কলকাতা, 30 অগাস্ট : 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' পেল স্কচ অ্যাওয়ার্ড৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এটি ৷ আজ সকালে এই বিষয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে লেখেন , 'আমি গর্বিত ৷ একটি অসাধারণ মুহূর্ত ৷ বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে ৷'
গতকাল (বৃহস্পতিবার ) দিল্লিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই সম্মানটি পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী এই কৃতিত্বের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি আরও লেখেন, আমাদের রাজ্য সরকার এর আগেও একাধিক স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে৷ 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের জন্য 'স্কিল গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে রাজ্য ৷ 2018 সালে নানা বিভাগে সর্বোচ্চ সংখ্যার স্কচ অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গ ৷
-
I am very happy and proud to share a wonderful development. #Bangla ‘s Health & Family Welfare Department has won the Skoch Award (Governance Gold category) for its project on "Waiting huts for pregnant women" pic.twitter.com/9fc0hHSHz3
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am very happy and proud to share a wonderful development. #Bangla ‘s Health & Family Welfare Department has won the Skoch Award (Governance Gold category) for its project on "Waiting huts for pregnant women" pic.twitter.com/9fc0hHSHz3
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2019I am very happy and proud to share a wonderful development. #Bangla ‘s Health & Family Welfare Department has won the Skoch Award (Governance Gold category) for its project on "Waiting huts for pregnant women" pic.twitter.com/9fc0hHSHz3
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2019
রাজ্যের বিদ্যুৎ সংস্থা 2018 সালের ডিসেম্বর মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পায় ৷ সৌন্দর্যায়ন প্রকল্পে 2018 সালের জুন মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পেয়েছিল বাংলা । মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খাদ্যসাথী' প্রকল্পও পেয়েছিল জাতীয় স্তরের এই সম্মান ৷