ETV Bharat / bharat

"এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু" - জানা অজানায়

এ-জায়গা দুর্বল হৃদয়ের কোনও মানুষের জন্য নয় । ঢোকার মুখে বড় বড় অক্ষরে কিছু একটা লেখা রয়েছে । ফরাসি ভাষায় । বাংলা করলে মানে দাড়ায় কিছুটা এরকম, "এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু হয় "।

মৃতদের সাম্রাজ্য
মৃতদের সাম্রাজ্য
author img

By

Published : Aug 28, 2020, 7:00 AM IST

প্যারিস । নামটা শুনলে প্রথমেই যেটা চোখে ভাসে... ভালোবাসার শহর । আইফেল টাওয়ার । মধুচন্দ্রিমা । আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে সবুজ কার্পেটের মতো ঘাসের উপর প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো । শিন নদীর উপর ব্রিজের রেলিংয়ে ঝোলানো কাছের মানুষটির নাম লেখা তালা । ক্যামেরাবন্দী পিকচার পারফেক্ট কিছু মুহূর্ত । সবই আছে প্যারিসে । কিন্তু এ শহর শুধুই কি ভালোবাসার শহর ?

এই শহরে এমন জায়গাও রয়েছে যেখানে সবসময় একটা গা ছমছমে ব্যাপার । ক্যাটাকম্বস । রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেই এখানে যাওয়ার দুঃসাহস দেখান না অনেকেই । যেদিকে তাকাবেন, সেদিকেই কঙ্কাল । মানুষের কঙ্কাল । দু'দিকে সারি সারি সাজানো । মানুষের মাথার খুলি, হাড়গোড় সব দেওয়ালের গায়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা ।

What Lies Beneath the Streets of Paris
সারি সারি দিয়ে সাজানো মরাদের খুলি, হাড়গোড়

এ-জায়গা দুর্বল হৃদয়ের কোনও মানুষের জন্য নয় । প্রায় 800 হেক্টর এলাকাজুড়ে এই টানেল । রয়েছে 60 লাখ কঙ্কাল । ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় । পুরো টানেলটাকে গ্রাস করেছে অদ্ভুত একটা বিষাদাচ্ছন্নতা । কত জীবন যে এখানে এসে থমকে গেছে, তার হিসেব নেই ।

What Lies Beneath the Streets of Paris
ক্যাটাকম্বসের প্রবেশদ্বার : "এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু হয় "

প্যারিসের লাগোয়া ডেলফোর্ট । মেট্রোয় করে যেতে হয় । এই ডেলফোর্ট শহরেই রয়েছে এই নরকের প্রবেশদ্বার । ক্যাটাকম্বসে ঢোকার মুখে বড় বড় অক্ষরে কিছু একটা লেখা রয়েছে । ফরাসি ভাষায় । বাংলা করলে মানে দাড়ায় কিছুটা এরকম, "এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু হয় "।

What Lies Beneath the Streets of Paris
60 লাখ মানুষের সমাধি হয়েছে ক্যাটাকম্বসে

ক্যাটাকম্বস তৈরি হয়েছিল সতেরো থেকে আঠারোর শতকে । সেই সময়ে প্যারিসের সমস্ত কবরস্থান কানায় কানায় ভরে গেছিল । নতুন করে কবরস্থান তৈরির কোনও জায়গা ছিল না শহরে । সেই সময়ে একটি উপায় বের করেন স্থানীয় আধিকারিকরা । শহরের বাইরে তৈরি করা হয় এই টানেলটি । কেউ মারা গেলে, এই টানেলের মধ্যে তাঁকে ফেলে দেওয়া হত । বিশেষজ্ঞদের অনেকে বলেন, এই কাজটি শেষ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর ।

অনেকেই বলেন, এখানে নাকি তাঁরা সাদা রঙের ধোঁয়া দেখতে পেয়েছেন । অনেকে আবার বলেন, তাঁরা নাকি অদ্ভুত এক শক্তি অনুভব করেছেন সেখানে । তবে এইসবই শোনা কথা । কেউই এসবের কোনও কিছু প্রমাণ করতে পারেননি ।

তবে আপনি যদি প্রথমবার ক্যাটাকম্বসে যান, গাইড কিন্তু অবশ্যই নেবেন । প্যারিস শহরের নিচে অনেক টানেল রয়েছে । ক্যাটাকম্বস যে টানেলে রয়েছে, সেটির ব্যাপ্তি প্রায় 300 কিলোমিটার । আর টানেলটি ভুলভুলাইয়ার মতো । সুতরাং, খুব সাবধান । একটি ভুল বাঁক । আর আপনি চিরতরে হারিয়ে যেতে পারেন টানেলের ভিতরে । 1793 সালে এক ব্যক্তি ক্যাটাকম্বসে হারিয়ে গেছিলেন । 11 বছর পর তাঁর দেহ উদ্ধার হয়েছিল । যেটা সবথেকে দুঃখের, টানেল থেকে বাইরে যাওয়ার রাস্তার খুব কাছেই পড়ে ছিল তাঁর দেহটি । অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করেও তিনি বেরোনোর পথ পাননি ।

What Lies Beneath the Streets of Paris
ক্যাটাকম্বসের নকশা, এখনও অনেক জায়গারই বর্ণনা নেই ম্যাপে

