ETV Bharat / bharat

ভোট থাকায় আজ ফণীর রিভিউ বৈঠক সম্ভব নয়, জানাল রাজ্য - odisha

ফণী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠক আজই সম্ভব নয় বলে জানালো নবান্ন ।

ফাইল ফোটো
author img

By

Published : May 6, 2019, 1:39 PM IST

দিল্লি ও কলকাতা, 6 মে : ফণী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠক আজই সম্ভব নয় বলে জানালো নবান্ন । PMO সূত্রে জানা গেছে, ফণীর রিভিউ বৈঠক নিয়ে তারা নবান্নে ফোন করেছিল । পাঠানো হয়েছিল চিঠিও । বলা হয়েছিল, ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন । কিন্তু নবান্নের তরফে PMO-কে জানিয়ে দেওয়া হয় আজ বৈঠক সম্ভব নয় ।

ফণী পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ভুবনেশ্বরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভুবনেশ্বরের পাশাপাশি ফণী যেহেতু পশ্চিমবঙ্গেও তাণ্ডব চালিয়েছে তাই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমনমন্ত্রী বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে । বিষয়টি জানিয়ে নবান্নে PMO-র তরফ থেকে চিঠি পাঠানো হয় । ফোনও করা হয় । কিন্তু আজ বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নবান্ন ।

নবান্ন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গে ভোট থাকায় সরকারি আমলারা এবং আধিকারিকরা ব্যস্ত । অনেকেই আছেন ভোটের ডিউটিতে । ফলে বৈঠকটি আজ কোনওভাবেই সম্ভব নয় । নবান্নের তরফ থেকে পাঠানো পালটা চিঠিতে রাজ্য অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তর জানায়, "পশ্চিমবঙ্গে 6 তারিখ ভোট থাকায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সরকারি আধিকারিকরা দিনভর ব্যস্ত থাকবেন । ফলে বৈঠক আজ কোনওভাবেই সম্ভব নয় । "

PMO-র দাবি, রবিবার এই বৈঠকের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি । রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ওড়িশার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে PMO থেকে ফোন করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যপালকে ফোন করা হয়েছিল । যা ভালোভাবে নেয়নি নবান্ন ।

দিল্লি ও কলকাতা, 6 মে : ফণী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠক আজই সম্ভব নয় বলে জানালো নবান্ন । PMO সূত্রে জানা গেছে, ফণীর রিভিউ বৈঠক নিয়ে তারা নবান্নে ফোন করেছিল । পাঠানো হয়েছিল চিঠিও । বলা হয়েছিল, ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন । কিন্তু নবান্নের তরফে PMO-কে জানিয়ে দেওয়া হয় আজ বৈঠক সম্ভব নয় ।

ফণী পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ভুবনেশ্বরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভুবনেশ্বরের পাশাপাশি ফণী যেহেতু পশ্চিমবঙ্গেও তাণ্ডব চালিয়েছে তাই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমনমন্ত্রী বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে । বিষয়টি জানিয়ে নবান্নে PMO-র তরফ থেকে চিঠি পাঠানো হয় । ফোনও করা হয় । কিন্তু আজ বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নবান্ন ।

নবান্ন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গে ভোট থাকায় সরকারি আমলারা এবং আধিকারিকরা ব্যস্ত । অনেকেই আছেন ভোটের ডিউটিতে । ফলে বৈঠকটি আজ কোনওভাবেই সম্ভব নয় । নবান্নের তরফ থেকে পাঠানো পালটা চিঠিতে রাজ্য অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তর জানায়, "পশ্চিমবঙ্গে 6 তারিখ ভোট থাকায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সরকারি আধিকারিকরা দিনভর ব্যস্ত থাকবেন । ফলে বৈঠক আজ কোনওভাবেই সম্ভব নয় । "

PMO-র দাবি, রবিবার এই বৈঠকের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি । রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ওড়িশার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে PMO থেকে ফোন করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বদলে রাজ্যপালকে ফোন করা হয়েছিল । যা ভালোভাবে নেয়নি নবান্ন ।

Jaipur (Rajasthan), May 06 (ANI): Union Minister for Sports Rajyavardhan Singh Rathore and his wife Gayatri Rathore cast their vote in Jaipur. Voting for 5th phase of Lok Sabha elections is underway on 51 parliamentary constituencies across 7 states.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.