ETV Bharat / bharat

আজ কী কী হল অযোধ্যায় , দেখে নিন একনজরে

author img

By

Published : Aug 5, 2020, 8:53 AM IST

Updated : Aug 5, 2020, 5:02 PM IST

Ram Temple
রামমন্দির

14:09 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

  • বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

14:08 August 05

  • মন্দির তৈরির পর অর্থনৈতিক পরিবর্তন হবে ।

14:08 August 05

  • এই রামমন্দির রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হবে ।

14:07 August 05

  • আজকের দিন ত্যাগ ও তপস্যার প্রতীক ।

13:44 August 05

  • সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল : প্রধানমন্ত্রী

13:43 August 05

  • রামভক্তদের শুভেচ্ছা : মোদি

13:35 August 05

  • রাম-সীতাকে স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী ।

13:24 August 05

  • বক্তব্য রাখেন মোহন্ত নৃত্যগোপাল দাস ।

13:14 August 05

  • বক্তব্য রাখেন RSS প্রধান মোহন ভাগবত ।

13:01 August 05

  • 500 বছর লড়াইয়ের পর স্বপ্নপূরণ , বলেন যোগী আদিত্যনাথ ।

12:54 August 05

  • मर्यादा पुरुषोत्तम भगवान राम सर्वोत्तम मानवीय गुणों का स्वरूप हैं। वे हमारे मन की गहराइयों में बसी मानवता की मूल भावना हैं।

    राम प्रेम हैं
    वे कभी घृणा में प्रकट नहीं हो सकते

    राम करुणा हैं
    वे कभी क्रूरता में प्रकट नहीं हो सकते

    राम न्याय हैं
    वे कभी अन्याय में प्रकट नहीं हो सकते।

    — Rahul Gandhi (@RahulGandhi) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • প্রধান শিলা সহ আরও নয়টি শিলা পুজো করেন নরেন্দ্র মোদি ।

12:42 August 05

  • রুপোর প্রধান শিলা পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:40 August 05

  • অযোধ্যায় ভূমিপুজো শুরুর আগে তামিলনাড়ুর BJP-র দলীয় কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন কর্মীদের ।

12:39 August 05

  • ভূমিপুজোর শুরুতেই গনেশ পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:12 August 05

ভূমিপুজোয় প্রধানমন্ত্রী

শুরু হয় ভূমিপুজো ।

12:10 August 05

  • ভূমিপুজোর আগে পারিজাত চারা লাগান প্রধানমন্ত্রী ।

12:09 August 05

  • হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরিয়ে স্বাগত জানান প্রধান পুরোহিত গদ্দিনসিন প্রেমদাস মহারাজ ।

12:01 August 05

রামলালাকে সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর । 

11:56 August 05

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ

হনুমানগড়ি মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী ।

11:42 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । আজ বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , যোগী আদিত্যনাথ ।

  • হনুমানগড়ি মন্দিরের যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ।

11:34 August 05

  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ ।

11:32 August 05

অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

11:24 August 05

  • Wo Ram jo Dasrath ka beta,
    Wohi Ram jo ghat ghat me leta,
    Wohi Ram jo sagal pasara,
    Wohi Ram jo sabse nyara.
    Whatever may be the Color of the Cow, the Milk is always White,
    whatever may be the name of the Religion,
    the Essence is always #Humanism.

    — Adhir Chowdhury (@adhirrcinc) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় পৌঁছান RSS চিফ মোহন ভাগবত ।

11:19 August 05

  • হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান
    একে অপরের ভাই-ভাই!
    আমার ভারত মহান,
    মহান আমার হিন্দুস্তান!

    আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো। (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10:57 August 05

  • অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রী মোদীকে উপহার দেওয়া হয় পাগড়ি এবং রুপোর মুকুট ।

10:43 August 05

লখনউ পৌঁছান প্রধানমন্ত্রী । 

10:24 August 05

  • मैं मर्यादा पुरुषोत्तम राम की मर्यादा से बँधी हूँ । मुझे रामजन्मभूमी न्यास के वरिष्ठ अधिकारी ने शिलान्यास स्थली पर उपस्थित रहने का निर्देश दिया है । इसलिये मैं इस कार्यक्रम में उपस्थित रहूँगी । #RamMandirBhumiPujan

    — Uma Bharti (@umasribharti) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • অযোধ্যায় পৌঁছান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , BJP-র সর্বভারতীয় সহ সভাপতি উমা ভারতী  ।

10:06 August 05

মন্দিরের ভিতরে রামলালার মূর্তি
  • ভূমিপুজোর আগে 'পারিজাত' চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী ।

10:01 August 05

  • Matters of Faith

    some moments
    in history
    are destined
    seed

    the future
    course
    of our
    Nation’s creed

    — Kapil Sibal (@KapilSibal) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

09:36 August 05

  • অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

09:14 August 05

Ram Temple
ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত ভারতীয় প্রবাসীরা
  • রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে অ্যামেরিকার ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত করে ভারতীয় প্রবাসীরা ।

08:53 August 05

  • হনুমানগড়ি মন্দিরে শুরু হয়েছিল স্যানিটাইজ়েশন । নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর ।

