ETV Bharat / bharat

বকেয়া করের মামলায় আন্তর্জাতিক আদালতে জয় ভোডাফোনের - Use of airwaves and license fees

2016 সালে এয়ারওয়েভ ব্যবহার ও লাইসেন্সের ফি-র জন্য কেন্দ্রের দাবি করা কর সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন । আজ সেই মামলার রায় এসেছে ভোডাফোনের পক্ষে ।

vodafone-
vodafone-
author img

By

Published : Sep 25, 2020, 4:25 PM IST

Updated : Sep 25, 2020, 4:34 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : আন্তর্জাতিক আদালতে কেন্দ্রীয় সরকার বনাম ভোডাফোন মামলায় জয় পেল ভোডাফোন । সিঙ্গাপুরের এক আন্তর্জাতিক আদালতে মামলার রায় এসেছে টেলিকম সংস্থার পক্ষে । 12 হাজার কোটি টাকার বকেয়া কর ও 7,900 কোটি টাকার আর্থিক জরিমানা বিষয় থেকে সাময়িক স্বস্তি পেল ভোডাফোন ।

2016 সালে ভোডাফোন সিঙ্গাপুর আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারে সরকারের সঙ্গে বিরোধ নিয়ে আবেদন করেছিল । এয়ারওয়েভ ব্যবহার ও লাইসেন্সের ফি-র জন্য কেন্দ্রের দাবি করা কর সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন । আজ সেই মামলার রায় এসেছে ভোডাফোনের পক্ষে ।

সংবাদসংস্থা রয়টার্সকে ভোডাফোনের এক সূত্র জানিয়েছে, আদালতের মতে, ভোডাফোনের উপর ভারত সরকার যে করের দায় চাপিয়ে দিচ্ছে তাতে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে বিনিয়োগ চুক্তির লঙ্ঘন হচ্ছে ।

আরও পড়ুন : ভোডাফোনের 2500 কোটি টাকা মেটানোর প্রস্তাব খারিজ সুপ্রিম কোর্টের

বিশাল অঙ্কের ঋণগ্রস্ত এই টেলিকম সংস্থা চলতি মাসের শুরুতেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল । সুপ্রিম কোর্ট সরকারের বকেয়া কর মেটানোর জন্য 10 বছর সময় দিয়েছিল টেলিকম সংস্থাগুলিকে । কিন্তু সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধান এখনও হয়নি ।

ভারতে যতগুলি টেলিকম সংস্থা রয়েছে, প্রত্যককে এয়ার ওয়েভ ব্যবহারের মাশুল অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের 3-5 শতাংশ ও লাইসেন্স ফি বাবদ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের 8 শতাংশ সরকাররে দেওয়ার কথা । দীর্ঘদিন ধরে এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সংজ্ঞা নিয়ে মতবিরোধ ছিল । কিন্ত গত বছর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সংস্থার সব ধরনের আয়ই যুক্ত হবে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সঙ্গে ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : আন্তর্জাতিক আদালতে কেন্দ্রীয় সরকার বনাম ভোডাফোন মামলায় জয় পেল ভোডাফোন । সিঙ্গাপুরের এক আন্তর্জাতিক আদালতে মামলার রায় এসেছে টেলিকম সংস্থার পক্ষে । 12 হাজার কোটি টাকার বকেয়া কর ও 7,900 কোটি টাকার আর্থিক জরিমানা বিষয় থেকে সাময়িক স্বস্তি পেল ভোডাফোন ।

2016 সালে ভোডাফোন সিঙ্গাপুর আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারে সরকারের সঙ্গে বিরোধ নিয়ে আবেদন করেছিল । এয়ারওয়েভ ব্যবহার ও লাইসেন্সের ফি-র জন্য কেন্দ্রের দাবি করা কর সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন । আজ সেই মামলার রায় এসেছে ভোডাফোনের পক্ষে ।

সংবাদসংস্থা রয়টার্সকে ভোডাফোনের এক সূত্র জানিয়েছে, আদালতের মতে, ভোডাফোনের উপর ভারত সরকার যে করের দায় চাপিয়ে দিচ্ছে তাতে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে বিনিয়োগ চুক্তির লঙ্ঘন হচ্ছে ।

আরও পড়ুন : ভোডাফোনের 2500 কোটি টাকা মেটানোর প্রস্তাব খারিজ সুপ্রিম কোর্টের

বিশাল অঙ্কের ঋণগ্রস্ত এই টেলিকম সংস্থা চলতি মাসের শুরুতেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল । সুপ্রিম কোর্ট সরকারের বকেয়া কর মেটানোর জন্য 10 বছর সময় দিয়েছিল টেলিকম সংস্থাগুলিকে । কিন্তু সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধান এখনও হয়নি ।

ভারতে যতগুলি টেলিকম সংস্থা রয়েছে, প্রত্যককে এয়ার ওয়েভ ব্যবহারের মাশুল অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের 3-5 শতাংশ ও লাইসেন্স ফি বাবদ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের 8 শতাংশ সরকাররে দেওয়ার কথা । দীর্ঘদিন ধরে এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সংজ্ঞা নিয়ে মতবিরোধ ছিল । কিন্ত গত বছর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সংস্থার সব ধরনের আয়ই যুক্ত হবে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের সঙ্গে ।

Last Updated : Sep 25, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.