সুরঙ্গের একটি ম্যাপ আছে বটে । কিন্তু সেই নকশাতে সুরঙ্গের বেশিরভাগ অংশেরই কোনও বর্ণনা পাওয়া যায় না । ফ্রান্সের সরকার তাই সীমিত কিছু এলাকা বাদে ক্যাটাকম্বসের বেশিরভাগ জায়গায় প্রবেশ সাধারণের জন্য বন্ধ করে দিয়েছে । নিয়ম ভাঙলে কড়া শাস্তিও রয়েছে ।

প্যারিস । নামটা শুনলে প্রথমেই যেটা চোখে ভাসে... ভালোবাসার শহর । আইফেল টাওয়ার । মধুচন্দ্রিমা । আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে সবুজ কার্পেটের মতো ঘাসের উপর প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো । শিন নদীর উপর ব্রিজের রেলিংয়ে ঝোলানো কাছের মানুষটির নাম লেখা তালা । ক্যামেরাবন্দী পিকচার পারফেক্ট কিছু মুহূর্ত । সবই আছে প্যারিসে । কিন্তু এ শহর শুধুই কি ভালোবাসার শহর ?

এই শহরে এমন জায়গাও রয়েছে যেখানে সবসময় একটা গা ছমছমে ব্যাপার । ক্যাটাকম্বস । রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেই এখানে যাওয়ার দুঃসাহস দেখান না অনেকেই । যেদিকে তাকাবেন, সেদিকেই কঙ্কাল । মানুষের কঙ্কাল । দু'দিকে সারি সারি সাজানো । মানুষের মাথার খুলি, হাড়গোড় সব দেওয়ালের গায়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা ।

What Lies Beneath the Streets of Paris
সারি সারি দিয়ে সাজানো মরাদের খুলি, হাড়গোড়

এ-জায়গা দুর্বল হৃদয়ের কোনও মানুষের জন্য নয় । প্রায় 800 হেক্টর এলাকাজুড়ে এই টানেল । রয়েছে 60 লাখ কঙ্কাল । ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় । পুরো টানেলটাকে গ্রাস করেছে অদ্ভুত একটা বিষাদাচ্ছন্নতা । কত জীবন যে এখানে এসে থমকে গেছে, তার হিসেব নেই ।

What Lies Beneath the Streets of Paris
ক্যাটাকম্বসের প্রবেশদ্বার : "এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু হয় "

প্যারিসের লাগোয়া ডেলফোর্ট । মেট্রোয় করে যেতে হয় । এই ডেলফোর্ট শহরেই রয়েছে এই নরকের প্রবেশদ্বার । ক্যাটাকম্বসে ঢোকার মুখে বড় বড় অক্ষরে কিছু একটা লেখা রয়েছে । ফরাসি ভাষায় । বাংলা করলে মানে দাড়ায় কিছুটা এরকম, "এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু হয় "।

What Lies Beneath the Streets of Paris
60 লাখ মানুষের সমাধি হয়েছে ক্যাটাকম্বসে

ক্যাটাকম্বস তৈরি হয়েছিল সতেরো থেকে আঠারোর শতকে । সেই সময়ে প্যারিসের সমস্ত কবরস্থান কানায় কানায় ভরে গেছিল । নতুন করে কবরস্থান তৈরির কোনও জায়গা ছিল না শহরে । সেই সময়ে একটি উপায় বের করেন স্থানীয় আধিকারিকরা । শহরের বাইরে তৈরি করা হয় এই টানেলটি । কেউ মারা গেলে, এই টানেলের মধ্যে তাঁকে ফেলে দেওয়া হত । বিশেষজ্ঞদের অনেকে বলেন, এই কাজটি শেষ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর ।

অনেকেই বলেন, এখানে নাকি তাঁরা সাদা রঙের ধোঁয়া দেখতে পেয়েছেন । অনেকে আবার বলেন, তাঁরা নাকি অদ্ভুত এক শক্তি অনুভব করেছেন সেখানে । তবে এইসবই শোনা কথা । কেউই এসবের কোনও কিছু প্রমাণ করতে পারেননি ।

তবে আপনি যদি প্রথমবার ক্যাটাকম্বসে যান, গাইড কিন্তু অবশ্যই নেবেন । প্যারিস শহরের নিচে অনেক টানেল রয়েছে । ক্যাটাকম্বস যে টানেলে রয়েছে, সেটির ব্যাপ্তি প্রায় 300 কিলোমিটার । আর টানেলটি ভুলভুলাইয়ার মতো । সুতরাং, খুব সাবধান । একটি ভুল বাঁক । আর আপনি চিরতরে হারিয়ে যেতে পারেন টানেলের ভিতরে । 1793 সালে এক ব্যক্তি ক্যাটাকম্বসে হারিয়ে গেছিলেন । 11 বছর পর তাঁর দেহ উদ্ধার হয়েছিল । যেটা সবথেকে দুঃখের, টানেল থেকে বাইরে যাওয়ার রাস্তার খুব কাছেই পড়ে ছিল তাঁর দেহটি । অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করেও তিনি বেরোনোর পথ পাননি ।

What Lies Beneath the Streets of Paris
ক্যাটাকম্বসের নকশা, এখনও অনেক জায়গারই বর্ণনা নেই ম্যাপে

সুরঙ্গের একটি ম্যাপ আছে বটে । কিন্তু সেই নকশাতে সুরঙ্গের বেশিরভাগ অংশেরই কোনও বর্ণনা পাওয়া যায় না । ফ্রান্সের সরকার তাই সীমিত কিছু এলাকা বাদে ক্যাটাকম্বসের বেশিরভাগ জায়গায় প্রবেশ সাধারণের জন্য বন্ধ করে দিয়েছে । নিয়ম ভাঙলে কড়া শাস্তিও রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.