ETV Bharat / bharat

"নদিয়া কিনারে, কিসকে সহারে"; ETV ভারতের উদ্যোগের প্রশংসায় "জলপুরুষ"

নদীচর থেকে অবৈধ বালি খনন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় ETV ভারত । তার ভূয়সী প্রশংসা করলেন "জলপুরুষ" ।

রাজেন্দ্র সিং
author img

By

Published : Jul 12, 2019, 11:09 PM IST

রায়পুর/হায়দরাবাদ, 12 জুলাই : নদীচর থেকে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে । তার জেরে শুকিয়ে যাচ্ছে একের পর এক নদী । এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন মানুষজন । অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । উদ্যোগী হয় ETV ভারত । ছত্তিশগড়ের একের পর এক নদীতে কীভাবে অবৈধ বালি খনন চলছে তা সামনে নিয়ে আসা হয় । ওয়াকিবহল মহলে যথেষ্ট শোরগোল পড়ে । এবার সেই "নদিয়া কিনারে, কিসকে সহারে"-র প্রশংসা করলেন রাজেন্দ্র সিং । যিনি জলপুরুষ হিসেবে পরিচিত ।

ইন্দ্রাবতী, অরপা, মহানদীতে যথেচ্ছভাবে বালি খনন করছিল মাফিয়ারা । ফলে শুকিয়ে যাচ্ছিল নদী । বিষয়টি তুলে ধরে ETV ভারত । উদ্যোগটির নাম দেওয়া হয়, "নদিয়া কিনারে, কিসকে সহারে" । 16 জুন প্রথম খবর প্রকাশিত হয় । ছত্তিশগড়ের বিভিন্ন নদীতে কীভাবে অবৈধ বালি খনন চলছে তা তুলে ধরা হয় । বিভিন্ন মহলে তা সাড়া ফেলে । ETV ভারতের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন রাজেন্দ্র সিং । যিনি দেশজুড়ে বিশেষত রাজস্থানে জলসংকট সমাধানে কাজ করছেন ।

আজ তিনি বলেন, "ছত্তিশগড়ের ইন্দ্রাবতী, অরপা, মহানদীতে বালি খনন যথেষ্ট সংকটজনক । ফুসফুস যেমন মানুষের শরীরকে শুদ্ধ করার কাজ করে, তেমনই বালি নদীকে শুদ্ধ করার কাজ করে । যেভাবে বালি খনন করা হচ্ছে, তাতে নদীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ।"

রাজেন্দ্রবাবু জানান, ভবিষ্যতে ছত্তিশগড়ের মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন । তাঁর কথায়, "এই আন্দোলনের সঙ্গে যদি সাধারণ মানুষকে যুক্ত করা যায় তাহলে ETV ভারতের এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয় । আর নদী সাক্ষরতার ক্ষেত্রে ETV ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে যাবে । ETV ভারত যখন এই আন্দোলন শুরু করেছে তখন মানুষের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া উচিত । আমিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হব । এটা আমাদের সমাজের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার আন্দোলন । "

কে এই রাজেন্দ্র সিং -

  • উত্তরপ্রদেশের বাগপতে জন্মগ্রহণ করেন রাজেন্দ্র সিং । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ।
  • 1980-র দশকে রাজস্থানের পানীয় জলের সমস্যা নিয়ে কাজ শুরু করেন রাজেন্দ্র সিং ।
  • রাজস্থানের অসংখ্য গ্রামে পানীয় জল পাওয়া যাচ্ছে ।
  • 2015 সালে রাজেন্দ্র সিং স্টকহোম জল পুরস্কার জেতেন । এটি পানীয় জলের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ।

রায়পুর/হায়দরাবাদ, 12 জুলাই : নদীচর থেকে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে । তার জেরে শুকিয়ে যাচ্ছে একের পর এক নদী । এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন মানুষজন । অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । উদ্যোগী হয় ETV ভারত । ছত্তিশগড়ের একের পর এক নদীতে কীভাবে অবৈধ বালি খনন চলছে তা সামনে নিয়ে আসা হয় । ওয়াকিবহল মহলে যথেষ্ট শোরগোল পড়ে । এবার সেই "নদিয়া কিনারে, কিসকে সহারে"-র প্রশংসা করলেন রাজেন্দ্র সিং । যিনি জলপুরুষ হিসেবে পরিচিত ।

ইন্দ্রাবতী, অরপা, মহানদীতে যথেচ্ছভাবে বালি খনন করছিল মাফিয়ারা । ফলে শুকিয়ে যাচ্ছিল নদী । বিষয়টি তুলে ধরে ETV ভারত । উদ্যোগটির নাম দেওয়া হয়, "নদিয়া কিনারে, কিসকে সহারে" । 16 জুন প্রথম খবর প্রকাশিত হয় । ছত্তিশগড়ের বিভিন্ন নদীতে কীভাবে অবৈধ বালি খনন চলছে তা তুলে ধরা হয় । বিভিন্ন মহলে তা সাড়া ফেলে । ETV ভারতের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন রাজেন্দ্র সিং । যিনি দেশজুড়ে বিশেষত রাজস্থানে জলসংকট সমাধানে কাজ করছেন ।

আজ তিনি বলেন, "ছত্তিশগড়ের ইন্দ্রাবতী, অরপা, মহানদীতে বালি খনন যথেষ্ট সংকটজনক । ফুসফুস যেমন মানুষের শরীরকে শুদ্ধ করার কাজ করে, তেমনই বালি নদীকে শুদ্ধ করার কাজ করে । যেভাবে বালি খনন করা হচ্ছে, তাতে নদীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ।"

রাজেন্দ্রবাবু জানান, ভবিষ্যতে ছত্তিশগড়ের মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন । তাঁর কথায়, "এই আন্দোলনের সঙ্গে যদি সাধারণ মানুষকে যুক্ত করা যায় তাহলে ETV ভারতের এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয় । আর নদী সাক্ষরতার ক্ষেত্রে ETV ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে যাবে । ETV ভারত যখন এই আন্দোলন শুরু করেছে তখন মানুষের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া উচিত । আমিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হব । এটা আমাদের সমাজের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার আন্দোলন । "

কে এই রাজেন্দ্র সিং -

  • উত্তরপ্রদেশের বাগপতে জন্মগ্রহণ করেন রাজেন্দ্র সিং । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ।
  • 1980-র দশকে রাজস্থানের পানীয় জলের সমস্যা নিয়ে কাজ শুরু করেন রাজেন্দ্র সিং ।
  • রাজস্থানের অসংখ্য গ্রামে পানীয় জল পাওয়া যাচ্ছে ।
  • 2015 সালে রাজেন্দ্র সিং স্টকহোম জল পুরস্কার জেতেন । এটি পানীয় জলের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ।
Intro:Body:

waterman


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.