দিল্লি, 3 অক্টোবর : পাকিস্তানের পক্ষ থেকে করতারপুর করিডোর পুনরায় খুলে দেওয়া হয় । এতে ভারতের পক্ষ থেকে আজ জানানো হয়, ভারতের গুরুদাসপুরে ডেরা বাবা নানক সাহেব এবং পাকিস্তানের করতারপুরে গুরুদ্বার দরবার সাহেবের সংযোগকারী ৪.7 কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে পুনরায় যাত্রা শুরু করার বিষয়ে কোরোনা সুরক্ষা ও বিধিনিষেধের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে ভারত ।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে সংস্পর্শে রয়েছে । কোভিড-19 প্রোটোকল এবং বিধিনিষেধ শিথিলকরণের পরে করতারপুর করিডোর পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । গতকাল পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞাপন জারি করে জানায়, ভারত-পাকিস্তানের মধ্যে 2019 সালে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ভারতীয় দর্শকদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত করতারপুর গুরুদ্বারে দেখার অনুমতি দেওয়া হচ্ছে । এই বিজ্ঞপ্তির জেরে স্বরাষ্ট্রমন্ত্রকের এমনটাই প্রতিক্রিয়া ।
মন্ত্রকের তরফে আরও জানানো হয়, গত বছর করতারপুর করিডোর খোলার সময় 2019 এর অক্টোবরে দ্বিপাক্ষিক চুক্তিতে বুধি-রবি চ্যানেলে সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । যা পাকিস্তান এখনও করে উঠতে পারেনি ।
উল্লেখ্য, গত বছর করতারপুর সাহেব করিডোরটি উদ্বোধন করা হয়েছিল ।