ETV Bharat / bharat

979 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ, রাজ্যে 8 টি আসনে ভোট - election of 6th phase

এরাজ্যে 8 টি আসনে 83 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । 83 জন প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন মহিলা । কোটিপতি 16 জন ।

ফাইল ছবি
author img

By

Published : May 12, 2019, 3:35 AM IST

Updated : May 12, 2019, 4:27 AM IST

দিল্লি ও কলকাতা, 12 মে : আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ । প্রায় 10 কোটিরও বেশি ভোটার 979 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন । সাতটি রাজ্যের 59 টি আসনে হবে ভোট । পশ্চিমবঙ্গে 8 টি আসনে 83 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । 83 জন প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন মহিলা । কোটিপতি 16 জন ।

একনজরে কোন কোন রাজ্যে ভোট - বিহার (8 টি আসন), হরিয়ানা (10 টি আসন), ঝাড়খণ্ড (4 টি আসন), মধ্যপ্রদেশ (8 টি আসন), উত্তরপ্রদেশ (14 টি আসন), পশ্চিমবঙ্গ (8 টি আসন) ও দিল্লি-NCR(7 টি আসন)।

979 জনের মধ্যে অখিলেশ যাদব, গৌতম গম্ভীর, মেনকা গান্ধি, দিগ্বিজয় সিং, শীলা দীক্ষিত, বিজেন্দ্র সিং, হংস রাজ হংস, কীর্তি আজ়াদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপক অধিকারী (দেব)-দের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ ।

একনজরে পশ্চিমবঙ্গের 8টি আসন ও প্রার্থীতালিকা -

তমলুক - দিব্যেন্দু অধিকারী (তৃণমূল), সিদ্ধার্থ নস্কর (BJP), শেখ ইব্রাহিম আলি (CPIM), লক্ষ্মণ শেঠ (কংগ্রেস)

কাঁথি - শিশির অধিকারী (তৃণমূল), দেবাশিস সামন্ত (BJP), দীপক কুমার দাস (কংগ্রেস), পরিতোষ পট্টনায়ক (CPIM)

ঘাটাল - দীপক অধিকারী (তৃণমূল), ভারতী ঘোষ (BJP), তপন গাঙ্গুলি (বামফ্রন্ট), খান্দেকর মহম্মদ সফিউল্লাহ (কংগ্রেস)

ঝাড়গ্রাম - বীরবাহা সোরেন (তৃণমূল কংগ্রেস), কুনার হেমব্রম (BJP), যোগেশ্বর হেমব্রম (কংগ্রেস), দেবলীনা হেমব্রম (CPIM)

মেদিনীপুর - মানস ভুইঞাঁ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), শম্ভুনাথ চট্টোপাধ্যায় (কংগ্রেস), বিপ্লব ভট্ট (CPI)

পুরুলিয়া - মৃগাঙ্ক মাহাত (তৃণমূল কংগ্রেস), জ্যোতির্ময় সিং মাহাত (BJP), বীর সিং মাহাত (ফরওয়ার্ড ব্লক), নেপাল মাহাত (কংগ্রেস)

বাঁকুড়া - সুব্রত মুখার্জি (তৃণমূল কংগ্রেস), সুভাষ সরকার (BJP), অমিয় পাত্র (CPIM)

বিষ্ণুপুর - শ্যামল সাঁতরা (তৃণমূল কংগ্রেস), সৌমিত্র খাঁ (BJP), সুনীল খান (CPIM), নারায়ণ চন্দ্র খান (কংগ্রেস)

দিল্লি ও কলকাতা, 12 মে : আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ । প্রায় 10 কোটিরও বেশি ভোটার 979 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন । সাতটি রাজ্যের 59 টি আসনে হবে ভোট । পশ্চিমবঙ্গে 8 টি আসনে 83 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । 83 জন প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন মহিলা । কোটিপতি 16 জন ।

একনজরে কোন কোন রাজ্যে ভোট - বিহার (8 টি আসন), হরিয়ানা (10 টি আসন), ঝাড়খণ্ড (4 টি আসন), মধ্যপ্রদেশ (8 টি আসন), উত্তরপ্রদেশ (14 টি আসন), পশ্চিমবঙ্গ (8 টি আসন) ও দিল্লি-NCR(7 টি আসন)।

979 জনের মধ্যে অখিলেশ যাদব, গৌতম গম্ভীর, মেনকা গান্ধি, দিগ্বিজয় সিং, শীলা দীক্ষিত, বিজেন্দ্র সিং, হংস রাজ হংস, কীর্তি আজ়াদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপক অধিকারী (দেব)-দের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ ।

একনজরে পশ্চিমবঙ্গের 8টি আসন ও প্রার্থীতালিকা -

তমলুক - দিব্যেন্দু অধিকারী (তৃণমূল), সিদ্ধার্থ নস্কর (BJP), শেখ ইব্রাহিম আলি (CPIM), লক্ষ্মণ শেঠ (কংগ্রেস)

কাঁথি - শিশির অধিকারী (তৃণমূল), দেবাশিস সামন্ত (BJP), দীপক কুমার দাস (কংগ্রেস), পরিতোষ পট্টনায়ক (CPIM)

ঘাটাল - দীপক অধিকারী (তৃণমূল), ভারতী ঘোষ (BJP), তপন গাঙ্গুলি (বামফ্রন্ট), খান্দেকর মহম্মদ সফিউল্লাহ (কংগ্রেস)

ঝাড়গ্রাম - বীরবাহা সোরেন (তৃণমূল কংগ্রেস), কুনার হেমব্রম (BJP), যোগেশ্বর হেমব্রম (কংগ্রেস), দেবলীনা হেমব্রম (CPIM)

মেদিনীপুর - মানস ভুইঞাঁ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), শম্ভুনাথ চট্টোপাধ্যায় (কংগ্রেস), বিপ্লব ভট্ট (CPI)

পুরুলিয়া - মৃগাঙ্ক মাহাত (তৃণমূল কংগ্রেস), জ্যোতির্ময় সিং মাহাত (BJP), বীর সিং মাহাত (ফরওয়ার্ড ব্লক), নেপাল মাহাত (কংগ্রেস)

বাঁকুড়া - সুব্রত মুখার্জি (তৃণমূল কংগ্রেস), সুভাষ সরকার (BJP), অমিয় পাত্র (CPIM)

বিষ্ণুপুর - শ্যামল সাঁতরা (তৃণমূল কংগ্রেস), সৌমিত্র খাঁ (BJP), সুনীল খান (CPIM), নারায়ণ চন্দ্র খান (কংগ্রেস)

Indore (MP), May 11 (ANI): While speaking to ANI, Punjab Tourism Minister and Congress leader Navjot Singh Sidhu trained guns on PM Modi said, "World Bank withdraws developing Nation tag from India and put backward Nation tag. What type of Prime Minister he is? He is liar in chief, divider in chief and Ambani's business manager in chief."
Last Updated : May 12, 2019, 4:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.