ETV Bharat / bharat

বিচারব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হতে পারে: বোবদে - SA BOBDE on justice system

শনিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি । দেশের বিচারব্যবস্থার বিভিন্ন পরিকল্পনার বিষয়ে কথা বলেন তিনি । সেখানে উল্লেখ করেন বিচারব্যবস্থা দ্রুত করতে আর্টফিসিয়াল ইন্টালিজেন্সের সাহায্য নিতে পারে ।

bobde
bobde
author img

By

Published : Jan 12, 2020, 11:33 AM IST

বেঙ্গালুরু, 12 জানুয়ারি : ভারতের বিচারব্যবস্থায় ব্যবহার হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৷ যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধির পরিবর্ত হিসেবে দেখা ঠিক নয় । বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে একথা বললেন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে ।

শনিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি । দেশের বিচারব্যবস্থার বিভিন্ন পরিকল্পনার বিষয়ে কথা বলেন তিনি । সেখানে উল্লেখ করেন বিচারব্যবস্থা দ্রুত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য নিতে পারে ।

এস এ বোবদে বলেন, "বিচারব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সম্ভাবনা রয়েছে । এটি বিচারব্যবস্থাকে ত্বরান্বিত করবে বলেই বিশ্বাস । " পাশাপাশি তিনি একথাও বলেন, বিচারপতির পরিবর্ত হতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ।

বিচারব্যবস্থা প্রসঙ্গে বোবদে বলেন , "বহু মানুষ 10 থেকে 15 বছর ধরে কারাগারে রয়েছেন । সবসময় তাদের আবেদনগুলিতে যথা সময়ে সাড়া দেওয়া সম্ভব হয় না । দীর্ঘ সময় লেগে যায় । পরবর্তীতে আদালত বুঝতে পারে তাদের জামিনে মুক্ত করা যেতে পারে । তবে ধীর বিচারব্যবস্থার জন্য কেউ আইন নিজে হাতে তুলে নেবে, সেটা ঠিক নয় ।"

এর আগেও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রিতার সমাধানে প্রধান বিচারপতি তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বলেন ৷

বেঙ্গালুরু, 12 জানুয়ারি : ভারতের বিচারব্যবস্থায় ব্যবহার হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৷ যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধির পরিবর্ত হিসেবে দেখা ঠিক নয় । বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে একথা বললেন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে ।

শনিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি । দেশের বিচারব্যবস্থার বিভিন্ন পরিকল্পনার বিষয়ে কথা বলেন তিনি । সেখানে উল্লেখ করেন বিচারব্যবস্থা দ্রুত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য নিতে পারে ।

এস এ বোবদে বলেন, "বিচারব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সম্ভাবনা রয়েছে । এটি বিচারব্যবস্থাকে ত্বরান্বিত করবে বলেই বিশ্বাস । " পাশাপাশি তিনি একথাও বলেন, বিচারপতির পরিবর্ত হতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ।

বিচারব্যবস্থা প্রসঙ্গে বোবদে বলেন , "বহু মানুষ 10 থেকে 15 বছর ধরে কারাগারে রয়েছেন । সবসময় তাদের আবেদনগুলিতে যথা সময়ে সাড়া দেওয়া সম্ভব হয় না । দীর্ঘ সময় লেগে যায় । পরবর্তীতে আদালত বুঝতে পারে তাদের জামিনে মুক্ত করা যেতে পারে । তবে ধীর বিচারব্যবস্থার জন্য কেউ আইন নিজে হাতে তুলে নেবে, সেটা ঠিক নয় ।"

এর আগেও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রিতার সমাধানে প্রধান বিচারপতি তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বলেন ৷

Howrah (West Bengal), Jan 12 (ANI): Prime Minister Narendra Modi visited the Belur Math in Howrah on January 12. It is the headquarters of Ramakrishna Math and Ramakrishna Mission in Howrah. He also clicked pictures with the saints at the Math. PM Modi also paid tribute to Swami Ramakrishna Paramhansa. PM Modi is on a two-day visit to Kolkata.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.