ETV Bharat / sports

আমার ক্যারিয়ারের শেষদিক পেশাদারিত্বহীনভাবে পরিচালিত হয়েছিল, BCCI-কে নিন্দা যুবরাজের - ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং

আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েও প্রাপ্য সম্মান মেলেনি কয়েকজন ভারতীয় দলের ক্রিকেটারের । নিজের প্রাপ্য সম্মান পাননি এমনটাই জানালেন যুবরাজ সিং ।

Was handled unprofessionally at the end of my career: Yuvraj slams BCCI
Was handled unprofessionally at the end of my career: Yuvraj slams BCCI
author img

By

Published : Jul 27, 2020, 3:43 AM IST

Updated : Jul 27, 2020, 8:09 AM IST

দিল্লি, 26 জুলাই : ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন যে তাঁর ক্যারিয়ারের শেষের দিকটা তাঁকে পেশাদারিত্বের সাথে চালনা করতে দেওয়া হয়নি। সেরা অলরাউন্ডারদের হিসাবে পরিচিত যুবরাজ গত বছরের জুন মাসে নিজের ক্যারিয়ারে ইতি টেনেছিলেন ।

নিজের প্রাপ্য সম্মান না পাওয়ার কথা বলতে গিয়ে তিনি তাঁর সতীর্থ হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহিরের (খান ) নাম নেন । যুবরাজ মনে করেন, তাঁর মতো এঁদেরও ক্যারিয়ারের শেষের দিকটা সুখকর নয় । একসময়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিতে এঁদের অবদান ছিল অনস্বীকার্য । কিন্তু শিখরে পৌঁছেও এঁদের ক্যারিয়ারের শেষটা অনেকটাই দায় সারা গোছের ।

এই বিষয়টি নিয়ে এক শোতে যুবরাজ বলেন, "আমি এখন অনুভব করেছি যে,ক্যারিয়ারের শেষের দিকে আমাকে যেভাবে পরিচালিত করেছিল তা পেশাগত দিক দিয়ে সঠিক ছিল না । ঠিক তেমনই ক্যারিয়ারের শেষ দিকটা হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহির (খান )দের মতো দুর্দান্ত খেলোয়াড়রাও খুব খারাপভাবে পরিচালিত হয়েছেন । সুতরাং এটি ভারতীয় ক্রিকেটের অংশ, আমি আগেও এটি দেখেছিলাম এবং আমি সত্যিই এতে অবাক হইনি ।"

তিনি মনে করেন, কেউ যদি দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলছেন এবং তিনি কঠিন পরিস্থিতির কবলে পড়েছেন, তবে তাঁকে সম্মান করা উচিত । তিনি আরও বলেন, "সম্মান দিন, গৌতম গম্ভীরের মতো ব্যক্তিত্বকে, যিনি আমাদের দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন । সম্মান দিন, শেহবাগকে যিনি টেস্টে সুনীল গাভাস্কারের পরে সবচেয়ে বড় ম্যাচজয়ী । প্রাপ্য সম্মান দিন ভিভিএস (লক্ষ্মণ), জহির (খান)দের মতো খেলোয়াড়দেরকেও ।"

যুবরাজ এই শতাব্দীর ICC ইভেন্টে ভারতের দুটি বৃহত্তম জয় -2007-র T-20 এবং 2011-র বিশ্বকাপে দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন । যুবরাজ বলেন, "আমি মনে করি না আমি একজন কিংবদন্তী । আমি আন্তরিকতার সাথে খেলাটি খেলতাম । তবে আমি খুব বেশি টেস্ট ক্রিকেট খেলিনি । আমার মতে কিংবদন্তী খেলোয়াড়রা হলেন যারা টেস্টে ভাল রেকর্ড গড়েন ।"

