চেন্নাই, 1 জানুয়ারি : চিফ অফ ডিফেন্স স্টাফের পদের প্রয়োজন থাকলেও প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত এই পদের জন্য উপযুক্ত কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ৷ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে জাতীয় কংগ্রেসের সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে NRC-র সঙ্গে NPR-এর সংযুক্তি সহ একাধিক ইশুতে এবার মুখ খুললেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷
ETV ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল রাওয়াতই প্রথম পছন্দ হওয়া উচিৎ ছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ ৷ তবে চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS) পদটির যে প্রয়োজন ছিল তা নিয়ে সহমত প্রকাশ করেন চিদম্বরম ৷ তিনি বলেন, " রাওয়াতই এই পদের জন্য প্রথম পছন্দ হওয়া উচিৎ কি না, সে বিষয়ে বলার এক্তিয়ার আমার নেই ৷ তিনি এই পদের যোগ্য পছন্দ হতেই পারেন ৷ আমি বলছি না তিনি এই পদের যোগ্য নন ৷ তবে বাকি কোন কোন নাম তালিকায় ছিল, বাছাই করার সময় কী কী মাপকাঠির উপর জোর দেওয়া হয়েছিল, তা আমার জানা নেই ৷"
পাশাপাশি মুখ খুললেন দলের সাম্প্রতিক স্ট্র্যাটেজি নিয়েও ৷ BJP-র বিরুদ্ধে ভোটের লড়াই প্রসঙ্গে তিনি বললেন, "ক্ষমতাসীন দলকে সরানোর জন্য বিরোধীদের এককাট্টা হওয়া দরকার ৷ বিরোধীরা যদি এককাট্টা হয়ে যায়, তবে সেই জোট ক্ষমতাসীন দলকে হারাতে পারে ৷ " সাম্প্রতিককালে কংগ্রেসের শীর্ষস্তর পরিবারতন্ত্র নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছিল ৷ সেই বিষয়েও অকপট অভিজ্ঞ কংগ্রেস নেতা ৷ বললেন, "কংগ্রেসের নেতৃত্বে কোনও খামতি নেই ৷ রাহুল গান্ধি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন আমরা সোনিয়া গান্ধিকে সভানেত্রী হিসেবে নির্বাচিত করি ৷ সোনিয়া গান্ধি যেদিন সরে দাঁড়াবেন সেদিন আমরা অন্য কাউকে নির্বাচিত করব ৷ " তিনি আরও যোগ করেন, "গান্ধি পরিবারের বাইরেও অনেকে আমাদের সভাপতি ছিলেন ৷ দলের কর্মী ও সদস্যরাই তাদের নেতৃত্বকে বেছে নেয় ৷"
NRC ও NPR নিয়েও মুখ খুললেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বললেন, "2010 সালে NPR হয়েছিল 2011-র জনগণনার জন্য ৷ 2010 সালের NPR নির্বাচিত কিছু রাজ্যে হয়েছিল ৷ গোটা দেশ জুড়ে হয়নি ৷ জনগণনা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর NPR নিয়ে আর কিছু করা হয়নি ৷ কিন্তু 2020-র NPR হল আসলে NRC ৷ BJP-র এই নীতি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর ৷ "