর রাজনৈতিক মহলের । এই পরিস্থিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ । তিনি বলেন, BJP সরকার গড়ার দাবি জানাতেই পারে । তবে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে BJP থেকে কোনও প্রস্তাব পাননি । রাউত অবশ্য আগেই দাবি জানিয়েছেন, তাঁদের দিকে ১৭০ জনের সমর্থন আছে।

এই কথা শুনে শরদ পাওয়ার কটাক্ষ করে বলেন, "এই সংখ্যা কী ভাবে এল তা আমরা ভেবে পাচ্ছি না ।" তবে সরকার গড়ার ক্ষেত্রে পাওয়ারের সরে আসায় BJP-র সম্ভাবনা বেড়ে গেল । সেনা অবশ্য এখনও মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে সরে আসার ইঙ্গিত দেয়নি । BJP-র পক্ষে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে BJP-র সরকারই হচ্ছে । এদিকে সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল নিতিন গড়কড়ির সঙ্গে দেখা করেন । আহমেদ প্যাটেল অবশ্য এই বৈঠকে মহারাষ্ট্র নিয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেন ।

মুম্বই, 7 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গড়ার খেলায় BJP-র তুরুপের তাস হতে যাচ্ছেন কেল্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি । আজ নির্ধারিত সমস্ত সাক্ষাৎকার বাতিল করে নাগপুরে উড়ে যান তিনি । রাজনৈতিক মহলের ধারণা, BJP-সেনা সম্পর্কে দিগদর্শন করাতে পারেন গড়কড়ি । সূত্রের খবর, নাগপুরে পৌঁছেই RSS-এর সঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে তিনি দেখা করবেন ।

গড়কড়ি নাগপুরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, "নাগপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি ।" এদিকে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সমগ্র বিষয় আলোচনার জন্য রাজ্যপাল ভগত সিং কোসাইরির সঙ্গে দেখা করেন । তবে শিবসেনা সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত শিবসেনা প্রথান উদ্ধব ঠাকরে বা সঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে কোনও বৈঠকের কথা অস্বীকার করেছেন ।

অন্যদিকে ফড়নবিশ মঙ্গলবার রাতেই মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন । এবারে গড়কড়ি-মোহন ভাগবতের আলোচনাতে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কি না সে দিকেই নজর রাজনৈতিক মহলের । এই পরিস্থিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ । তিনি বলেন, BJP সরকার গড়ার দাবি জানাতেই পারে । তবে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে BJP থেকে কোনও প্রস্তাব পাননি । রাউত অবশ্য আগেই দাবি জানিয়েছেন, তাঁদের দিকে ১৭০ জনের সমর্থন আছে।

এই কথা শুনে শরদ পাওয়ার কটাক্ষ করে বলেন, "এই সংখ্যা কী ভাবে এল তা আমরা ভেবে পাচ্ছি না ।" তবে সরকার গড়ার ক্ষেত্রে পাওয়ারের সরে আসায় BJP-র সম্ভাবনা বেড়ে গেল । সেনা অবশ্য এখনও মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে সরে আসার ইঙ্গিত দেয়নি । BJP-র পক্ষে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে BJP-র সরকারই হচ্ছে । এদিকে সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল নিতিন গড়কড়ির সঙ্গে দেখা করেন । আহমেদ প্যাটেল অবশ্য এই বৈঠকে মহারাষ্ট্র নিয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেন ।

Mumbai, Nov 07 (ANI): Shiv Sena leader Sanjay Raut on November 07 said that Maharashtra's chief minister will be from Shiv Sena only. He further added, "My best wishes to BJP as they proved majority."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.