ETV Bharat / bharat

ভারী বৃষ্টির জের, জলমগ্ন মুজ়ফ্ফরপুর সহ বিহারের একাধিক এলাকা - Bihar floods

বিহারের মুজ়ফ্ফরপুর সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি ৷ ইতিমধ্যেই একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 21, 2020, 1:20 PM IST

মুজ়ফ্ফরপুর(বিহার), 21 জুলাই : লাগাতার ভারী বৃষ্টির জেরে বিহারে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে ৷ ইতিমধ্যেই মুজ়ফ্ফরপুরের একাধিক এলাকায় জল জমেছে ৷ যার জেরে ব্যাহত হয়েছে জনজীবন ৷

শেষ কয়েক সপ্তাহে বন্যায় ভেসে গেছিল বিহারের 8টি জেলা ৷ এরপর গতকাল জলসম্পদ বিভাগের সচিব সঞ্জীব হংস বলেন, ক্রমাগত বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীর জলস্তর এখনও বেড়ে চলেছে ৷ অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা বিভাগের অতিরিক্ত সচিব রামচন্দ্র ডো বলেন, পরিস্থিতির উপর তারা নজর রেখে চলেছে ৷ বন্যা কবলিত এলাকাগুলির বিভিন্ন জায়গায় 29টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷ সেখানে প্রতিদিন প্রায় 21 হাজার ব্যক্তিকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে ৷ ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জেলার অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করেছে ৷ রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যানচলাচল ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পটনাতে আগামী কয়েকদিন বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি চলবে ৷ গতকাল বিহারের নয় জেলায় বাজ পড়ে মৃত্যু হয় কমপক্ষে 16 জনের । কয়েকদিন আগেও সেখানে বাজ পড়ে অনেকের মৃত্যু হয়েছিল । এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয় ৷ তা মেনে চলার জন্য সবাইকে আবেদন জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । গত তিন সপ্তাহে বাজ পড়ে বিহারে 160 জনের মৃত্যু হয়েছে । 25 জুন মৃতের সংখ্যা ছিল সর্বাধিক । সেদিন 23 জেলার 83 জনের মৃত্যু হয়েছিল ।

মুজ়ফ্ফরপুর(বিহার), 21 জুলাই : লাগাতার ভারী বৃষ্টির জেরে বিহারে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে ৷ ইতিমধ্যেই মুজ়ফ্ফরপুরের একাধিক এলাকায় জল জমেছে ৷ যার জেরে ব্যাহত হয়েছে জনজীবন ৷

শেষ কয়েক সপ্তাহে বন্যায় ভেসে গেছিল বিহারের 8টি জেলা ৷ এরপর গতকাল জলসম্পদ বিভাগের সচিব সঞ্জীব হংস বলেন, ক্রমাগত বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীর জলস্তর এখনও বেড়ে চলেছে ৷ অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা বিভাগের অতিরিক্ত সচিব রামচন্দ্র ডো বলেন, পরিস্থিতির উপর তারা নজর রেখে চলেছে ৷ বন্যা কবলিত এলাকাগুলির বিভিন্ন জায়গায় 29টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷ সেখানে প্রতিদিন প্রায় 21 হাজার ব্যক্তিকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে ৷ ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জেলার অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করেছে ৷ রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যানচলাচল ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পটনাতে আগামী কয়েকদিন বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি চলবে ৷ গতকাল বিহারের নয় জেলায় বাজ পড়ে মৃত্যু হয় কমপক্ষে 16 জনের । কয়েকদিন আগেও সেখানে বাজ পড়ে অনেকের মৃত্যু হয়েছিল । এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয় ৷ তা মেনে চলার জন্য সবাইকে আবেদন জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । গত তিন সপ্তাহে বাজ পড়ে বিহারে 160 জনের মৃত্যু হয়েছে । 25 জুন মৃতের সংখ্যা ছিল সর্বাধিক । সেদিন 23 জেলার 83 জনের মৃত্যু হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.