ETV Bharat / bharat

বারাণসীতে মোদির বিরুদ্ধে না লড়ার সিদ্ধান্ত প্রিয়াঙ্কারই : সাম পিত্রোদা - inc

বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধিকে দাঁড় করানো হল না কেন ? কারণ খোলসা করলেন কংগ্রেস নেতা সাম পিত্রোদা

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 8:23 AM IST

Updated : Apr 27, 2019, 9:39 AM IST

দিল্লি, 27 এপ্রিল : বারাণসী । প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । চর্চা চলছিল অনবরত । কংগ্রেস কর্মীরাও আশায় আশায় দিন গুণছিলেন এবার হয়ত টাফ ফাইট দেওয়া যাবে । আশার আলো জাগিয়েছিলেন খোদ প্রিয়াঙ্কাই । কিন্তু, কোথায় কী ? নরেন্দ্র মোদির বিরুদ্ধে অজয় রাইয়ের নাম ঘোষণার পর হতাশ কংগ্রেস কর্মীদেরই একাংশ । আড়ালে-আবডালে অনেকেই বলছেন, মোদির বিরুদ্ধে লড়তে গেলে জননেতার দরকার পড়ে । নাম অজয় হলেই কেউ অজেয় হতে পারে না । কিন্তু, মোদির বনাম প্রিয়াঙ্কা লড়াই না হওয়ার সিদ্ধান্ত কার ? কংগ্রেস নেতা সাম পিত্রোদা বলছেন, "সিদ্ধান্ত প্রিয়াঙ্কারই ।"

ফেব্রুয়ারিতে কংগ্রেসে যোগ দেন প্রিয়াঙ্কা । দায়িত্ব দেওয়া হয় উত্তর প্রদেশের পূর্বাংশের । ময়দানে নেমে ইন্দিরা গান্ধির ভঙ্গিমায় জনসংযোগ শুরু করেন । সেই হাঁটাচলা, সেই কথা বলার ধরন দেখে কংগ্রেস কর্মীরা ভাবতে শুরু করেন, ইন্দিরাই যেন ফিরে এসেছেন । আশার আলো জেগে ওঠে । ইতিমধ্যে এই কেন্দ্রে ফের একবার নরেন্দ্র মোদির নাম ঘোষণা করে BJP । কংগ্রেস প্রার্থী কে হবেন ? আশা-আশঙ্কা সবই ছিল প্রিয়াঙ্কাকে নিয়ে । একাধিক কর্মী তাঁকে রায়বেরিলি থেকে দাঁড়াতে বলেছিলেন ? প্রিয়াঙ্কা প্রশ্ন ছুঁড়েছিলেন, "বারাণসী নয় কেন ?" সেদিন হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল ।

দিন কেটেছে । প্রচারেও মোদিকে বারবার একহাত নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা । কিন্তু, বারাণসী থেকে তাঁকে প্রার্থীই করা হল না । গতবারের থার্ড বয় অজয় রাই পেলেন সুযোগ । কংগ্রেস কর্মীদের মনেই প্রশ্ন জাগছে, প্রিয়াঙ্কা নয় কেন ? জবাব দিলেন সাম পিত্রোদা । কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, "ও নিজেই চায়নি । কারণ, ওর অনেক দায়িত্ব । একটি আসনের উপর বিশেষ নজর রাখতে চাইছে না ।"

নিন্দুকেরা কী আর সে কথা শোনে ? অনেকেই বলছেন, কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয় । আর যেখানে হারের ভয়, সেখানে না দাঁড়ানোই ভালো ।

দিল্লি, 27 এপ্রিল : বারাণসী । প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । চর্চা চলছিল অনবরত । কংগ্রেস কর্মীরাও আশায় আশায় দিন গুণছিলেন এবার হয়ত টাফ ফাইট দেওয়া যাবে । আশার আলো জাগিয়েছিলেন খোদ প্রিয়াঙ্কাই । কিন্তু, কোথায় কী ? নরেন্দ্র মোদির বিরুদ্ধে অজয় রাইয়ের নাম ঘোষণার পর হতাশ কংগ্রেস কর্মীদেরই একাংশ । আড়ালে-আবডালে অনেকেই বলছেন, মোদির বিরুদ্ধে লড়তে গেলে জননেতার দরকার পড়ে । নাম অজয় হলেই কেউ অজেয় হতে পারে না । কিন্তু, মোদির বনাম প্রিয়াঙ্কা লড়াই না হওয়ার সিদ্ধান্ত কার ? কংগ্রেস নেতা সাম পিত্রোদা বলছেন, "সিদ্ধান্ত প্রিয়াঙ্কারই ।"

ফেব্রুয়ারিতে কংগ্রেসে যোগ দেন প্রিয়াঙ্কা । দায়িত্ব দেওয়া হয় উত্তর প্রদেশের পূর্বাংশের । ময়দানে নেমে ইন্দিরা গান্ধির ভঙ্গিমায় জনসংযোগ শুরু করেন । সেই হাঁটাচলা, সেই কথা বলার ধরন দেখে কংগ্রেস কর্মীরা ভাবতে শুরু করেন, ইন্দিরাই যেন ফিরে এসেছেন । আশার আলো জেগে ওঠে । ইতিমধ্যে এই কেন্দ্রে ফের একবার নরেন্দ্র মোদির নাম ঘোষণা করে BJP । কংগ্রেস প্রার্থী কে হবেন ? আশা-আশঙ্কা সবই ছিল প্রিয়াঙ্কাকে নিয়ে । একাধিক কর্মী তাঁকে রায়বেরিলি থেকে দাঁড়াতে বলেছিলেন ? প্রিয়াঙ্কা প্রশ্ন ছুঁড়েছিলেন, "বারাণসী নয় কেন ?" সেদিন হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল ।

দিন কেটেছে । প্রচারেও মোদিকে বারবার একহাত নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা । কিন্তু, বারাণসী থেকে তাঁকে প্রার্থীই করা হল না । গতবারের থার্ড বয় অজয় রাই পেলেন সুযোগ । কংগ্রেস কর্মীদের মনেই প্রশ্ন জাগছে, প্রিয়াঙ্কা নয় কেন ? জবাব দিলেন সাম পিত্রোদা । কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, "ও নিজেই চায়নি । কারণ, ওর অনেক দায়িত্ব । একটি আসনের উপর বিশেষ নজর রাখতে চাইছে না ।"

নিন্দুকেরা কী আর সে কথা শোনে ? অনেকেই বলছেন, কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয় । আর যেখানে হারের ভয়, সেখানে না দাঁড়ানোই ভালো ।

New Delhi, Apr 26 (ANI): American singer-songwriter Britney Spears is returning home after seeking treatment at a mental health facility for about a month. E! News confirmed that the 37-year-old singer has checked out of the facility and has headed home. The singer was seeking treatment at a mental health facility for some time, but it appears that she is well rested and ready to get back to her normal routine. "Britney Spears checked out of the treatment facility this morning and was taken home by her boyfriend Sam. It was her decision to leave, but she will still be monitored from home," a source close to the songstress told E! News.
Last Updated : Apr 27, 2019, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.