ETV Bharat / bharat

মাস্ক না পরায় জরিমানা করে আক্রান্ত 2 পুলিশকর্মী - পুলিশকর্মীকে আক্রমণ

মাস্ক পরেনি একজন ৷ সেজন্য পুলিশ তার জরিমানা করে ৷ সেই রোষে দুই পুলিশকর্মীকে মারধর করে ওই ব্যক্তি ৷

Drunk man attack police
Drunk man attack police
author img

By

Published : Jun 5, 2020, 2:02 PM IST

যোধপুর, 05জুন : মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় চালান কাটায় দুই পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল 40 বছরের এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি রাজস্থানের যোধপুরের দেবনগর এলাকার। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি দুই পুলিশকর্মীকে মারধর করছে দেখা যাচ্ছে।

মুকেশ কুমার নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। মদ্যপ অবস্থায় মুকেশকে দেখতে পেয়ে দুই পুলিশ কনস্টেবল তাকে ডাকে এবং তার বিরুদ্ধে জরিমানার চালান কাটে। জরিমানা করায় দুই পুলিশের উপর রাগে ফেটে পড়ে মুকেশ এবং এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করে। দুই পুলিশকর্মী বহু চেষ্টা করেও প্রথমে মুকেশকে বাগে আনতে পারছিল না।

পরে বহু কষ্টে মুকেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং তাকে দেবনগর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353 ধারায় পুলিশের কাজে বাধা দেওয়া ও তাদের লাঞ্ছিত করার অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবনগর পুলিশ স্টেশনের ইনচার্জ সোমকরণ জানান, " এক ব্যক্তি প্রতাপনগর পুলিশ স্টেশনের দুই কনস্টেবলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ব্যক্তি পুলিশ কনস্টেবলের নেমপ্লেট ভেঙে দেয় এবং ইউনিফর্মও ছিড়ে দেয়। "

যোধপুর, 05জুন : মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় চালান কাটায় দুই পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল 40 বছরের এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি রাজস্থানের যোধপুরের দেবনগর এলাকার। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি দুই পুলিশকর্মীকে মারধর করছে দেখা যাচ্ছে।

মুকেশ কুমার নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। মদ্যপ অবস্থায় মুকেশকে দেখতে পেয়ে দুই পুলিশ কনস্টেবল তাকে ডাকে এবং তার বিরুদ্ধে জরিমানার চালান কাটে। জরিমানা করায় দুই পুলিশের উপর রাগে ফেটে পড়ে মুকেশ এবং এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করে। দুই পুলিশকর্মী বহু চেষ্টা করেও প্রথমে মুকেশকে বাগে আনতে পারছিল না।

পরে বহু কষ্টে মুকেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং তাকে দেবনগর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353 ধারায় পুলিশের কাজে বাধা দেওয়া ও তাদের লাঞ্ছিত করার অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবনগর পুলিশ স্টেশনের ইনচার্জ সোমকরণ জানান, " এক ব্যক্তি প্রতাপনগর পুলিশ স্টেশনের দুই কনস্টেবলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ব্যক্তি পুলিশ কনস্টেবলের নেমপ্লেট ভেঙে দেয় এবং ইউনিফর্মও ছিড়ে দেয়। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.