ETV Bharat / bharat

শপথের সময় 'আই' বলতে ভুলে গেলেন 2 মন্ত্রী - taking oath

শপথগ্রহণের প্রথমে আই (I) বলতে ভুলে গেলেন মনসুখলাল মাণ্ডাবিয়া এবং ফগন সিং কুলস্তে ।

ফগন সিং কুলস্তে
author img

By

Published : May 31, 2019, 10:01 AM IST

দিল্লি, 31 মে : শুরুটা করতে হয় নিজের কথা উল্লেখ করে । বলতে হয়, 'আই'। যে কোনও শপথের ক্ষেত্রেই এটাই দস্তুর । আর এখানেই ভুল করে ফেললেন মনসুখলাল মাণ্ডাবিয়া এবং ফগন সিং কুলস্তে । প্রথম জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী । দ্বিতীয় জন ফগন সিং কুলস্তে । দু'জনই দু'বার নিজের কথা বলতে 'ভুলে' গেলেন । আর সেই ছবি মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল ।

এখানেই শেষ নয় । রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেলেন রাওসাহেব দানবে । কিন্তু, যে ভাবে বার বার থমকালেন তা দেখে মোদির চোখে-মুখেও হয়তো বিরক্তির ছাপ স্পষ্ট । আবার তিনি শপথ শেষ করলেন 'ভারত মাতা কি জয়' বলে ।

রাওসাহেব ছাড়াও শপথ পাঠের সময় থমকাতে দেখা গেল আরও বেশ কয়েকজনকে । যেমন নিত্যানন্দ রায় বেশ কয়েকবার থমকালেন । আবার রতনলাল কাটারিয়ার ভুল তো ঠিক করে দিলেন স্বয়ং রাষ্ট্রপতিই ।

দিল্লি, 31 মে : শুরুটা করতে হয় নিজের কথা উল্লেখ করে । বলতে হয়, 'আই'। যে কোনও শপথের ক্ষেত্রেই এটাই দস্তুর । আর এখানেই ভুল করে ফেললেন মনসুখলাল মাণ্ডাবিয়া এবং ফগন সিং কুলস্তে । প্রথম জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী । দ্বিতীয় জন ফগন সিং কুলস্তে । দু'জনই দু'বার নিজের কথা বলতে 'ভুলে' গেলেন । আর সেই ছবি মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল ।

এখানেই শেষ নয় । রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেলেন রাওসাহেব দানবে । কিন্তু, যে ভাবে বার বার থমকালেন তা দেখে মোদির চোখে-মুখেও হয়তো বিরক্তির ছাপ স্পষ্ট । আবার তিনি শপথ শেষ করলেন 'ভারত মাতা কি জয়' বলে ।

রাওসাহেব ছাড়াও শপথ পাঠের সময় থমকাতে দেখা গেল আরও বেশ কয়েকজনকে । যেমন নিত্যানন্দ রায় বেশ কয়েকবার থমকালেন । আবার রতনলাল কাটারিয়ার ভুল তো ঠিক করে দিলেন স্বয়ং রাষ্ট্রপতিই ।

Shopian (Jammu and Kashmir), May 31 (ANI): An encounter broke out between security forces and terrorists. The exchange of fire is being held in Dragad Sugan area of Shopian district. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.