ETV Bharat / bharat

কোথায় ব্যবহার হচ্ছে ছবি, জানতেন না টুইটার লোগোর স্রষ্টা - Twitter bird

টুইটারের এই নীল পাখিটির কিন্তু একটি নামও আছে । ল্যারি । ল্যারিকে প্রথম আঁকা হয়েছিল 2006 সালে । যিনি এঁকেছিলেন, তিনি কিন্তু প্রথমে টুইটারের জন্য মোটেই ডিজ়াইনটি আঁকেননি ।

Unknown facts
প্রতীকী ছবি
author img

By

Published : Sep 27, 2020, 7:00 AM IST

টুইটার । সবথেকে বেশি জনপ্রিয় সোশাল নেটওয়ার্কগুলির মধ্যে একটি । ল্যাপটপ হোক বা মোবাইল । টুইটারের কোনও নোটিফিকেশন আসলেই স্ক্রিনে উঁকি মারে নীল রঙের একটি পাখি । এই পাখি আমাদের সকলেরই চেনা । আকাশের দিকে মুখ করে ডানা মেলে উড়ে যাচ্ছে পাখিটি । প্রতিমুহূর্তে যেন চুপিসাড়ে জানান দিচ্ছে, সে কতটা স্বাধীন ।

কিন্তু আজকের যে লোগোটি আমরা দেখি সেটি কিন্তু অনেক পরে এসেছে । দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিবর্তিত হতে হতে আজকের এই টুইটার পাখি । এখন যে লোগোটি আমরা দেখি, সেটা এসেছিল 2012 সালে । টুইটারের প্রাক্তন ক্রিয়েটিভ ডিরেক্টর ডাগ বোম্যান তৈরি করেছিলেন এই লোগোটি । টুইটার আর এই পাখিটি যেন একে অপরের পরিপূরক । বোম্যানের কথায়, " পাখিটিই হল টুইটার আর টুইটারই হল পাখিটি ।"

টুইটারের এই নীল পাখিটির কিন্তু একটি নামও আছে । ল্যারি । ল্যারিকে প্রথম আঁকা হয়েছিল 2006 সালে । যিনি এঁকেছিলেন, তিনি সিমন অক্সলি । ব্রিটেনের গ্রাফিক্স ডিজ়াইনার । তবে 2006 সালের সেই ল্যারির সঙ্গে কিন্তু আজকের ল্যারির অনেকটাই ফারাক । মিল বলতে, দু'টিই পাখি । দু'টিরই গায়ের রং নীল । আজকের ল্যারি অনেক বেশি আধুনিক । আজকের ল্যারির পা নেই, চোখ নেই । তবে সেই সময় কিন্তু ল্যারির পা, চোখ, সবই ফুটে উঠেছিল শিল্পীর কল্পনায় ।

সিমন অক্সলি বিভিন্ন অনলাইন সংস্থার ম্যাসকট তৈরির কাজ করতেন । এই নীল পাখিটি যখন তিনি আঁকেন, তখন কিন্তু তাঁর মাথায় একবারের জন্যও আসেনি এটি টুইটারের লোগো হিসেবে ব্যবহার হবে । তিনি একটি ফোটো কেনা-বেচার ওয়েবসাইটে এটি আপলোড করেছিলেন বিক্রির জন্য । তখনও তিনি জানতেন না, এই ল্যারিই একদিন সোশাল মিডিয়ার জগতে বিপ্লব আনবে । পরে মাত্র 15 ডলারে ল্যারিকে কিনে নেন টুইটারের এক কর্মী ।

অক্সলির পাখিটি আজকের ল্যারির তুলনায় অনেকটা রোগা । তার চোখ রয়েছে । পা রয়েছে । ভঙ্গিটা এমন যেন কোনও এক গাছের ডালে বসে রয়েছে । সবথেকে মজার বিষয়টা হল, টুইটার যখন তাদের লোগো হিসেবে ছবিটি বেছে নেয়, তখন অক্সলি জানতেনই না যে, টুইটার নামে কোনও একটি সংস্থার অস্তিত্ব রয়েছে । টুইটার লোগোটি প্রকাশ্যে আনার পর সব সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসে । তখনই অক্সলির এক বন্ধু তাঁকে এই ব্যাপারে জানিয়েছিলেন ।

কিন্তু যে ছবি কেনা-বেচার ওয়েবসাইটে অক্সলি ছবিটি দিয়েছিলেন, সেই ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী, সেখান থেকে কেনা কোনও ছবি সংস্থার লোগো হিসেবে ব্যবহার করা নিয়মবিরুদ্ধ । তাই 2009 সালে লোগোতে কিছু পরিবর্তন করা হয় । টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা বিজ় স্টোন ও ডিজ়াইনার ফিলিপ পাসকুজ়ো সংস্থার নতুন লোগো নিয়ে আসেন । এটি সংস্থার একেবারে নিজস্ব লোগো । 2010 সালে ফের একবার বদলানো হয় লোগোটিকে । এইভাবেই একের পর এক বিবর্তনের মধ্যে দিয়ে আজকের টুইটার লোগোটি উঠে এসেছে ।

