ETV Bharat / bharat

কোরোনা প্রতিরোধে ভারতের পদক্ষেপের প্রশংসা WHO-র - coronavirus precautions

ভারতের অভাবনীয় ক্ষমতা রয়েছে ৷ এর আগেও স্মল পক্স ও পোলিওর মতো নিঃশব্দ ঘাতকের সঙ্গে লড়াই করে তা নিরাময়ে সক্ষম হয়েছে ৷ এবারও সফল হবে ভারত ৷ এমনটাই মনে করেন WHO-র এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান ৷

WHO about COVID 19
মাইকেল জে রায়ান
author img

By

Published : Mar 24, 2020, 8:20 AM IST

দিল্লি, 24 মার্চ: কোরোনা প্রতিরোধে ভারতকে মনোবল জোগাতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ WHO-র এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান বলেন, ‘‘ভারত এর আগে দুটি নিঃশব্দ ঘাতক-স্মল পক্স ও পোলিওকে নিরাময় করতে সফল হয়েছে ৷ ভারতের অভাবনীয় ক্ষমতা রয়েছে, যখন কোনও ক্ষেত্রে সমগ্র নাগরিক সমাজকে একত্রিত করা হয় তখন সমস্ত দেশ যেকোনও প্রতিকূল পরিস্থিতি রুখতে ক্ষমতাবান হয়ে ওঠে ৷’’

চিন ধীরে ধীরে কোরোনা মুক্ত হতে চললেও ভারতে কোরোনার প্রভাব বেড়ে চলেছে ৷ জনসংখ্যার দিক থেকে চিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তাই ভারতে কোরোনা প্রতিরোধে যদি সঠিক পদক্ষেপ না করা হয়, তাহলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে ৷ ইতিমধ্যে ভারতের 30টি রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে ৷

  • India led the world in eradicating two silent killers - Small Pox and Polio. India has tremendous capacities, all countries have tremendous capacities when communities and civil societies are mobilized: WHO Executive Director Dr Michael J Ryan #Coronavirus https://t.co/3yyDh7CBbB

    — ANI (@ANI) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জনসংখ্যার কথা মাথায় রেখে WHO-র এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান বলেন, ‘‘চিনের মতো ভারত জনবহুল একটি দেশ এবং ঘনবসতিপূর্ণ বৃহৎ দেশগুলিতে কোরোনার কী প্রভাব পড়ে তার উপর COVID-19 এর ভবিষ্যত নির্ধারিত হবে ৷ জনস্বাস্থ্য স্তরে ভারতের আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করা ও তা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’

দিল্লি, 24 মার্চ: কোরোনা প্রতিরোধে ভারতকে মনোবল জোগাতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ WHO-র এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান বলেন, ‘‘ভারত এর আগে দুটি নিঃশব্দ ঘাতক-স্মল পক্স ও পোলিওকে নিরাময় করতে সফল হয়েছে ৷ ভারতের অভাবনীয় ক্ষমতা রয়েছে, যখন কোনও ক্ষেত্রে সমগ্র নাগরিক সমাজকে একত্রিত করা হয় তখন সমস্ত দেশ যেকোনও প্রতিকূল পরিস্থিতি রুখতে ক্ষমতাবান হয়ে ওঠে ৷’’

চিন ধীরে ধীরে কোরোনা মুক্ত হতে চললেও ভারতে কোরোনার প্রভাব বেড়ে চলেছে ৷ জনসংখ্যার দিক থেকে চিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তাই ভারতে কোরোনা প্রতিরোধে যদি সঠিক পদক্ষেপ না করা হয়, তাহলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে ৷ ইতিমধ্যে ভারতের 30টি রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে ৷

  • India led the world in eradicating two silent killers - Small Pox and Polio. India has tremendous capacities, all countries have tremendous capacities when communities and civil societies are mobilized: WHO Executive Director Dr Michael J Ryan #Coronavirus https://t.co/3yyDh7CBbB

    — ANI (@ANI) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জনসংখ্যার কথা মাথায় রেখে WHO-র এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান বলেন, ‘‘চিনের মতো ভারত জনবহুল একটি দেশ এবং ঘনবসতিপূর্ণ বৃহৎ দেশগুলিতে কোরোনার কী প্রভাব পড়ে তার উপর COVID-19 এর ভবিষ্যত নির্ধারিত হবে ৷ জনস্বাস্থ্য স্তরে ভারতের আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করা ও তা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.