06:07 August 05

Ram Temple
সেজে উঠেছে সরযূ ঘাট
  • রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে সেজে উঠেছে সরযূর ঘাট ।

14:09 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

  • বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

14:08 August 05

  • মন্দির তৈরির পর অর্থনৈতিক পরিবর্তন হবে ।

14:08 August 05

  • এই রামমন্দির রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হবে ।

14:07 August 05

  • আজকের দিন ত্যাগ ও তপস্যার প্রতীক ।

13:44 August 05

  • সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল : প্রধানমন্ত্রী

13:43 August 05

  • রামভক্তদের শুভেচ্ছা : মোদি

13:35 August 05

  • রাম-সীতাকে স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী ।

13:24 August 05

  • বক্তব্য রাখেন মোহন্ত নৃত্যগোপাল দাস ।

13:14 August 05

  • বক্তব্য রাখেন RSS প্রধান মোহন ভাগবত ।

13:01 August 05

  • 500 বছর লড়াইয়ের পর স্বপ্নপূরণ , বলেন যোগী আদিত্যনাথ ।

12:54 August 05

  • मर्यादा पुरुषोत्तम भगवान राम सर्वोत्तम मानवीय गुणों का स्वरूप हैं। वे हमारे मन की गहराइयों में बसी मानवता की मूल भावना हैं।

    राम प्रेम हैं
    वे कभी घृणा में प्रकट नहीं हो सकते

    राम करुणा हैं
    वे कभी क्रूरता में प्रकट नहीं हो सकते

    राम न्याय हैं
    वे कभी अन्याय में प्रकट नहीं हो सकते।

    — Rahul Gandhi (@RahulGandhi) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • প্রধান শিলা সহ আরও নয়টি শিলা পুজো করেন নরেন্দ্র মোদি ।

12:42 August 05

  • রুপোর প্রধান শিলা পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:40 August 05

  • অযোধ্যায় ভূমিপুজো শুরুর আগে তামিলনাড়ুর BJP-র দলীয় কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন কর্মীদের ।

12:39 August 05

  • ভূমিপুজোর শুরুতেই গনেশ পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:12 August 05

ভূমিপুজোয় প্রধানমন্ত্রী

শুরু হয় ভূমিপুজো ।

12:10 August 05

  • ভূমিপুজোর আগে পারিজাত চারা লাগান প্রধানমন্ত্রী ।

12:09 August 05

  • হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরিয়ে স্বাগত জানান প্রধান পুরোহিত গদ্দিনসিন প্রেমদাস মহারাজ ।

12:01 August 05

রামলালাকে সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর । 

11:56 August 05

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ

হনুমানগড়ি মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী ।

11:42 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । আজ বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , যোগী আদিত্যনাথ ।

  • হনুমানগড়ি মন্দিরের যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ।

11:34 August 05

  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ ।

11:32 August 05

অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

11:24 August 05

  • Wo Ram jo Dasrath ka beta,
    Wohi Ram jo ghat ghat me leta,
    Wohi Ram jo sagal pasara,
    Wohi Ram jo sabse nyara.
    Whatever may be the Color of the Cow, the Milk is always White,
    whatever may be the name of the Religion,
    the Essence is always #Humanism.

    — Adhir Chowdhury (@adhirrcinc) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় পৌঁছান RSS চিফ মোহন ভাগবত ।

11:19 August 05

  • হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান
    একে অপরের ভাই-ভাই!
    আমার ভারত মহান,
    মহান আমার হিন্দুস্তান!

    আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো। (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10:57 August 05

  • অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রী মোদীকে উপহার দেওয়া হয় পাগড়ি এবং রুপোর মুকুট ।

10:43 August 05

লখনউ পৌঁছান প্রধানমন্ত্রী । 

10:24 August 05

  • मैं मर्यादा पुरुषोत्तम राम की मर्यादा से बँधी हूँ । मुझे रामजन्मभूमी न्यास के वरिष्ठ अधिकारी ने शिलान्यास स्थली पर उपस्थित रहने का निर्देश दिया है । इसलिये मैं इस कार्यक्रम में उपस्थित रहूँगी । #RamMandirBhumiPujan

    — Uma Bharti (@umasribharti) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • অযোধ্যায় পৌঁছান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , BJP-র সর্বভারতীয় সহ সভাপতি উমা ভারতী  ।

10:06 August 05

মন্দিরের ভিতরে রামলালার মূর্তি
  • ভূমিপুজোর আগে 'পারিজাত' চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী ।

10:01 August 05

  • Matters of Faith

    some moments
    in history
    are destined
    seed

    the future
    course
    of our
    Nation’s creed

    — Kapil Sibal (@KapilSibal) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

09:36 August 05

  • অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

09:14 August 05

Ram Temple
ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত ভারতীয় প্রবাসীরা
  • রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে অ্যামেরিকার ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত করে ভারতীয় প্রবাসীরা ।

08:53 August 05

  • হনুমানগড়ি মন্দিরে শুরু হয়েছিল স্যানিটাইজ়েশন । নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর ।

06:07 August 05

Ram Temple
সেজে উঠেছে সরযূ ঘাট
  • রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে সেজে উঠেছে সরযূর ঘাট ।
Last Updated : Aug 5, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.