টুইটার । সবথেকে বেশি জনপ্রিয় সোশাল নেটওয়ার্কগুলির মধ্যে একটি । ল্যাপটপ হোক বা মোবাইল । টুইটারের কোনও নোটিফিকেশন আসলেই স্ক্রিনে উঁকি মারে নীল রঙের একটি পাখি । এই পাখি আমাদের সকলেরই চেনা । আকাশের দিকে মুখ করে ডানা মেলে উড়ে যাচ্ছে পাখিটি । প্রতিমুহূর্তে যেন চুপিসাড়ে জানান দিচ্ছে, সে কতটা স্বাধীন ।

কিন্তু আজকের যে লোগোটি আমরা দেখি সেটি কিন্তু অনেক পরে এসেছে । দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিবর্তিত হতে হতে আজকের এই টুইটার পাখি । এখন যে লোগোটি আমরা দেখি, সেটা এসেছিল 2012 সালে । টুইটারের প্রাক্তন ক্রিয়েটিভ ডিরেক্টর ডাগ বোম্যান তৈরি করেছিলেন এই লোগোটি । টুইটার আর এই পাখিটি যেন একে অপরের পরিপূরক । বোম্যানের কথায়, " পাখিটিই হল টুইটার আর টুইটারই হল পাখিটি ।"

টুইটারের এই নীল পাখিটির কিন্তু একটি নামও আছে । ল্যারি । ল্যারিকে প্রথম আঁকা হয়েছিল 2006 সালে । যিনি এঁকেছিলেন, তিনি সিমন অক্সলি । ব্রিটেনের গ্রাফিক্স ডিজ়াইনার । তবে 2006 সালের সেই ল্যারির সঙ্গে কিন্তু আজকের ল্যারির অনেকটাই ফারাক । মিল বলতে, দু'টিই পাখি । দু'টিরই গায়ের রং নীল । আজকের ল্যারি অনেক বেশি আধুনিক । আজকের ল্যারির পা নেই, চোখ নেই । তবে সেই সময় কিন্তু ল্যারির পা, চোখ, সবই ফুটে উঠেছিল শিল্পীর কল্পনায় ।

সিমন অক্সলি বিভিন্ন অনলাইন সংস্থার ম্যাসকট তৈরির কাজ করতেন । এই নীল পাখিটি যখন তিনি আঁকেন, তখন কিন্তু তাঁর মাথায় একবারের জন্যও আসেনি এটি টুইটারের লোগো হিসেবে ব্যবহার হবে । তিনি একটি ফোটো কেনা-বেচার ওয়েবসাইটে এটি আপলোড করেছিলেন বিক্রির জন্য । তখনও তিনি জানতেন না, এই ল্যারিই একদিন সোশাল মিডিয়ার জগতে বিপ্লব আনবে । পরে মাত্র 15 ডলারে ল্যারিকে কিনে নেন টুইটারের এক কর্মী ।

অক্সলির পাখিটি আজকের ল্যারির তুলনায় অনেকটা রোগা । তার চোখ রয়েছে । পা রয়েছে । ভঙ্গিটা এমন যেন কোনও এক গাছের ডালে বসে রয়েছে । সবথেকে মজার বিষয়টা হল, টুইটার যখন তাদের লোগো হিসেবে ছবিটি বেছে নেয়, তখন অক্সলি জানতেনই না যে, টুইটার নামে কোনও একটি সংস্থার অস্তিত্ব রয়েছে । টুইটার লোগোটি প্রকাশ্যে আনার পর সব সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসে । তখনই অক্সলির এক বন্ধু তাঁকে এই ব্যাপারে জানিয়েছিলেন ।

কিন্তু যে ছবি কেনা-বেচার ওয়েবসাইটে অক্সলি ছবিটি দিয়েছিলেন, সেই ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী, সেখান থেকে কেনা কোনও ছবি সংস্থার লোগো হিসেবে ব্যবহার করা নিয়মবিরুদ্ধ । তাই 2009 সালে লোগোতে কিছু পরিবর্তন করা হয় । টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা বিজ় স্টোন ও ডিজ়াইনার ফিলিপ পাসকুজ়ো সংস্থার নতুন লোগো নিয়ে আসেন । এটি সংস্থার একেবারে নিজস্ব লোগো । 2010 সালে ফের একবার বদলানো হয় লোগোটিকে । এইভাবেই একের পর এক বিবর্তনের মধ্যে দিয়ে আজকের টুইটার লোগোটি উঠে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.