মুম্বই , 13 সেপ্টেম্বর : " যে কোনও রাজনৈতিক ঝড় আসুক না কেন , আমি তার মুখোমুখি হব ৷ কোরোনা ভাইরাসের বিরুদ্ধেও লড়ে যাব ৷" আজ জাতির উদ্দেশে সম্প্রচারিত বার্তায় এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷" মহারাষ্ট্রে স্বাস্থ্য ও রাজনৈতিক ক্ষেত্র নিয়ে বারাবার অভিযোগের আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দিকে ৷ জনগণের উদ্দেশে এবার এই দুই দিকেই ভারসাম্য বজায় রেখে চলার আশ্বাস দিলেন তিনি ৷
দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে ৷ কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ৷ এই বিষয়ে তিনি জাতির উদ্দেশে বলেন , " কোরোনা ভাইরাস মোকাবিলায় আমরা গত কয়েকদিন ধরেই অনেক কাজ করেছি ৷ "
স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও সমালোচনার মুখে পড়েছেন তিনি ৷ বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুত -এর মৃত্যুর পর জুন মাস থেকে নানাভাবে BJP সরকারের আক্রমণের শিকার হয়েছেন তিনি ৷ সুশান্ত সিং রাজপুতের মামলাটি CBI-কে হস্তান্তর করতে অস্বীকার করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিসের নেতৃত্বে BJP বারবার শিবসেনাকে আক্রমণ করেছে । এই বিষয়ে তিনি বলেন , " রাজ্যে যত ঝড় উঠেছে, তা প্রাকৃতিক হোক বা রাজনৈতিক, সরকার তাদের লড়াই করে চলেছে ৷"
অন্যদিকে , গত কয়েক সপ্তাহ ধরে সুশান্ত মামলা ইশুতে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঠাকরের সরকার ৷ কঙ্গনা রানাওয়াত বলেছিলেন যে, মুম্বইতে তিনি নিজেকে অসুরক্ষিত মনে করেন ৷ পাশাপাশি , তিনি এই জায়গাকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন ৷ এরপর থেকে দলের সঙ্গে তাঁর সংঘর্ষ বাঁধে ৷
অন্যদিকে , বম্বে হাইকোর্টের তরফে চাকরি ও কলেজে ভরতির ক্ষেত্রে মারাঠা কোটা অনুমোদন করা হয়েছিল ৷ কিন্তু সুপ্রিম কোর্টের তরফে তা অনুমোদনে অস্বীকার করে ৷ এই বিষয়ে তিনি মারাঠা কমিউনিটির উদ্দেশে ঠাকরে বলেন , "আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা আপনার পক্ষে ন্যায়বিচারের জন্য লড়াই করব । এমনকী , গত সরকারেও চারটি দলই মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার পক্ষে কাজ করেছিল । এবং আমরা এর জন্য আরও লড়াই করব। "