ETV Bharat / bharat

ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, ভুল শুধরে জানাল WHO - কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে পৌঁছায়নি ভারত

এই মুহূর্তে দেশে 6,412 জন কোরোনায় আক্রান্ত । 199 জনের মৃত্যু হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 33 জনের । বিশেষজ্ঞদের মতে, এখনও গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি ভারত ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 10, 2020, 4:33 PM IST

Updated : Apr 10, 2020, 5:07 PM IST

দিল্লি, 10 এপ্রিল : কোরোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্টে দেশগুলির যে বিবরণ দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের পর্যায় রয়েছে ভারত । কিন্তু সেই বিবরণে ত্রুটি রয়েছে বলে জানাল WHO । তাদের তরফে জানানো হয়, এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি ভারত । কোরোনা সংক্রমণ বাড়ছে। কোনও এলাকা বা ব্যক্তি ভিত্তিতে একগুচ্ছ নতুন সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে ঠিকই, তবে এটি গোষ্ঠী সংক্রমণ নয় ।

এই মুহূর্তে দেশে 6,412 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । 199 জনের মৃত্যু হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 33 জনের । তবে এটিকে কোরোনা সংক্রমণের চতুর্থ পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ হিসেবে মানছে না স্বাস্থ্য মন্ত্রক ।

দেশে সংক্রমণের সংখ্যা বাড়লেও বিশেষজ্ঞদের মতে, 21 দিনের এই লকডাউন মারণ ভাইরাসের সংক্রমণের গতি অনেকটাই কমিয়েছে । এমনকী আজ সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, "এখনও পর্যন্ত এদেশে গোষ্ঠী সংক্রমণের কোনও লক্ষণ ধরা পড়েনি । প্রায় 600টি জেলার মধ্যে 400টি জেলায় কোরোনার কোনও প্রভাব নেই । তবে 133টি জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। সেগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ।"

WHO-র তরফে যে রিপোর্ট দেওয়া হয় তাতে কোরোনা সংক্রমণের কয়েকটি পর্যায় উল্লেখ করা হয় । প্রথম পর্যায়- যখন কোনও কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় না । দ্বিতীয় পর্যায়- বিচ্ছিন্নভাবে কোনও সংক্রমণ হয়, যা নিয়মিত নয় । তৃতীয় পর্যায়- যখন একসঙ্গে এলাকা ভিত্তিতে একগুচ্ছে নতুন সংক্রমণের হদিশ মেলে আর চতুর্থ পর্যায় হল গোষ্ঠী সংক্রমণ । WHO-র মতে, যখন কোনও দেশে প্রচুর মাত্রায় সংক্রমণ বাড়বে, কোনও নির্দিষ্ট সংক্রমণ চেন বা উৎস খুঁজে পাওয়া যাবে না এবং নানা এলাকায় প্রচুর মাত্রায় এই ভাইরাস ছড়িয়ে পড়বে, তখন এই পরিস্থিতিকে গোষ্ঠী সংক্রমণ বলা যাবে। এককথায় যখন স্থানীয় স্তরে সংক্রমণ ভয়াবহ রূপ নেয় তখনই গোষ্ঠী সংক্রমণ দেখা যায় ।

ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণ সংক্রান্ত বিষয়ে নিজেদের রিপোর্ট সংশোধন করেছে WHO । তাদের তরফে জানানো হয়, "এই ভুল শুধরে নেওয়া হয়েছে। ভারত এই পর্যায়ে পৌঁছায়নি ।"

এবিষয়ে, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, "যখন দেশে কোনও চেন বা উৎস ছাড়াই 20-30 শতাংশ সংক্রমণ দেখা যাবে তখন সেই পর্যায়কে গোষ্ঠী সংক্রমণ বলা যাবে । তবে ভারত এই মুহূর্তে সেই পর্যায়ে নেই । যদি ভারত গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে প্রবেশ করে, তাহলে আমরা সেই বিষয়টি জানাব । এতে লুকানোর কিছু নেই ।"

দিল্লি, 10 এপ্রিল : কোরোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্টে দেশগুলির যে বিবরণ দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের পর্যায় রয়েছে ভারত । কিন্তু সেই বিবরণে ত্রুটি রয়েছে বলে জানাল WHO । তাদের তরফে জানানো হয়, এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি ভারত । কোরোনা সংক্রমণ বাড়ছে। কোনও এলাকা বা ব্যক্তি ভিত্তিতে একগুচ্ছ নতুন সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে ঠিকই, তবে এটি গোষ্ঠী সংক্রমণ নয় ।

এই মুহূর্তে দেশে 6,412 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । 199 জনের মৃত্যু হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 33 জনের । তবে এটিকে কোরোনা সংক্রমণের চতুর্থ পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ হিসেবে মানছে না স্বাস্থ্য মন্ত্রক ।

দেশে সংক্রমণের সংখ্যা বাড়লেও বিশেষজ্ঞদের মতে, 21 দিনের এই লকডাউন মারণ ভাইরাসের সংক্রমণের গতি অনেকটাই কমিয়েছে । এমনকী আজ সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, "এখনও পর্যন্ত এদেশে গোষ্ঠী সংক্রমণের কোনও লক্ষণ ধরা পড়েনি । প্রায় 600টি জেলার মধ্যে 400টি জেলায় কোরোনার কোনও প্রভাব নেই । তবে 133টি জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। সেগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ।"

WHO-র তরফে যে রিপোর্ট দেওয়া হয় তাতে কোরোনা সংক্রমণের কয়েকটি পর্যায় উল্লেখ করা হয় । প্রথম পর্যায়- যখন কোনও কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় না । দ্বিতীয় পর্যায়- বিচ্ছিন্নভাবে কোনও সংক্রমণ হয়, যা নিয়মিত নয় । তৃতীয় পর্যায়- যখন একসঙ্গে এলাকা ভিত্তিতে একগুচ্ছে নতুন সংক্রমণের হদিশ মেলে আর চতুর্থ পর্যায় হল গোষ্ঠী সংক্রমণ । WHO-র মতে, যখন কোনও দেশে প্রচুর মাত্রায় সংক্রমণ বাড়বে, কোনও নির্দিষ্ট সংক্রমণ চেন বা উৎস খুঁজে পাওয়া যাবে না এবং নানা এলাকায় প্রচুর মাত্রায় এই ভাইরাস ছড়িয়ে পড়বে, তখন এই পরিস্থিতিকে গোষ্ঠী সংক্রমণ বলা যাবে। এককথায় যখন স্থানীয় স্তরে সংক্রমণ ভয়াবহ রূপ নেয় তখনই গোষ্ঠী সংক্রমণ দেখা যায় ।

ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণ সংক্রান্ত বিষয়ে নিজেদের রিপোর্ট সংশোধন করেছে WHO । তাদের তরফে জানানো হয়, "এই ভুল শুধরে নেওয়া হয়েছে। ভারত এই পর্যায়ে পৌঁছায়নি ।"

এবিষয়ে, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, "যখন দেশে কোনও চেন বা উৎস ছাড়াই 20-30 শতাংশ সংক্রমণ দেখা যাবে তখন সেই পর্যায়কে গোষ্ঠী সংক্রমণ বলা যাবে । তবে ভারত এই মুহূর্তে সেই পর্যায়ে নেই । যদি ভারত গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে প্রবেশ করে, তাহলে আমরা সেই বিষয়টি জানাব । এতে লুকানোর কিছু নেই ।"

Last Updated : Apr 10, 2020, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.