দিল্লি, 18 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় 20 জন জওয়ান শহিদ হওয়ার পর থেকে একের পর এক ইশুতে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । ভারত-চিন সমস্যায় প্রধানমন্ত্রী নীরব রয়েছেন । এমনই অভিযোগ তুলে গতকাল টুইট করেন তিনি । আজ ফের টুইটে ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, কেন সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানো হয়েছিল । তাঁদের পাঠানোর জন্য কারা দায়ি ?
গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে আজ ফের টুইট বার্তায় সরব হন রাহুল গান্ধি । টুইটারে একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, "চিন ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে গুরুতর অপরাধ করেছে । আমি জিজ্ঞাসা করতে চাই, এই বীরদের অস্ত্র ছাড়া কেন এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল ? কে পাঠিয়ছিল ? কেনই বা পাঠিয়েছিল ? এর জন্য কে দায়ি ?"
-
कौन ज़िम्मेदार है? pic.twitter.com/UsRSWV6mKs
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">कौन ज़िम्मेदार है? pic.twitter.com/UsRSWV6mKs
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2020कौन ज़िम्मेदार है? pic.twitter.com/UsRSWV6mKs
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2020
যদিও রাহুল গান্ধির এই টুইটের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, "সীমান্তে মোতায়েন সমস্ত সেনার কাছে সর্বদাই অস্ত্র-শস্ত্র থাকে । বিশেষ করে যখন তাঁরা সেনা পোস্ট ছেড়ে বের হন । কিন্তু 1996 ও 2005 সালের চুক্তি অনুযায়ী ফেস-অফের সময় সেনার তরফে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না ।"
গতকালও এনিয়ে টুইট করেন রাহুল গান্ধি । সেখানেই প্রধানমন্ত্রীর উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন করেন তিনি ৷ টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী কেন নীরব ? তিনি কী লুকোচ্ছেন ? অনেক হয়েছে ৷ কী হয়েছে তা আমরা জানতে চাই ৷ কী করে আমাদের জওয়ানদের হত্যা করার সাহস পায় চিন ? আমাদের এলাকা দখল করার সাহসই বা পায় কোথা থেকে ?"
-
Why is the PM silent?
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Why is he hiding?
Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?
">Why is the PM silent?
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
Why is he hiding?
Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?Why is the PM silent?
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
Why is he hiding?
Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?