শ্রীনগর, 14 অক্টোবর : জম্মু-কাশ্মীরে 370 ধারা রদ, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে 'দিনের আলোয় ডাকাতি'- করার সঙ্গে তুলনা করলেন PDP সভানেত্রী মেহবুবা মুফতি । 14 মাস গৃহবন্দী থাকার পর গতকালই ছাড়া পান জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । ছাড়া পাওয়ার পর নিজের টুইটার হ্যান্ডেলে একটি অডিয়ো বার্তায় জম্মু-কাশ্মীরে 370 ধারা পুনরুদ্ধার ও কাশ্মীর ইশুর স্থায়ী সমাধানের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ।
83 সেকেন্ডের অডিয়ো বার্তায় তিনি বলেন, "গত বছর 5 অগাস্ট অবৈধ, অ-গণতান্ত্রিক এবং অসাংবিধানিক পদ্ধতিতে যা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা ফিরে পাওয়ার জন্য আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে ।" সেদিনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত 'দিনের আলোয় ডাকাতি করার' সমতুল্য বলেও উল্লেখ করেন তিনি । তিনি আরও বলেন, "হয়তো সহজ হবে না, কিন্তু আমাদের স্থিরতা, সংকল্প এই সংগ্রামে আমাদের সাহায্য করবে ।"
পাশাপাশি বিভিন্ন জেলে আটক কাশ্মীরি জনগণের মুক্তির দাবি তোলেন তিনি । বলেন, "যেমন আমাকে ছাড়া হয়েছে, তেমন কাশ্মীরের জনগণ যাদের বিভিন্ন জেলা আটক করে রাখা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হোক । "
গত বছর 5 অগাস্ট জম্মু-কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস বাতিল করে কেন্দ্র । রাজ্যটিকে ভেঙে দু'টি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীর তৈরি করা হয় ।