ETV Bharat / bharat

জঙ্গি-মাওবাদীদের প্রতি সহানুভূতি নেই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে যুদ্ধ চাই : অমিত শাহ - naxalites

আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) সংশোধনী বিল পাশ হল সংসদে ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Jul 24, 2019, 5:03 PM IST

দিল্লি, 24 জুলাই : আজ সংসদে পাশ হল UA(P) সংশোধনী বিল (আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) ) । লোকসভায় বিলটি 284টি ভোট পেয়ে পাশ হয় । সংশোধনীর বিরুদ্ধে ভোট পড়েছে 8টি । এদিকে এই বিল প্রসঙ্গে বিতর্ক চলাকালীন বিরোধী দলগুলোকে একযোগে আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "যেকোনও সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে ।"

সংশোধনী বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগসাজশের প্রমাণ থাকলে তাকেও 'জঙ্গি' হিসেবে গণ্য করা হবে । এর আগে কেবলমাত্র কোনও সংগঠনকেই জঙ্গি তকমা দেওয়া যেত । এই বিষয়টি নিয়ে বিলটির বিপক্ষে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, কংগ্রেস সাংসদ শশী থারুর সহ বিরোধীরা । তাঁদের বক্তব্য, এই আইনের অপব্যবহার করা হতে পারে ।

তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে অমিত শাহ বলেন, "কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে । রাষ্ট্রসংঘ, ইয়োরোপিয়ান ইউনিয়ন, অ্যামেরিকা, পাকিস্তান, চিন, ইজ়রায়েল সবারই এই বিষয়ে আইন আছে ।" তিনি আরও বলেন, "অনেক সমাজসেবক খুব ভালো কাজ করছেন । কিন্তু আমাদের এই আরবান নকশালদের (শহুরে মাওবাদী) শেষ করতে হবে । জঙ্গিদের বিরুদ্ধে আমাদের কঠোরতম আইন তৈরি করা উচিত । ভারত থেকে সন্ত্রাস সমূলে শেষ করতেই এই বিল ।"

অমিত শাহ আরও বলেন, "'আদর্শের নামে কিছু মানুষ আরবান মাওবাদের প্রচার করছেন । ওদের নিয়ে আমাদের কোনও সহানুভূতি নেই । আমাদের সরকার এর তীব্র বিরোধী । এই বিলে যে সংশোধনীগুলি আমরা এনেছি, তাতে আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি আইনগতভাবে আরও শক্তিশালী হবে ।"

দিল্লি, 24 জুলাই : আজ সংসদে পাশ হল UA(P) সংশোধনী বিল (আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) ) । লোকসভায় বিলটি 284টি ভোট পেয়ে পাশ হয় । সংশোধনীর বিরুদ্ধে ভোট পড়েছে 8টি । এদিকে এই বিল প্রসঙ্গে বিতর্ক চলাকালীন বিরোধী দলগুলোকে একযোগে আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "যেকোনও সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে ।"

সংশোধনী বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগসাজশের প্রমাণ থাকলে তাকেও 'জঙ্গি' হিসেবে গণ্য করা হবে । এর আগে কেবলমাত্র কোনও সংগঠনকেই জঙ্গি তকমা দেওয়া যেত । এই বিষয়টি নিয়ে বিলটির বিপক্ষে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, কংগ্রেস সাংসদ শশী থারুর সহ বিরোধীরা । তাঁদের বক্তব্য, এই আইনের অপব্যবহার করা হতে পারে ।

তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে অমিত শাহ বলেন, "কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে । রাষ্ট্রসংঘ, ইয়োরোপিয়ান ইউনিয়ন, অ্যামেরিকা, পাকিস্তান, চিন, ইজ়রায়েল সবারই এই বিষয়ে আইন আছে ।" তিনি আরও বলেন, "অনেক সমাজসেবক খুব ভালো কাজ করছেন । কিন্তু আমাদের এই আরবান নকশালদের (শহুরে মাওবাদী) শেষ করতে হবে । জঙ্গিদের বিরুদ্ধে আমাদের কঠোরতম আইন তৈরি করা উচিত । ভারত থেকে সন্ত্রাস সমূলে শেষ করতেই এই বিল ।"

অমিত শাহ আরও বলেন, "'আদর্শের নামে কিছু মানুষ আরবান মাওবাদের প্রচার করছেন । ওদের নিয়ে আমাদের কোনও সহানুভূতি নেই । আমাদের সরকার এর তীব্র বিরোধী । এই বিলে যে সংশোধনীগুলি আমরা এনেছি, তাতে আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি আইনগতভাবে আরও শক্তিশালী হবে ।"

Mumbai, July 24 (ANI): Bollywood legendaries came together for an event in Mumbai. Lyricist Javed Akhtar and Shabana Azmi came together for the event. Veteran actors Bindu, Jaya Prada and Poonam Dhillon were also in attendance. Actors Jeetendra, Prem Chopra and filmmaker Subash Ghai also attended the event.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.