ETV Bharat / bharat

স্কচ অ্যাওয়ার্ড পেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ; শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সকালে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন রাজ্য সরকারের প্রকল্প 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড ৷

স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ
author img

By

Published : Aug 30, 2019, 11:58 AM IST

কলকাতা, 30 অগাস্ট : 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' পেল স্কচ অ্যাওয়ার্ড৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এটি ৷ আজ সকালে এই বিষয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে লেখেন , 'আমি গর্বিত ৷ একটি অসাধারণ মুহূর্ত ৷ বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে ৷'

গতকাল (বৃহস্পতিবার ) দিল্লিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই সম্মানটি পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী এই কৃতিত্বের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি আরও লেখেন, আমাদের রাজ্য সরকার এর আগেও একাধিক স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে৷ 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের জন্য 'স্কিল গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে রাজ্য ৷ 2018 সালে নানা বিভাগে সর্বোচ্চ সংখ্যার স্কচ অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গ ৷

  • I am very happy and proud to share a wonderful development. #Bangla ‘s Health & Family Welfare Department has won the Skoch Award (Governance Gold category) for its project on "Waiting huts for pregnant women" pic.twitter.com/9fc0hHSHz3

    — Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের বিদ্যুৎ সংস্থা 2018 সালের ডিসেম্বর মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পায় ৷ সৌন্দর্যায়ন প্রকল্পে 2018 সালের জুন মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পেয়েছিল বাংলা । মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খাদ্যসাথী' প্রকল্পও পেয়েছিল জাতীয় স্তরের এই সম্মান ৷

কলকাতা, 30 অগাস্ট : 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' পেল স্কচ অ্যাওয়ার্ড৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এটি ৷ আজ সকালে এই বিষয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে লেখেন , 'আমি গর্বিত ৷ একটি অসাধারণ মুহূর্ত ৷ বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 'ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন' প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে ৷'

গতকাল (বৃহস্পতিবার ) দিল্লিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই সম্মানটি পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী এই কৃতিত্বের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি আরও লেখেন, আমাদের রাজ্য সরকার এর আগেও একাধিক স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে৷ 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের জন্য 'স্কিল গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে রাজ্য ৷ 2018 সালে নানা বিভাগে সর্বোচ্চ সংখ্যার স্কচ অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গ ৷

  • I am very happy and proud to share a wonderful development. #Bangla ‘s Health & Family Welfare Department has won the Skoch Award (Governance Gold category) for its project on "Waiting huts for pregnant women" pic.twitter.com/9fc0hHSHz3

    — Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের বিদ্যুৎ সংস্থা 2018 সালের ডিসেম্বর মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পায় ৷ সৌন্দর্যায়ন প্রকল্পে 2018 সালের জুন মাসে 'স্কচ অ্যাওয়ার্ড' পেয়েছিল বাংলা । মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খাদ্যসাথী' প্রকল্পও পেয়েছিল জাতীয় স্তরের এই সম্মান ৷

Bhubaneswar (Odisha), Aug 30 (ANI): The 41st edition of 'Barsha' concluded with great pomp and show in Odisha's Bhubaneshwar on August 29. It was organised by Chinta o chetana, a Socio-Cultural Organisation of Odisha. The event was held at Rabindra Mandap. The Chief Guest on the occasion was Minister for Higher Education and Agriculture Arun Kumar Sahoo, Jnanpith awardee Prativa Ray and state secretary of Chinta O Chetana Surendra Das among others. 'Barsha' was a 3-day cultural festival. During the three-day event, the audience was held spellbound with the Odissi performances.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.