ETV Bharat / bharat

আত্মহত্যার নিরিখে দেশে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ - আত্মহত্যার নিরিখে দেশে তৃতীয় পশ্চিমবঙ্গ

তৃতীয় স্থানে হলেও গতবছরের তুলনায় এবছর রাজ্যে আত্মহত্যার হার অনেকটাই কমেছে । 2018 সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল 9.9 শতাংশ । এবছর তা কমে হয়েছে 9.1 শতাংশ ।

NCRB Report
ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো
author img

By

Published : Sep 3, 2020, 9:57 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিওরোর 2019 সালের রিপোর্ট । রিপোর্ট বলছে, দেশে বাড়ছে আত্মহত্যার সংখ্যা । 2018 সালের তুলনায় 2019 সালে 0.2 শতাংশ বেড়েছে আত্মহত্যার হার । 2018 সালে সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 516 । 2019 সালে তা বেড়ে হয়েছে 1 লাখ 39 হাজার 123 । অর্থাৎ, এক বছরে প্রায় হাজার পাঁচেক বেড়েছে আত্মহত্যার সংখ্যা ।

2019 সালের রিপোর্টে দেশে মোট আত্মহত্যার হার 10.4 শতাংশ । সেখানে শুধুমাত্র শহরাঞ্চলগুলিতে আত্মহত্যার হার 19.9 শতাংশ ।

NCRB-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । 13.6 শতাংশ । তারপরেই রয়েছে তামিলনাড়ুর স্থান । 9.7 শতাংশ । তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । রাজ্যে আত্মহত্যার হার 9.1 শতাংশ ।

তৃতীয় স্থানে হলেও গতবছরের তুলনায় এবছর রাজ্যে আত্মহত্যার হার অনেকটাই কমেছে । 2018 সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল 9.9 শতাংশ । এবছর তা কমে হয়েছে 9.1 শতাংশ । মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়া আত্মহত্যার নিরিখে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ ও কর্নাটক । 2019 সালের NCRB রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশ ও কর্নাটকে আত্মহত্যার হার যথাক্রমে 9 শতাংশ ও 8.1 শতাংশ ।

2019 সালের রিপোর্টে কৃষক ও দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা 42 হাজার 480 । শুধুমাত্র দিনমজুরদের আত্মহত্যার হার বেড়েছে প্রায় 8 শতাংশ । তবে কৃষক আত্মহত্যার সংখ্যা গত বছরের তুলনায় সামান্য হলেও কমেছে । 2018 সালে কৃষক আত্মহত্যার সংখ্যাটা ছিল 10 হাজার 357 । 2019 সালে তা কমে হয়েছে 10 হাজার 281 ।

আরও পড়ুন : ধর্ষণের ঘটনায় শীর্ষে মধ্যপ্রদেশ, বেড়েছে বেকারদের আত্মহত্যা

বিহার, পঞ্জাব, দমন ও দিউ, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আত্মহত্যার হার । বিহারে বেড়েছে 44.7 শতাংশ । পঞ্জাবে বেড়েছে 37.5 শতাংশ । দমন ও দিউ, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডে আত্মহত্যার হার বেড়েছে যথাক্রমে 31.4 শতাংশ, 25 শতাংশ ও 22.6 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, মেয়েদের ক্ষেত্রে যাঁদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি । 2018 সালে এই সংখ্যা ছিল 17 হাজার 930 । অন্যদিকে ছেলেদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি 30 থেকে 45 বছর বয়সিদের মধ্যে । রিপোর্ট অনুযায়ী, এই সংখ্যাটি 33 হাজার 518 ।

আরও পড়ুন : লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, সাহায্য চেয়ে মহিলা কমিশনে আর্জি

NCRB-র 2019 সালের রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে পারিবারিক অশান্তি । 2019 সালে 45 হাজার 140 জন আত্মহত্যা করেছেন শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরেই । গতবছর এই সংখ্যাটি ছিল 40 হাজার 935 ।

দিল্লি, 3 সেপ্টেম্বর : প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিওরোর 2019 সালের রিপোর্ট । রিপোর্ট বলছে, দেশে বাড়ছে আত্মহত্যার সংখ্যা । 2018 সালের তুলনায় 2019 সালে 0.2 শতাংশ বেড়েছে আত্মহত্যার হার । 2018 সালে সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 516 । 2019 সালে তা বেড়ে হয়েছে 1 লাখ 39 হাজার 123 । অর্থাৎ, এক বছরে প্রায় হাজার পাঁচেক বেড়েছে আত্মহত্যার সংখ্যা ।

2019 সালের রিপোর্টে দেশে মোট আত্মহত্যার হার 10.4 শতাংশ । সেখানে শুধুমাত্র শহরাঞ্চলগুলিতে আত্মহত্যার হার 19.9 শতাংশ ।

NCRB-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । 13.6 শতাংশ । তারপরেই রয়েছে তামিলনাড়ুর স্থান । 9.7 শতাংশ । তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । রাজ্যে আত্মহত্যার হার 9.1 শতাংশ ।

তৃতীয় স্থানে হলেও গতবছরের তুলনায় এবছর রাজ্যে আত্মহত্যার হার অনেকটাই কমেছে । 2018 সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল 9.9 শতাংশ । এবছর তা কমে হয়েছে 9.1 শতাংশ । মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়া আত্মহত্যার নিরিখে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ ও কর্নাটক । 2019 সালের NCRB রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশ ও কর্নাটকে আত্মহত্যার হার যথাক্রমে 9 শতাংশ ও 8.1 শতাংশ ।

2019 সালের রিপোর্টে কৃষক ও দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা 42 হাজার 480 । শুধুমাত্র দিনমজুরদের আত্মহত্যার হার বেড়েছে প্রায় 8 শতাংশ । তবে কৃষক আত্মহত্যার সংখ্যা গত বছরের তুলনায় সামান্য হলেও কমেছে । 2018 সালে কৃষক আত্মহত্যার সংখ্যাটা ছিল 10 হাজার 357 । 2019 সালে তা কমে হয়েছে 10 হাজার 281 ।

আরও পড়ুন : ধর্ষণের ঘটনায় শীর্ষে মধ্যপ্রদেশ, বেড়েছে বেকারদের আত্মহত্যা

বিহার, পঞ্জাব, দমন ও দিউ, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আত্মহত্যার হার । বিহারে বেড়েছে 44.7 শতাংশ । পঞ্জাবে বেড়েছে 37.5 শতাংশ । দমন ও দিউ, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডে আত্মহত্যার হার বেড়েছে যথাক্রমে 31.4 শতাংশ, 25 শতাংশ ও 22.6 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, মেয়েদের ক্ষেত্রে যাঁদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি । 2018 সালে এই সংখ্যা ছিল 17 হাজার 930 । অন্যদিকে ছেলেদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি 30 থেকে 45 বছর বয়সিদের মধ্যে । রিপোর্ট অনুযায়ী, এই সংখ্যাটি 33 হাজার 518 ।

আরও পড়ুন : লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, সাহায্য চেয়ে মহিলা কমিশনে আর্জি

NCRB-র 2019 সালের রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে পারিবারিক অশান্তি । 2019 সালে 45 হাজার 140 জন আত্মহত্যা করেছেন শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরেই । গতবছর এই সংখ্যাটি ছিল 40 হাজার 935 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.