যুবরাজ জাতীয় দলের হয়ে 304 টি ওয়ানডে, 58 টি T-20 এবং 40 টি টেস্টে অংশ নিয়েছেন । তিনটি ফরম্যাটে তিনি যথাক্রমে 8701, 1177 এবং 1900 রান করেছেন । এছাড়াও, তিনি 50 ওভারের ফর্ম্যাটে 111, T-20-তে 28 এবং টেস্টে 9 টি উইকেট নিয়েছেন ।

দিল্লি, 26 জুলাই : ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন যে তাঁর ক্যারিয়ারের শেষের দিকটা তাঁকে পেশাদারিত্বের সাথে চালনা করতে দেওয়া হয়নি। সেরা অলরাউন্ডারদের হিসাবে পরিচিত যুবরাজ গত বছরের জুন মাসে নিজের ক্যারিয়ারে ইতি টেনেছিলেন ।

নিজের প্রাপ্য সম্মান না পাওয়ার কথা বলতে গিয়ে তিনি তাঁর সতীর্থ হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহিরের (খান ) নাম নেন । যুবরাজ মনে করেন, তাঁর মতো এঁদেরও ক্যারিয়ারের শেষের দিকটা সুখকর নয় । একসময়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিতে এঁদের অবদান ছিল অনস্বীকার্য । কিন্তু শিখরে পৌঁছেও এঁদের ক্যারিয়ারের শেষটা অনেকটাই দায় সারা গোছের ।

এই বিষয়টি নিয়ে এক শোতে যুবরাজ বলেন, "আমি এখন অনুভব করেছি যে,ক্যারিয়ারের শেষের দিকে আমাকে যেভাবে পরিচালিত করেছিল তা পেশাগত দিক দিয়ে সঠিক ছিল না । ঠিক তেমনই ক্যারিয়ারের শেষ দিকটা হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহির (খান )দের মতো দুর্দান্ত খেলোয়াড়রাও খুব খারাপভাবে পরিচালিত হয়েছেন । সুতরাং এটি ভারতীয় ক্রিকেটের অংশ, আমি আগেও এটি দেখেছিলাম এবং আমি সত্যিই এতে অবাক হইনি ।"

তিনি মনে করেন, কেউ যদি দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলছেন এবং তিনি কঠিন পরিস্থিতির কবলে পড়েছেন, তবে তাঁকে সম্মান করা উচিত । তিনি আরও বলেন, "সম্মান দিন, গৌতম গম্ভীরের মতো ব্যক্তিত্বকে, যিনি আমাদের দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন । সম্মান দিন, শেহবাগকে যিনি টেস্টে সুনীল গাভাস্কারের পরে সবচেয়ে বড় ম্যাচজয়ী । প্রাপ্য সম্মান দিন ভিভিএস (লক্ষ্মণ), জহির (খান)দের মতো খেলোয়াড়দেরকেও ।"

যুবরাজ এই শতাব্দীর ICC ইভেন্টে ভারতের দুটি বৃহত্তম জয় -2007-র T-20 এবং 2011-র বিশ্বকাপে দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন । যুবরাজ বলেন, "আমি মনে করি না আমি একজন কিংবদন্তী । আমি আন্তরিকতার সাথে খেলাটি খেলতাম । তবে আমি খুব বেশি টেস্ট ক্রিকেট খেলিনি । আমার মতে কিংবদন্তী খেলোয়াড়রা হলেন যারা টেস্টে ভাল রেকর্ড গড়েন ।"

যুবরাজ জাতীয় দলের হয়ে 304 টি ওয়ানডে, 58 টি T-20 এবং 40 টি টেস্টে অংশ নিয়েছেন । তিনটি ফরম্যাটে তিনি যথাক্রমে 8701, 1177 এবং 1900 রান করেছেন । এছাড়াও, তিনি 50 ওভারের ফর্ম্যাটে 111, T-20-তে 28 এবং টেস্টে 9 টি উইকেট নিয়েছেন ।

Last Updated : Jul 27, 2020, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.